ETV Bharat / sitara

Priyanka Sarkar Injured in Accident : প্রিয়াঙ্কা সরকারকে বেপরোয়া বাইকের ধাক্কা, ভাঙল পায়ের হাড় ; আজ অস্ত্রোপচার - Priyanka Sarkar injured in Accident

শুটিং চলাকালীন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে ধাক্কা বাইকের ((Actress Priyanka Sarkar meets with an accident while shooting for web series)) ৷ জখম অভিনেত্রী এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

Priyanka Sarkar Injured
প্রিয়াঙ্কা সরকারকে বেপরোয়া বাইকের ধাক্কা
author img

By

Published : Dec 4, 2021, 9:40 AM IST

Updated : Dec 4, 2021, 1:46 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : দুর্ঘটনার কবলে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । শুক্রবার রাতে রাজারহাটে একটি ওয়েব সিরিজ়ের শুটিং চলাকালীন একটি বেপরোয়া বাইক এসে ধাক্কা মারে তাঁকে। পায়ে এবং কোমরে গুরুতর চোট পান অভিনেত্রী । তাঁর পায়ের হাড় ভেঙে গিয়েছে (Bengali Actress Priyanka Sarkar) ৷ এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি । একইসঙ্গে চোট পেয়েছেন সহ অভিনেতা অর্জুন চক্রবর্তীও ৷ এই বিষয়ে ইটিভি ভারতের তরফে প্রিয়াঙ্কার জন সংযোগ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "চোট লেগেছে । চিকিৎসা চলছে । ঘটনার আকস্মিকতায় এখন কথা বলার মতো অবস্থায় নেই প্রিয়াঙ্কা ।"

রাজারহাটে শুটিং চলছিল ওয়েব সিরিজ 'মহাভার‍ত মার্ডারস'-এর । শুটিং করছিলেন প্রিয়াঙ্কা সরকার এবং অর্জুন চক্রবর্তী । শুটিং চলাকালীন হঠাৎই ঢুকে পড়ে একটি বাইক । কর্ডন ভেঙে সজোরে ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে (Priyanka Sarkar hit by motorbike during shooting at Rajarahat)। দুজনেই ছিটকে পড়েন রাস্তায় । গুরুতর আহত হন প্রিয়াঙ্কা । চোট লাগে অর্জুনেরও । আহত দুই অভিনেতাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের স্থানান্তরিত করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ।

আরও পড়ুন : Priyanka Sarkar wins award for Nirbhaya: প্রিয়াঙ্কাকে জাতীয় স্তরে সেরার পুরস্কার এনে দিল নির্ভয়া

চিকিৎসার পর অর্জুনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । তবে এক্স-রে করার পর দেখা যায় অভিনেত্রীর পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে । শনিবারই তাঁর অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা । পুলিশ সূত্রে খবর, ওই বাইকচালক মদ্যপ ছিলেন । ধাক্কা মেরেই বাইক নিয়ে পালিয়ে যান । তাঁর খোঁজ চলছে । আপাতত ওয়েব সিরিজ়ের শুটিং বন্ধ রাখা হয়েছে ৷

এ বছর 'তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'-এ 'নির্ভয়া' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ছেন প্রিয়াঙ্কা সরকার । 'অনুসন্ধান'-এও তাঁর অভিনয় নজর কেড়েছে । চলছে আরও বেশ কয়েকটি কাজ । তার মধ্যে 'মহাভারত মার্ডারস' একটি ।

আরও পড়ুন : Shane Warne motorbike accident : বাইক দুর্ঘটনায় আহত শেন ওয়ার্ন

কলকাতা, 4 ডিসেম্বর : দুর্ঘটনার কবলে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার । শুক্রবার রাতে রাজারহাটে একটি ওয়েব সিরিজ়ের শুটিং চলাকালীন একটি বেপরোয়া বাইক এসে ধাক্কা মারে তাঁকে। পায়ে এবং কোমরে গুরুতর চোট পান অভিনেত্রী । তাঁর পায়ের হাড় ভেঙে গিয়েছে (Bengali Actress Priyanka Sarkar) ৷ এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি । একইসঙ্গে চোট পেয়েছেন সহ অভিনেতা অর্জুন চক্রবর্তীও ৷ এই বিষয়ে ইটিভি ভারতের তরফে প্রিয়াঙ্কার জন সংযোগ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "চোট লেগেছে । চিকিৎসা চলছে । ঘটনার আকস্মিকতায় এখন কথা বলার মতো অবস্থায় নেই প্রিয়াঙ্কা ।"

রাজারহাটে শুটিং চলছিল ওয়েব সিরিজ 'মহাভার‍ত মার্ডারস'-এর । শুটিং করছিলেন প্রিয়াঙ্কা সরকার এবং অর্জুন চক্রবর্তী । শুটিং চলাকালীন হঠাৎই ঢুকে পড়ে একটি বাইক । কর্ডন ভেঙে সজোরে ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে (Priyanka Sarkar hit by motorbike during shooting at Rajarahat)। দুজনেই ছিটকে পড়েন রাস্তায় । গুরুতর আহত হন প্রিয়াঙ্কা । চোট লাগে অর্জুনেরও । আহত দুই অভিনেতাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের স্থানান্তরিত করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ।

আরও পড়ুন : Priyanka Sarkar wins award for Nirbhaya: প্রিয়াঙ্কাকে জাতীয় স্তরে সেরার পুরস্কার এনে দিল নির্ভয়া

চিকিৎসার পর অর্জুনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । তবে এক্স-রে করার পর দেখা যায় অভিনেত্রীর পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে । শনিবারই তাঁর অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা । পুলিশ সূত্রে খবর, ওই বাইকচালক মদ্যপ ছিলেন । ধাক্কা মেরেই বাইক নিয়ে পালিয়ে যান । তাঁর খোঁজ চলছে । আপাতত ওয়েব সিরিজ়ের শুটিং বন্ধ রাখা হয়েছে ৷

এ বছর 'তেলাঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল'-এ 'নির্ভয়া' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ছেন প্রিয়াঙ্কা সরকার । 'অনুসন্ধান'-এও তাঁর অভিনয় নজর কেড়েছে । চলছে আরও বেশ কয়েকটি কাজ । তার মধ্যে 'মহাভারত মার্ডারস' একটি ।

আরও পড়ুন : Shane Warne motorbike accident : বাইক দুর্ঘটনায় আহত শেন ওয়ার্ন

Last Updated : Dec 4, 2021, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.