ETV Bharat / sitara

Aayna 2021 : টলিউডের টেকনিসিয়ানদের পাশে দাঁড়াবে হায়দরাবাদের বাঙালি ক্লাব

প্রত্যেক বছরেই কলকাতা থেকে এই ফিল্ম ফেস্টিভ্যালে (Telangana Bengali Film Festival) আসেন একঝাঁক চলচ্চিত্র তারকা ৷ এবছরে সেই তালিকায় ছিলেন মুনমুন সেন, বিদিপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মৈত্র, গৌরব চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, উজ্জল বসুর মতো টলিউডের অনেক পরিচিত মুখ ৷ করোনাকালে তাঁরাও অনেকেই টেকনিসিয়ানদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন ৷ একই উদ্যোগ নেওয়ার কথা ভাবছে তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষও (Telangana Bengali Film Festival Authority) ৷

Film festival
টলিউডের টেকনিসিয়ানদের পাশে হায়দরাবাদের বাঙালি ক্লাব
author img

By

Published : Nov 27, 2021, 10:34 PM IST

হায়দরাবাদ, 27 নভেম্বর : তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, আয়না 2021 (Telangana Bengali Film Festival, Aayna 2021) ৷ হায়দরাবাদ বাঙালি সমিতির (Hyderabad Bangalee Samity) উদ্যোগে এই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল 2017 সালে ৷ গতবছর করোনা সংক্রমণের ফলে ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ থাকার পর এবছর আবার স্বমহিমায় কলকাতা থেকে 1500 কিলোমিটার দূরের প্রবাসী বাঙালিরা ৷ এই মঞ্চে মিলে যাচ্ছে বাংলা-তেলেঙ্গানার দুই ভিন্ন মেরুর সংস্কৃতি ৷

শুধু সংস্কৃতির মেলবন্ধন ঘটানোই নয়, করোনা পরিস্থিতিতে বিদ্ধস্ত টলিউডের টেকনিসিয়ানদের পাশেও দাঁড়ানোর ভাবনা রয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের ৷ করোনাকালে কলকাতার বিনোদন দুনিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে জুনিয়র টেকনিসিয়ানরা ৷ আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সুমিত সেন ইটিভি ভারতকে জানান, ‘‘আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের জন্য তেলেঙ্গানা সরকারই শুধু নয়, বেশ কিছু বেসরকারি সংগঠনকেও পাশে পেয়েছি ৷ তাদের কাছ থেকে যা ফান্ড আমরা পেয়েছি, তা থেকে আমরা কলকাতার টেকনিসিয়ানদের সাহায্য করতে চাই ৷’’

করোনা পরিস্থিতিতে বিদ্ধস্ত টলিউডের টেকনিসিয়ানদের পাশেও দাঁড়ানোর ভাবনা রয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের ৷

হায়দরাবাদ বাঙালি সমিতির উদ্যোগে এই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলেও তাতে যোগ দিয়েছেন এখানকার অন্যান্য বাঙালি ক্লাবও ৷ পাশে রয়েছে তেলেঙ্গানার পর্যটন এবং সংস্কৃতি দফতরও (Department of Tourism and Culture Department, Telangana Government) ৷ পূর্ব এবং দক্ষিণের দুই রাজ্যের সংস্কৃতির আদানপ্রদানে বদ্ধপরিকর রাজ্যের সংস্কৃতি দফতরের মন্ত্রী ভি.শ্রীনিবাস গৌড়াও ৷

আরও পড়ুন : Aayna 2021 : তেলেঙ্গানা-বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে মিলে গেল দুই রাজ্যের সংস্কৃতি

হায়দরাবাদ, 27 নভেম্বর : তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল, আয়না 2021 (Telangana Bengali Film Festival, Aayna 2021) ৷ হায়দরাবাদ বাঙালি সমিতির (Hyderabad Bangalee Samity) উদ্যোগে এই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছিল 2017 সালে ৷ গতবছর করোনা সংক্রমণের ফলে ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ থাকার পর এবছর আবার স্বমহিমায় কলকাতা থেকে 1500 কিলোমিটার দূরের প্রবাসী বাঙালিরা ৷ এই মঞ্চে মিলে যাচ্ছে বাংলা-তেলেঙ্গানার দুই ভিন্ন মেরুর সংস্কৃতি ৷

শুধু সংস্কৃতির মেলবন্ধন ঘটানোই নয়, করোনা পরিস্থিতিতে বিদ্ধস্ত টলিউডের টেকনিসিয়ানদের পাশেও দাঁড়ানোর ভাবনা রয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের ৷ করোনাকালে কলকাতার বিনোদন দুনিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে জুনিয়র টেকনিসিয়ানরা ৷ আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সুমিত সেন ইটিভি ভারতকে জানান, ‘‘আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের জন্য তেলেঙ্গানা সরকারই শুধু নয়, বেশ কিছু বেসরকারি সংগঠনকেও পাশে পেয়েছি ৷ তাদের কাছ থেকে যা ফান্ড আমরা পেয়েছি, তা থেকে আমরা কলকাতার টেকনিসিয়ানদের সাহায্য করতে চাই ৷’’

করোনা পরিস্থিতিতে বিদ্ধস্ত টলিউডের টেকনিসিয়ানদের পাশেও দাঁড়ানোর ভাবনা রয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের ৷

হায়দরাবাদ বাঙালি সমিতির উদ্যোগে এই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলেও তাতে যোগ দিয়েছেন এখানকার অন্যান্য বাঙালি ক্লাবও ৷ পাশে রয়েছে তেলেঙ্গানার পর্যটন এবং সংস্কৃতি দফতরও (Department of Tourism and Culture Department, Telangana Government) ৷ পূর্ব এবং দক্ষিণের দুই রাজ্যের সংস্কৃতির আদানপ্রদানে বদ্ধপরিকর রাজ্যের সংস্কৃতি দফতরের মন্ত্রী ভি.শ্রীনিবাস গৌড়াও ৷

আরও পড়ুন : Aayna 2021 : তেলেঙ্গানা-বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে মিলে গেল দুই রাজ্যের সংস্কৃতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.