কলকাতা, 27 অক্টোবর: মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) পরিচালিত বাংলা ছবি ‘একান্নবর্তী’ (Ekannoborti) মুক্তি পাচ্ছে আগামী 19 নভেম্বর ।
দুর্গা পুজোর প্রেক্ষাপটে এক পরিবারের গল্প বলবে 'একান্নবর্তী'। গল্পের কেন্দ্রে আছে দুই বোন । একজন কিছু অর্জন করতে পেরেছে । অন্যজন কিছুটি করতে পারেনি । ফ্যাটশেমিংয়ের শিকার সেই কিছু অর্জন করতে না-পারা বোনের চরিত্রে অনন্যা সেন । আর দিদির চরিত্রে সৌরসেনী মৈত্র । আদ্যোপান্ত পারিবারিক এই ছবিতে ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন অলকানন্দা রায় । দুই বোনের মায়ের ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা আঢ্য । রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী-সহ আরও অনেকে । সৌরসেনীর বিপরীতে দেখা যাবে গৌরবকে ।
আরও পড়ুন: Nusrat Yash: কাশ্মীরে যশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো পোস্ট নুসরতের
অনন্যা সেন এই মুহূর্তে রয়েছেন 'মন ফাগুন' ধারাবাহিকে সৌমির চরিত্রে আর গৌরব সম্প্রতি শেষ করেছেন ধারাবাহিক 'ওগো নিরুপমা'। তবে, খুব শিগগিরই আবারও এক বাংলা ধারাবাহিকের কাজে ব্যস্ত হতে চলেছেন তিনি ।
আরও পড়ুন: Aryan Khan : আজও ছাড়া পেলেন না শাহরুখ-পুত্র, বৃহস্পতিবার ফের জামিনের শুনানি
ছবিতে তিন প্রজন্মের চারজন মহিলার চার রকমের জীবনযাপন তুলে ধরেছেন মৈনাক ভৌমিক । 'জেনারেশন আমি' এবং 'চিনি'র দুরন্ত সাফল্যের পর এ বার তৃতীয়বার এসভিএফ-এর সঙ্গে জোট বাঁধলেন মৈনাক । 19 নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি ৷
আরও পড়ুন: Sameer Wankhede : বলি সেলেবদের ফোনে আড়ি পাতেন সমীর, অভিযোগ নবাব মালিকের