ETV Bharat / sitara

জাগছে 'নির্ভয়া', কালো কোট পরে আদালতে গৌরব-প্রিয়াঙ্কা - প্রিয়াঙ্কা সরকারের হট ছবি

করোনায় এতদিন শ্যুটিং বন্ধ ছিল ৷ ফের শ্যুটিং শুরু হল অংশুমান প্রত্যুষ পরিচালিত ফিল্ম 'নির্ভয়া'র (Nirbhaya)৷ সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)৷

bengali-film-nirbhayas-shooting-resumed-priyanka-sarkar-shared-pics-from-set
জাগছে 'নির্ভয়া', কালো কোট পরে আদালতে গৌরব-প্রিয়াঙ্কা
author img

By

Published : Jun 29, 2021, 2:22 PM IST

কলকাতা, 29 জুন : করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন থমকে থাকার পর আবারও শুরু হল অংশুমান প্রত্যুষ পরিচালিত 'নির্ভয়া' ছবির শ্যুটিং ৷ এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ও গৌরব চক্রবর্তী (Gourab Chakraborty)। কালো কোট পরে সেট থেকে ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা ৷ বহুদিন পর লাইট, ক্যামেরা, অ্যাকশনে ফিরে দারুণ খুশি তিনি ৷

অতিমারির জেরে দীর্ঘদিন বন্ধ ছিল শ্যুটিং ৷ তবে দিনকয়েক আগেই কোভিড বিধি মেনে ছবি ও ধারাবাহিকের শ্যুটিং-এ ছাড়পত্র দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ তারপরই ফের শুরু হয়েছে ছবি তৈরির কাজ ৷ 23 জুন থেকে শ্যুটিং শুরু হয় পরিচালক অংশুমান প্রত্যুষের পরবর্তী ছবি 'নির্ভয়া 'র ৷

এই ছবিতে প্রিয়াঙ্কা ও গৌরব ছাড়াও রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র-সহ আরও অনেকে । দীর্ঘ বিরতি পেরিয়ে শ্যুটিং শুরু হওয়ার পর জোরকদমে চলছে কাজ ৷

আরও পড়ুন: নুসরতের রোদচশমায় কার প্রতিচ্ছবি ? সরগরম নেটপাড়া

নিজের টুইটার হ্যান্ডেলে সেট থেকে ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা সরকার ৷ সেই ছবিতে তাঁকে ও গৌরবকে আদালত চত্বরে কালো কোট পরে দেখা যাচ্ছে ৷ ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "লাইটস, ক্যামেরা, অ্যাকশন - এই তিনটে শব্দ আবার শুনতে পেয়ে দারুণ আনন্দ হচ্ছে ৷ শ্যুটিং-এ ফিরেছি ৷ আমার সাম্প্রতিক ফিল্ম নির্ভয়ার লোকেশন থেকে প্রথম ছবি ৷ অংশুমান প্রত্যুষের পরিচালনায় শ্যুটিং চলছে ৷"

আরও পড়ুন: 2006-21, বলিউডে বেড়ে ওঠার ভিডিয়ো পোস্ট কঙ্গনার

প্রিয়াঙ্কা সরকারকে শেষ দেখা গিয়েছে বিরসা দাশগুপ্তের বিবাহ অভিযানে ৷ তবে শুধু বড় পর্দাতেই নয়, ছোট পর্দাতেও পরপর নানা ওয়েব সিরিজে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ৷ রাইমা সেনের সঙ্গে 'হেলো' ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ অপরদিকে, গৌরবকে শেষ দেখা গিয়েছে 'এই আমি রেণু' ছবিতে ৷ এ বছরই ছবিটি মুক্তি পায় ৷ এই ফিল্মে তিনি স্ক্রিন শেয়ার করেছেন সোহিনী সরকার ও সোহম চক্রবর্তীর সঙ্গে ৷

কলকাতা, 29 জুন : করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন থমকে থাকার পর আবারও শুরু হল অংশুমান প্রত্যুষ পরিচালিত 'নির্ভয়া' ছবির শ্যুটিং ৷ এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ও গৌরব চক্রবর্তী (Gourab Chakraborty)। কালো কোট পরে সেট থেকে ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা ৷ বহুদিন পর লাইট, ক্যামেরা, অ্যাকশনে ফিরে দারুণ খুশি তিনি ৷

অতিমারির জেরে দীর্ঘদিন বন্ধ ছিল শ্যুটিং ৷ তবে দিনকয়েক আগেই কোভিড বিধি মেনে ছবি ও ধারাবাহিকের শ্যুটিং-এ ছাড়পত্র দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ তারপরই ফের শুরু হয়েছে ছবি তৈরির কাজ ৷ 23 জুন থেকে শ্যুটিং শুরু হয় পরিচালক অংশুমান প্রত্যুষের পরবর্তী ছবি 'নির্ভয়া 'র ৷

এই ছবিতে প্রিয়াঙ্কা ও গৌরব ছাড়াও রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র-সহ আরও অনেকে । দীর্ঘ বিরতি পেরিয়ে শ্যুটিং শুরু হওয়ার পর জোরকদমে চলছে কাজ ৷

আরও পড়ুন: নুসরতের রোদচশমায় কার প্রতিচ্ছবি ? সরগরম নেটপাড়া

নিজের টুইটার হ্যান্ডেলে সেট থেকে ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা সরকার ৷ সেই ছবিতে তাঁকে ও গৌরবকে আদালত চত্বরে কালো কোট পরে দেখা যাচ্ছে ৷ ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "লাইটস, ক্যামেরা, অ্যাকশন - এই তিনটে শব্দ আবার শুনতে পেয়ে দারুণ আনন্দ হচ্ছে ৷ শ্যুটিং-এ ফিরেছি ৷ আমার সাম্প্রতিক ফিল্ম নির্ভয়ার লোকেশন থেকে প্রথম ছবি ৷ অংশুমান প্রত্যুষের পরিচালনায় শ্যুটিং চলছে ৷"

আরও পড়ুন: 2006-21, বলিউডে বেড়ে ওঠার ভিডিয়ো পোস্ট কঙ্গনার

প্রিয়াঙ্কা সরকারকে শেষ দেখা গিয়েছে বিরসা দাশগুপ্তের বিবাহ অভিযানে ৷ তবে শুধু বড় পর্দাতেই নয়, ছোট পর্দাতেও পরপর নানা ওয়েব সিরিজে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ৷ রাইমা সেনের সঙ্গে 'হেলো' ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ অপরদিকে, গৌরবকে শেষ দেখা গিয়েছে 'এই আমি রেণু' ছবিতে ৷ এ বছরই ছবিটি মুক্তি পায় ৷ এই ফিল্মে তিনি স্ক্রিন শেয়ার করেছেন সোহিনী সরকার ও সোহম চক্রবর্তীর সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.