ETV Bharat / sitara

Bell Bottom Trailer: ইন্দিরা গান্ধির চরিত্রে লারা দত্ত ? বেল বটমের ট্রেলারে তাজ্জব নেটিজেন - Indira Gandhi

অক্ষয় কুমারের (Akshay Kumar) বেল বটম ফিল্মের ট্রেলারে (Bell Bottom trailer) সবাইকে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী লারা দত্ত (Lara Dutta) ৷ ছবিতে ইন্দিরা গান্ধির (Indira Gandhi) চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ নিখুঁত মেক-আপে তাঁকে প্রায় চেনাই যাচ্ছে না ৷

bell-bottom-trailer-thats-me-says-an-unrecognisable-lara-dutta-as-indira-gandhi
ইন্দিরা গান্ধির চরিত্রে লারা দত্ত ? বেল বটমের ট্রেলারে তাজ্জব নেটিজেন
author img

By

Published : Aug 4, 2021, 1:11 PM IST

নয়াদিল্লি, 4 অগস্ট : মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) বেল বটমের ট্রেলার (Bell Bottom trailer) ৷ আর তা সিনেপ্রেমীদের মনে বেশ আশা জাগিয়েছে ৷ 1980 সালের প্রেক্ষাপটে তৈরি স্পাই থ্রিলারের ট্রেলার একেবারে টানটান ৷ তবে সবাইকে তাজ্জব করে দিয়েছেন অভিনেত্রী লারা দত্ত (Lara Dutta) ৷ তিনি এই ফিল্মে ফুটিয়ে তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির (Indira Gandhi) চরিত্র ৷ রিলের ইন্দিরার সঙ্গে রিয়েলের ফারাক প্রায় নেই বললেই চলে ৷ কে বলবে ওটা আসলে লারা ? অগত্যা ৷ ট্রেলার লঞ্চে অভিনেত্রীকেই নিশ্চিত করতে হল, ওটা আসলে তিনিই ৷ এতটাই নিখুঁত মেক-আপ ৷

মঙ্গলবার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত সংবাদমাধ্যমও এই নিয়ে ধন্দে পড়ে যায় ৷ 1984 সালে বিমান হাইজ্যাক করে তার সব যাত্রীকে পণবন্দি করার ঘটনাকেই পর্দায় তুলে ধরা হয়েছে বেল বটমে ৷ ট্রেলারও শুরু হয় সেই সূত্র ধরেই ৷ তবে পরের দৃশ্যেই দেখা যায় পরামর্শদাতাদের সঙ্গে বিমান অপহরণ নিয়ে আলোচনা করছেন ইন্দিরা গান্ধি ৷ সেখানেই জানানো হয়, এক র এজেন্টের কথা, যাঁর কোড নেম বেল বটম ৷ ট্রেলারের বাকি অংশে সেই বিমান উদ্ধার অভিযানের নানা টুকরো দৃশ্য তুলে ধরা হয় ৷ বেল বটম অক্ষয়ের স্ত্রীর চরিত্রে দেখা যায় বাণী কাপুরকে ৷

আরও পড়ুন: সুখবর ! 3ডিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের বেল বটম

ট্রেলার লঞ্চের পর সাংবাদিক সম্মেলনে লারা দত্তকে তাঁর চরিত্র সম্পর্কে বলতে অনুরোধ করা হয় ৷ প্রথমে প্রাক্তন বিশ্বসুন্দরী বলেন, "কেউ যদি আমার চরিত্র আন্দাজ করতে পারেন, তাহলে তাঁর পরিবারকে আমি বিনামূল্যে হলে ফিল্ম দেখাব ৷" এরপর অক্ষয় ও অন্যরা জোরাজুরি করলে লারা বলেন, "আপনারা আমায় ট্রেলারে দেখেছেন ৷ আমি ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করেছি ৷ ওটা আমিই ছিলাম ৷" ইন্দিরা গান্ধির মতো একজন আইকনিক ব্যক্তিত্বের বডি ল্যাঙ্গুয়েজ নিজের মধ্যে তুলে ধরাটাই একটা চ্যালেঞ্জ ছিল বলে জানান প্রাক্তন মিস ইউনিভার্স ৷ তাঁর কথায়, "এটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা ৷ প্রচুর হোমওয়ার্ক ও গবেষণা করতে হয়েছে ৷ তবে এটা আমার জন্য একটা বিরাট সুযোগ ছিল, এ জন্য আমি ধন্যবাদ জানাই চিত্রনির্মাতাদের ৷"

আরও পড়ুন: স্বামীর মৃত্যুর একমাস পর কর্মযজ্ঞে ফিরে জীবনের জয়গান মন্দিরার

এই ফিল্মে লারা ছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাণী কাপুর (Vaani Kapoor) ও হুমা কুরেশিকে (Huma Qureshi)৷ বাণী বললেন, "অতিমারির সময়ে যখন আমরা-সহ বহু মানুষ বাড়ির বাইরে বেরোতে পারেননি, তখন আমি এই কাজ করার সুযোগ পেয়েছি, এ জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি ৷"

বেল বটমের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে

বেল বটম প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৷ করোনা আবহে দর্শকদের চূড়ান্ত সতর্কতা মেনে ফিল্ম দেখার জন্য আবেদন জানিয়েছেন বলিউডের খিলাড়ি ৷ তিনি বলেন, "দু বছর হয়ে গেল আমি বড় পর্দায় কোনও ফিল্ম দেখিনি ৷ শুধু টিভিতেই সব দেখছি ৷ রেস্তরাঁয় গিয়ে খাওয়ার মজাই আলাদা ৷ আর কতদিন হোম ডেলিভারিতে খাবেন ? তবে সুরক্ষার সব ব্যবস্থা নিন ৷ সরকার নির্ধারিত সব নির্দেশিকা মেনে চলুন ৷ যাতে এটা চলতে পারে এবং আমি আশা রাখব প্রেক্ষাগৃহগুলি ফের বন্ধ হবে না ৷"

আরও পড়ুন: শার্টলেস শাহরুখের ক্যারিশমায় উজ্জ্বল ডাব্বুর ক্যালেন্ডার

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

3ডিতেও মুক্তি পাচ্ছে বেল বটম ৷ রঞ্জিৎ এম তিওয়ারি পরিচালিত এই ফিল্ম মুক্তি পাচ্ছে আগামী 19 অগস্ট ৷

নয়াদিল্লি, 4 অগস্ট : মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) বেল বটমের ট্রেলার (Bell Bottom trailer) ৷ আর তা সিনেপ্রেমীদের মনে বেশ আশা জাগিয়েছে ৷ 1980 সালের প্রেক্ষাপটে তৈরি স্পাই থ্রিলারের ট্রেলার একেবারে টানটান ৷ তবে সবাইকে তাজ্জব করে দিয়েছেন অভিনেত্রী লারা দত্ত (Lara Dutta) ৷ তিনি এই ফিল্মে ফুটিয়ে তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির (Indira Gandhi) চরিত্র ৷ রিলের ইন্দিরার সঙ্গে রিয়েলের ফারাক প্রায় নেই বললেই চলে ৷ কে বলবে ওটা আসলে লারা ? অগত্যা ৷ ট্রেলার লঞ্চে অভিনেত্রীকেই নিশ্চিত করতে হল, ওটা আসলে তিনিই ৷ এতটাই নিখুঁত মেক-আপ ৷

মঙ্গলবার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত সংবাদমাধ্যমও এই নিয়ে ধন্দে পড়ে যায় ৷ 1984 সালে বিমান হাইজ্যাক করে তার সব যাত্রীকে পণবন্দি করার ঘটনাকেই পর্দায় তুলে ধরা হয়েছে বেল বটমে ৷ ট্রেলারও শুরু হয় সেই সূত্র ধরেই ৷ তবে পরের দৃশ্যেই দেখা যায় পরামর্শদাতাদের সঙ্গে বিমান অপহরণ নিয়ে আলোচনা করছেন ইন্দিরা গান্ধি ৷ সেখানেই জানানো হয়, এক র এজেন্টের কথা, যাঁর কোড নেম বেল বটম ৷ ট্রেলারের বাকি অংশে সেই বিমান উদ্ধার অভিযানের নানা টুকরো দৃশ্য তুলে ধরা হয় ৷ বেল বটম অক্ষয়ের স্ত্রীর চরিত্রে দেখা যায় বাণী কাপুরকে ৷

আরও পড়ুন: সুখবর ! 3ডিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের বেল বটম

ট্রেলার লঞ্চের পর সাংবাদিক সম্মেলনে লারা দত্তকে তাঁর চরিত্র সম্পর্কে বলতে অনুরোধ করা হয় ৷ প্রথমে প্রাক্তন বিশ্বসুন্দরী বলেন, "কেউ যদি আমার চরিত্র আন্দাজ করতে পারেন, তাহলে তাঁর পরিবারকে আমি বিনামূল্যে হলে ফিল্ম দেখাব ৷" এরপর অক্ষয় ও অন্যরা জোরাজুরি করলে লারা বলেন, "আপনারা আমায় ট্রেলারে দেখেছেন ৷ আমি ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করেছি ৷ ওটা আমিই ছিলাম ৷" ইন্দিরা গান্ধির মতো একজন আইকনিক ব্যক্তিত্বের বডি ল্যাঙ্গুয়েজ নিজের মধ্যে তুলে ধরাটাই একটা চ্যালেঞ্জ ছিল বলে জানান প্রাক্তন মিস ইউনিভার্স ৷ তাঁর কথায়, "এটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা ৷ প্রচুর হোমওয়ার্ক ও গবেষণা করতে হয়েছে ৷ তবে এটা আমার জন্য একটা বিরাট সুযোগ ছিল, এ জন্য আমি ধন্যবাদ জানাই চিত্রনির্মাতাদের ৷"

আরও পড়ুন: স্বামীর মৃত্যুর একমাস পর কর্মযজ্ঞে ফিরে জীবনের জয়গান মন্দিরার

এই ফিল্মে লারা ছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাণী কাপুর (Vaani Kapoor) ও হুমা কুরেশিকে (Huma Qureshi)৷ বাণী বললেন, "অতিমারির সময়ে যখন আমরা-সহ বহু মানুষ বাড়ির বাইরে বেরোতে পারেননি, তখন আমি এই কাজ করার সুযোগ পেয়েছি, এ জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি ৷"

বেল বটমের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে

বেল বটম প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৷ করোনা আবহে দর্শকদের চূড়ান্ত সতর্কতা মেনে ফিল্ম দেখার জন্য আবেদন জানিয়েছেন বলিউডের খিলাড়ি ৷ তিনি বলেন, "দু বছর হয়ে গেল আমি বড় পর্দায় কোনও ফিল্ম দেখিনি ৷ শুধু টিভিতেই সব দেখছি ৷ রেস্তরাঁয় গিয়ে খাওয়ার মজাই আলাদা ৷ আর কতদিন হোম ডেলিভারিতে খাবেন ? তবে সুরক্ষার সব ব্যবস্থা নিন ৷ সরকার নির্ধারিত সব নির্দেশিকা মেনে চলুন ৷ যাতে এটা চলতে পারে এবং আমি আশা রাখব প্রেক্ষাগৃহগুলি ফের বন্ধ হবে না ৷"

আরও পড়ুন: শার্টলেস শাহরুখের ক্যারিশমায় উজ্জ্বল ডাব্বুর ক্যালেন্ডার

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

3ডিতেও মুক্তি পাচ্ছে বেল বটম ৷ রঞ্জিৎ এম তিওয়ারি পরিচালিত এই ফিল্ম মুক্তি পাচ্ছে আগামী 19 অগস্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.