ETV Bharat / sitara

বচনে বৃহস্পতি, কাজে অষ্টরম্ভা: তারকা প্রার্থীদের খোঁচা অনীক দত্তের

পরিচালক অনীক দত্তের নিশানায় তারকা প্রার্থীরা ৷ ফেসবুকের পাতায় তিনি বিঁধেছেন তারকা প্রার্থীদের ৷ কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

director Anik dutta slams celebrity candidates on facebook
বচনে বৃহস্পতি, কাজে অষ্টরম্ভা: তারকা প্রার্থীদের খোঁচা অনীক দত্তের
author img

By

Published : Apr 27, 2021, 2:57 PM IST

কলকাতা, 27 এপ্রিল: সোশ্য়াল মিডিয়ায় সেলিব্রিটি প্রার্থীদের ফোন নম্বর ছড়িয়ে পড়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে ৷ এ বার তাঁদের নিশানা করলেন বাম-সমর্থিত পরিচালক অনীক দত্ত ৷ অত্যধিক ফোনে বিরক্ত হয়ে ফোন অফ করে দেওয়ায় নাম না-করে রাজ চক্রবর্তীকেও বিঁধেছেন তিনি ৷ পায়ের ব্যাথা নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্তর মতো একাধিক তারকা ৷ কিন্তু, সোমবার হঠাৎই এই তারকা প্রার্থীদের ফোন নম্বর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ নম্বর ছড়িয়ে পড়তেই তারকা প্রার্থীদের কাছে আসতে থাকে একের পর এক ফোন ৷ এর থেকে নিস্তার পেতে রাজ চক্রবর্তী ফোন বন্ধ করে দেন ৷ অনেকেই সিদ্ধান্ত নেন ফোন নম্বর বদল করে নেওয়ার ৷

কোনও এক নেটাগরিক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ তাতে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কৌশানী মুখোপাধ্যায়, যশ দাশগুপ্ত, বাবুল সুপ্রিয় এবং পার্নো মিত্রদের মতো তারকা প্রার্থীদের ছবির সঙ্গে তাঁদের ফোন নম্বর দিয়ে তিনি লেখেন, এঁরা মানুষের জন্য কাজ করতে চান ৷ এই করোনা পরিস্থিতিতে যেকোনও রকম প্রয়োজনে এদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন ৷ এতেই গোল বাঁধে ৷ এই ঘটনায় বিরক্ত তারকা প্রার্থীরা ৷ ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী আবার অভিযোগ করেন, এটা বামেদের কাজ ৷ তিনি একটি পোস্টে লেখেন, যে কোনও কোভিড সমস্যায় রেড ভলান্টিয়ার্সদের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদিও বামেদের যুব সংগঠনের বিরুদ্ধে করা এই পোস্ট পরে তিনি ডিলিট করে দেন ৷

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার ফাঁস তারকা প্রার্থীদের ব্যক্তিগত নম্বর, ফোন বন্ধ করলেন ক্ষুব্ধ রাজ

এরপরেই তারকা প্রার্থীদের বিরুদ্ধে সরব হন আরও অনেকে ৷ পরিচালক ইন্দ্রাশিস আচার্যের ফেসবুকের পাতায় দেখা গিয়েছে প্রার্থীদের নম্বর-সহ সেই পোস্ট। আবার চিত্র পরিচালক অনীক দত্ত তারকা প্রার্থীদের কটাক্ষ করে ফেসবুকে লিখেছেন, "দুষ্টু লোকেরা ফোন নম্বরগুলো জোগাড় করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। ঠেলা বোঝো এবার ! ইতোমধ্যেই কয়েকজন ফোন অফ করে ফেলেছেন। আরও করবেন। গ্ল্যামারের জগৎ থেকে দায়ে পড়ে ক'দিন ভোট লড়ে আমাদের যথেষ্ট কৃতার্থ করেছেন। এর পর আবার লোকসেবা? তাও এই অতিমারি পরিস্থিতিতে ?! রক্ষা করো বাপু! আমরা টিকটকেই ঠিকঠাক । ওদের কথা বাদ দিলাম, কিন্তু যারা মুহুর্মুহু আমরা ঠিকমতো জাতীয়তাবাদী হতে পারলাম কি না, আমাদের ভারতীয়ত্বে খাদ আছে কি না , আমরা প্রপারলি হিন্দু হয়ে ওঠার জন্যে সব বিষয়ে মুসলমানদের পেছনে লাগতে শিখলাম কি না তা মেপে বেড়ায়, সেই প্রাণীগুলো কোথায় ? জিতলে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ৷ তো এখন যখন বেডের জন্যে ছুটোছুটি , অক্সিজেন পেতে দৌড় , ভ্যাকসিনের আকাল , এখন সেই ধর্মের ষাঁড়েদের হেল্প ডেস্ক কোথায়? বচনে বৃহস্পতি , কাজে অষ্টরম্ভা । তা বলে কি বাংলার প্রাণশক্তি থমকে গেছে? মোটেই না । বামপন্থী ছাত্র-যুব স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় । অক্সিজেনের খোঁজে আপনার পাশে, বেড জোগাড় করতে আপনার সঙ্গে হাজির ওরাও । পাড়ায় পাড়ায় । দেখুন ভোট মিটে যাবে আর দিন তিনেক পরেই। সব ক্যারদানিও ফুরোবে । কেউ হুইলচেয়ার থেকে উঠে দাঁড়াবেন , কেউ গোরুচুরির অভিযোগ সামলাতে নিজাম প্যালেস ছুটবেন । লঙ্কা ভাগ ফুরোলে সবাই নিজের নিজেরটা বুঝে নেওয়ায় ব্যস্ত হয়ে পড়বেন । আর এরা থেকে যাবে আপনার পাশেই । জেতা-হারা যাই হোক । আগামীদিন এরাই আপনার সত্যিকারের পরিজন ।"

কলকাতা, 27 এপ্রিল: সোশ্য়াল মিডিয়ায় সেলিব্রিটি প্রার্থীদের ফোন নম্বর ছড়িয়ে পড়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে ৷ এ বার তাঁদের নিশানা করলেন বাম-সমর্থিত পরিচালক অনীক দত্ত ৷ অত্যধিক ফোনে বিরক্ত হয়ে ফোন অফ করে দেওয়ায় নাম না-করে রাজ চক্রবর্তীকেও বিঁধেছেন তিনি ৷ পায়ের ব্যাথা নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্তর মতো একাধিক তারকা ৷ কিন্তু, সোমবার হঠাৎই এই তারকা প্রার্থীদের ফোন নম্বর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ নম্বর ছড়িয়ে পড়তেই তারকা প্রার্থীদের কাছে আসতে থাকে একের পর এক ফোন ৷ এর থেকে নিস্তার পেতে রাজ চক্রবর্তী ফোন বন্ধ করে দেন ৷ অনেকেই সিদ্ধান্ত নেন ফোন নম্বর বদল করে নেওয়ার ৷

কোনও এক নেটাগরিক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ তাতে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কৌশানী মুখোপাধ্যায়, যশ দাশগুপ্ত, বাবুল সুপ্রিয় এবং পার্নো মিত্রদের মতো তারকা প্রার্থীদের ছবির সঙ্গে তাঁদের ফোন নম্বর দিয়ে তিনি লেখেন, এঁরা মানুষের জন্য কাজ করতে চান ৷ এই করোনা পরিস্থিতিতে যেকোনও রকম প্রয়োজনে এদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন ৷ এতেই গোল বাঁধে ৷ এই ঘটনায় বিরক্ত তারকা প্রার্থীরা ৷ ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী আবার অভিযোগ করেন, এটা বামেদের কাজ ৷ তিনি একটি পোস্টে লেখেন, যে কোনও কোভিড সমস্যায় রেড ভলান্টিয়ার্সদের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদিও বামেদের যুব সংগঠনের বিরুদ্ধে করা এই পোস্ট পরে তিনি ডিলিট করে দেন ৷

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার ফাঁস তারকা প্রার্থীদের ব্যক্তিগত নম্বর, ফোন বন্ধ করলেন ক্ষুব্ধ রাজ

এরপরেই তারকা প্রার্থীদের বিরুদ্ধে সরব হন আরও অনেকে ৷ পরিচালক ইন্দ্রাশিস আচার্যের ফেসবুকের পাতায় দেখা গিয়েছে প্রার্থীদের নম্বর-সহ সেই পোস্ট। আবার চিত্র পরিচালক অনীক দত্ত তারকা প্রার্থীদের কটাক্ষ করে ফেসবুকে লিখেছেন, "দুষ্টু লোকেরা ফোন নম্বরগুলো জোগাড় করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। ঠেলা বোঝো এবার ! ইতোমধ্যেই কয়েকজন ফোন অফ করে ফেলেছেন। আরও করবেন। গ্ল্যামারের জগৎ থেকে দায়ে পড়ে ক'দিন ভোট লড়ে আমাদের যথেষ্ট কৃতার্থ করেছেন। এর পর আবার লোকসেবা? তাও এই অতিমারি পরিস্থিতিতে ?! রক্ষা করো বাপু! আমরা টিকটকেই ঠিকঠাক । ওদের কথা বাদ দিলাম, কিন্তু যারা মুহুর্মুহু আমরা ঠিকমতো জাতীয়তাবাদী হতে পারলাম কি না, আমাদের ভারতীয়ত্বে খাদ আছে কি না , আমরা প্রপারলি হিন্দু হয়ে ওঠার জন্যে সব বিষয়ে মুসলমানদের পেছনে লাগতে শিখলাম কি না তা মেপে বেড়ায়, সেই প্রাণীগুলো কোথায় ? জিতলে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ৷ তো এখন যখন বেডের জন্যে ছুটোছুটি , অক্সিজেন পেতে দৌড় , ভ্যাকসিনের আকাল , এখন সেই ধর্মের ষাঁড়েদের হেল্প ডেস্ক কোথায়? বচনে বৃহস্পতি , কাজে অষ্টরম্ভা । তা বলে কি বাংলার প্রাণশক্তি থমকে গেছে? মোটেই না । বামপন্থী ছাত্র-যুব স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় । অক্সিজেনের খোঁজে আপনার পাশে, বেড জোগাড় করতে আপনার সঙ্গে হাজির ওরাও । পাড়ায় পাড়ায় । দেখুন ভোট মিটে যাবে আর দিন তিনেক পরেই। সব ক্যারদানিও ফুরোবে । কেউ হুইলচেয়ার থেকে উঠে দাঁড়াবেন , কেউ গোরুচুরির অভিযোগ সামলাতে নিজাম প্যালেস ছুটবেন । লঙ্কা ভাগ ফুরোলে সবাই নিজের নিজেরটা বুঝে নেওয়ায় ব্যস্ত হয়ে পড়বেন । আর এরা থেকে যাবে আপনার পাশেই । জেতা-হারা যাই হোক । আগামীদিন এরাই আপনার সত্যিকারের পরিজন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.