ETV Bharat / sitara

Prithibi Band: মহালয়ায় নারীদের জন্য বাংলা ব্যান্ড পৃথিবী'র উপহার শহরের গান

মহালয়ার (Mahalaya 2021) প্রাক্কালে শহরের গান (Shohorer Gaan) নিয়ে এল বাংলা ব্যান্ড (Bengali Band) 'পৃথিবী' (Prithibi)৷ গানটি তৈরি করেছেন কৌশিক চক্রবর্তী ৷

bengali-band-prithibi-released-shohorer-gaan-for-women-before-mahalaya
মহালয়ায় নারীদের জন্য বাংলা ব্যান্ড 'পৃথিবী'র উপহার 'শহরের গান'
author img

By

Published : Oct 6, 2021, 9:38 PM IST

কলকাতা, 6 অক্টোবর: মুক্তি পেল বাংলা ব্যান্ড (Bengali Band) 'পৃথিবী'র (Prithibi) পুজোর গান (Durga Puja Song) 'শহরের গান' (Shohorer Gaan)। এই গানটি 2009 সালে একটি বাংলা স্বাধীন ছবির জন্য তৈরি করেছিলেন 'পৃথিবী'র ফ্রন্টম্যান কৌশিক চক্রবর্তী ।

'পৃথিবী' ব্যান্ডের কৌশিক চক্রবর্তী বানিয়েছিলেন 'শহরের গান'। একটি স্বাধীন ছবির জন্য গানটি বানিয়েছিলেন তিনি । কিন্তু ছবিটি মুক্তি না-পাওয়ায় বহু বছর গানটি খাতাবন্দি হয়ে পড়েছিল । কিন্তু সৃষ্টিকে কি খাতাবন্দি করে রাখা যায় ? এই পুজোতে শেষমেশ মুক্তি পেতে চলেছে গানটি ।

গানটির অডিয়ো ফরম্যাটের পাশাপাশি একটি অন্যরকমের মিউজিক ভিডিয়ো থাকবে । এটিকে মিউজিক্যাল শর্ট বললেও ভুল হবে না । তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সমর্পিতা চন্দ, দীপান্বিতা সিনহা এবং অরিত্র মুখোপাধ্যায় । সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সৌমাল্য মল্লিক । ডিরেক্টর অফ ফোটোগ্রাফিতে রয়েছেন শুভম চক্রবর্তী । 5 অক্টোবর ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রিমিয়ার করা হবে এই মিউজিকাল শর্টটি ।

ব্যান্ডের বাকি সদস্য অনিরুদ্ধ মণ্ডল, অরুণাংশু বাগচী, গোবিন্দ (দীপ) ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এবং দীপায়ণ মৈত্র সকলে মিলে সঙ্গীতায়োজন করেছেন এই গানটির এবং অনবদ্য পারফরম্যান্সের ছাপ রেখেছেন গোটা গানটি জুড়ে ।

bengali band Prithibi released Shohorer Gaan for women before mahalaya
শহরের গান

আরও পড়ুন: Payel De: প্রথমবার ওয়েব সিরিজে পায়েল

মিউজিকাল শর্টটির গল্প হিসেবে দেখা যাবে একটি সম্পর্কের টানাপোড়েন এবং উত্তরণের ছবি, যা আমাদের প্রাণের শহর কলকাতাকে ঘিরে আবর্তিত হয় । শহর যা কেড়ে নেয়, তা ফিরিয়েও দেয় কোনও এক সময়ে । আর সেটাই থিম এই মিউজিকাল শর্টটির ।

আরও পড়ুন: Satish Maneshinde: সঞ্জয়-সলমন-রিয়ার পর আরিয়ান, আইনি প্যাঁচে সতীশ মানেশিণ্ডেতেই ভরসা বলি সেলেবদের

bengali-band-prithibi-released-shohorer-gaan-for-women-before-mahalaya
মহালয়ায় নারীদের জন্য বাংলা ব্যান্ড 'পৃথিবী'র উপহার 'শহরের গান'

এ রকম একটি মৌলিক কাজে পৃথিবীর পাশে দাঁড়িয়েছেন সুদূর আমেরিকা নিবাসী জোনাই সিং, যিনি বিগত 12 বছর ধরে প্রবাসে বাংলা গানের পৃষ্ঠপোষকতা করছেন । বছরের পর বছর ধরে বহু বাঙালি শিল্পী এবং মৌলিক গানবাজনাকে প্রোমোট করে চলেছেন তিনি । এ ছাড়াও সুদূর জার্মানবাসী কৌশিকের ছাত্র দেবার্পণ গুহও এই প্রোজেক্টের পাশে এসে দাঁড়িয়েছেন । বাংলা ব্যান্ড 'পৃথিবী' এই গানটি গোটা পৃথিবীর নারীজাতিকে উৎসর্গ করেছেন মহালয়ার (Mahalaya 2021) প্রাকলগ্নে ।

কলকাতা, 6 অক্টোবর: মুক্তি পেল বাংলা ব্যান্ড (Bengali Band) 'পৃথিবী'র (Prithibi) পুজোর গান (Durga Puja Song) 'শহরের গান' (Shohorer Gaan)। এই গানটি 2009 সালে একটি বাংলা স্বাধীন ছবির জন্য তৈরি করেছিলেন 'পৃথিবী'র ফ্রন্টম্যান কৌশিক চক্রবর্তী ।

'পৃথিবী' ব্যান্ডের কৌশিক চক্রবর্তী বানিয়েছিলেন 'শহরের গান'। একটি স্বাধীন ছবির জন্য গানটি বানিয়েছিলেন তিনি । কিন্তু ছবিটি মুক্তি না-পাওয়ায় বহু বছর গানটি খাতাবন্দি হয়ে পড়েছিল । কিন্তু সৃষ্টিকে কি খাতাবন্দি করে রাখা যায় ? এই পুজোতে শেষমেশ মুক্তি পেতে চলেছে গানটি ।

গানটির অডিয়ো ফরম্যাটের পাশাপাশি একটি অন্যরকমের মিউজিক ভিডিয়ো থাকবে । এটিকে মিউজিক্যাল শর্ট বললেও ভুল হবে না । তিনটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সমর্পিতা চন্দ, দীপান্বিতা সিনহা এবং অরিত্র মুখোপাধ্যায় । সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সৌমাল্য মল্লিক । ডিরেক্টর অফ ফোটোগ্রাফিতে রয়েছেন শুভম চক্রবর্তী । 5 অক্টোবর ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রিমিয়ার করা হবে এই মিউজিকাল শর্টটি ।

ব্যান্ডের বাকি সদস্য অনিরুদ্ধ মণ্ডল, অরুণাংশু বাগচী, গোবিন্দ (দীপ) ঘোষ, দেবাংশু ভট্টাচার্য এবং দীপায়ণ মৈত্র সকলে মিলে সঙ্গীতায়োজন করেছেন এই গানটির এবং অনবদ্য পারফরম্যান্সের ছাপ রেখেছেন গোটা গানটি জুড়ে ।

bengali band Prithibi released Shohorer Gaan for women before mahalaya
শহরের গান

আরও পড়ুন: Payel De: প্রথমবার ওয়েব সিরিজে পায়েল

মিউজিকাল শর্টটির গল্প হিসেবে দেখা যাবে একটি সম্পর্কের টানাপোড়েন এবং উত্তরণের ছবি, যা আমাদের প্রাণের শহর কলকাতাকে ঘিরে আবর্তিত হয় । শহর যা কেড়ে নেয়, তা ফিরিয়েও দেয় কোনও এক সময়ে । আর সেটাই থিম এই মিউজিকাল শর্টটির ।

আরও পড়ুন: Satish Maneshinde: সঞ্জয়-সলমন-রিয়ার পর আরিয়ান, আইনি প্যাঁচে সতীশ মানেশিণ্ডেতেই ভরসা বলি সেলেবদের

bengali-band-prithibi-released-shohorer-gaan-for-women-before-mahalaya
মহালয়ায় নারীদের জন্য বাংলা ব্যান্ড 'পৃথিবী'র উপহার 'শহরের গান'

এ রকম একটি মৌলিক কাজে পৃথিবীর পাশে দাঁড়িয়েছেন সুদূর আমেরিকা নিবাসী জোনাই সিং, যিনি বিগত 12 বছর ধরে প্রবাসে বাংলা গানের পৃষ্ঠপোষকতা করছেন । বছরের পর বছর ধরে বহু বাঙালি শিল্পী এবং মৌলিক গানবাজনাকে প্রোমোট করে চলেছেন তিনি । এ ছাড়াও সুদূর জার্মানবাসী কৌশিকের ছাত্র দেবার্পণ গুহও এই প্রোজেক্টের পাশে এসে দাঁড়িয়েছেন । বাংলা ব্যান্ড 'পৃথিবী' এই গানটি গোটা পৃথিবীর নারীজাতিকে উৎসর্গ করেছেন মহালয়ার (Mahalaya 2021) প্রাকলগ্নে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.