ETV Bharat / sitara

কোভিড পজ়িটিভ জিৎ, বাড়িতেই আছেন আইসোলেশনে - জিত্

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা জিৎ ৷ তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন ৷ টুইটে এ কথা জানিয়েছেন তিনি ৷

Bengali actor jeet tests positive for covid 19
কোভিড পজ়িটিভ জিত্, বাড়িতেই আছেন আইসোলেশনে
author img

By

Published : Apr 20, 2021, 1:24 PM IST

Updated : Apr 20, 2021, 2:42 PM IST

কলকাতা, 20 এপ্রিল: রোজই সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে ৷ এ বার তালিকায় টলিউডের সুপারস্টার জিৎ ৷ তাঁর কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ বাড়িতেই কোয়ারানটিনে আছেন অভিনেতা ৷

মঙ্গলবার টুইট করে নিজেই এই খবর জানান জিৎ ৷ টুইটে তিনি লেখেন, "সবাইকে এটা জানাতে চাই যে আমার কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছি ৷ আমার স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শদাতাদের কথা মেনে চলছি ৷ গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের পরীক্ষা করিয়ে নিতে এবং যত্ন নিতে অনুরোধ করছি ৷ হাতজোড় করে জানাচ্ছি, খুব শিগগিরই দেখা হচ্ছে ৷"

আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে নদিম-শ্রবণ সঙ্গীত পরিচালক জুটির শ্রবণ

গত 16 মার্চ করোনা টিকার প্রথম ডোজ় নিয়েছিলেন অভিনেতা ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন তিনি । টিকা নিয়ে গত সপ্তাহেই শ্যুটিং শুরু করেছিলেন জিৎ। ডান্স বাংলা ডান্স সিজন 10-এর শ্যুটিং-এ দেখা গিয়েছিল টলিউডের 'বস'কে । শুভশ্রী, গোবিন্দা, অঙ্কুশ-বিক্রমের সঙ্গে শ্যুটিং ফ্লোরে দেখা গিয়েছে তাঁকে ।

কলকাতা, 20 এপ্রিল: রোজই সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে ৷ এ বার তালিকায় টলিউডের সুপারস্টার জিৎ ৷ তাঁর কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ বাড়িতেই কোয়ারানটিনে আছেন অভিনেতা ৷

মঙ্গলবার টুইট করে নিজেই এই খবর জানান জিৎ ৷ টুইটে তিনি লেখেন, "সবাইকে এটা জানাতে চাই যে আমার কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছি ৷ আমার স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শদাতাদের কথা মেনে চলছি ৷ গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের পরীক্ষা করিয়ে নিতে এবং যত্ন নিতে অনুরোধ করছি ৷ হাতজোড় করে জানাচ্ছি, খুব শিগগিরই দেখা হচ্ছে ৷"

আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে নদিম-শ্রবণ সঙ্গীত পরিচালক জুটির শ্রবণ

গত 16 মার্চ করোনা টিকার প্রথম ডোজ় নিয়েছিলেন অভিনেতা ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন তিনি । টিকা নিয়ে গত সপ্তাহেই শ্যুটিং শুরু করেছিলেন জিৎ। ডান্স বাংলা ডান্স সিজন 10-এর শ্যুটিং-এ দেখা গিয়েছিল টলিউডের 'বস'কে । শুভশ্রী, গোবিন্দা, অঙ্কুশ-বিক্রমের সঙ্গে শ্যুটিং ফ্লোরে দেখা গিয়েছে তাঁকে ।

Last Updated : Apr 20, 2021, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.