ETV Bharat / sitara

অভিযানে কে থাকছে সৌমিত্র-জায়ার ভূমিকায় ? - Tollywood

'অভিযানে' সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে বাসবদত্তা চট্টোপাধ্যায়কে । বরাবরই ভিন্নধারার চরিত্রে দেখা গেছে বাসবদত্তাকে । ছোট পর্দা বা বড় পর্দা দুই জায়গাতেই সমানভাবে কাজ করছেন তিনি । এবার দীপা চট্টোপাধ্যায়ের জীবনকে বড় পর্দায় ফুটিয়ে তুলবেন বাসবদত্তা ।

অভিযান
অভিযান
author img

By

Published : Apr 7, 2021, 1:25 PM IST

কলকাতা,7 এপ্রিল : কিংবদন্তী অভিনেতা প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বায়োপিক করছেন পরিচালক তথা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷ নাম অভিযান ৷ অভিনয়ের পাশাপাশি এই ছবিতে পরিচালকের ভূমিকায় রয়েছেন পরমব্রত । এই ছবিতে সৌমিত্র-জায়ার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বাসকদত্তা চট্টোপাধ্যায়কে ।

সদ্য প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় । 4 মাস আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সকলের প্রিয় অপুর৷ 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীপা চট্টোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায় । প্রায় ষাট বছরের দাম্পত্য জীবন দীপা ও সৌমিত্রর । সেই সময় দীপা ছিলেন একাধারে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন অন্যদিকে বাংলা ছবির অভিনেত্রী । তাঁর অভিনয়ের জীবনে মোট তিনটি ছবি করেছেন দীপা চট্টোপাধ্যায় । 'গাছ' ও 'বিলম্বিত লয়' তাদের মধ্যে অন্যতম ।

শুধুমাত্র দক্ষ অভিনেতা ছিলেন তাই নয়, একজন অসাধারণ কবিও ছিলেন তিনি ৷ থিয়েটারের সঙ্গেও ছিল সমান সখ্যতা ৷ এরূপ প্রতিভাবান, সুদর্শন নায়কের নায়িকা ভাগ্য নিয়ে ইন্ডাস্ট্রির লোকেরা ঈর্ষাও করতেন অভিনেতাকে । সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর দীর্ঘ অভিনয় জীবনে একাধিক নায়িকার সঙ্গে কাজ করেছেন ৷ যদিও 'রিল লাইফের' প্রভাব সৌমিত্র-দীপার 'রিয়েল লাইফে' কখনও পড়েনি ৷ দীপা গ্ল্যামার জগৎ থেকে খানিকটা দূরত্ব বজায় রেখেছিলেন আজীবন । ক্যামেরার সামনে আসতেও খুব বেশি পছন্দ করতেন না তিনি ৷

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক 'অভিযান'এ তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে বাসবদত্তা চট্টোপাধ্যায় । বরাবরই ভিন্নধারার চরিত্রে দেখা গেছে বাসবদত্তাকে । ছোট পর্দা বা বড় পর্দা দুই জায়গাতেই সমানভাবে কাজ করছেন তিনি । এবার দীপা চট্টোপাধ্যায়ের জীবনকে বড় পর্দায় ফুটিয়ে তুলবেন বাসবদত্তা । তবে বাসকদত্তা জানান এই চরিত্রটি করলেও দীপা চট্টোপাধ্যায় এর সঙ্গে সাক্ষাৎ এর সৌভাগ্য তার হয়নি ।

একান্ত সাক্ষাৎকারে বাসকদত্তা চট্টোপাধ্যায় এবং পাওলি দাম

আরও পড়ুন : পরমব্রতর অভিযানে অপরাজিত সৌমিত্র

এছাড়াও 'অভিযান'-এ পাওলি দামকে দেখা যাবে বিশেষ একটি ক্যামিও চরিত্রে ৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের সঙ্গে জড়িয়ে আছে বহু নারী চরিত্র ৷ তাঁর দীর্ঘ কর্মজীবনে অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন তিনি ৷ পাওলির মত একজন দক্ষ অভিনেত্রীকে এই ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে তা এখনও রহস্যই রয়ে গিয়েছে ৷ প্রসঙ্গত এই ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরিচালক কিউকে ।

কলকাতা,7 এপ্রিল : কিংবদন্তী অভিনেতা প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বায়োপিক করছেন পরিচালক তথা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷ নাম অভিযান ৷ অভিনয়ের পাশাপাশি এই ছবিতে পরিচালকের ভূমিকায় রয়েছেন পরমব্রত । এই ছবিতে সৌমিত্র-জায়ার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বাসকদত্তা চট্টোপাধ্যায়কে ।

সদ্য প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় । 4 মাস আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সকলের প্রিয় অপুর৷ 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীপা চট্টোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায় । প্রায় ষাট বছরের দাম্পত্য জীবন দীপা ও সৌমিত্রর । সেই সময় দীপা ছিলেন একাধারে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন অন্যদিকে বাংলা ছবির অভিনেত্রী । তাঁর অভিনয়ের জীবনে মোট তিনটি ছবি করেছেন দীপা চট্টোপাধ্যায় । 'গাছ' ও 'বিলম্বিত লয়' তাদের মধ্যে অন্যতম ।

শুধুমাত্র দক্ষ অভিনেতা ছিলেন তাই নয়, একজন অসাধারণ কবিও ছিলেন তিনি ৷ থিয়েটারের সঙ্গেও ছিল সমান সখ্যতা ৷ এরূপ প্রতিভাবান, সুদর্শন নায়কের নায়িকা ভাগ্য নিয়ে ইন্ডাস্ট্রির লোকেরা ঈর্ষাও করতেন অভিনেতাকে । সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর দীর্ঘ অভিনয় জীবনে একাধিক নায়িকার সঙ্গে কাজ করেছেন ৷ যদিও 'রিল লাইফের' প্রভাব সৌমিত্র-দীপার 'রিয়েল লাইফে' কখনও পড়েনি ৷ দীপা গ্ল্যামার জগৎ থেকে খানিকটা দূরত্ব বজায় রেখেছিলেন আজীবন । ক্যামেরার সামনে আসতেও খুব বেশি পছন্দ করতেন না তিনি ৷

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক 'অভিযান'এ তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে বাসবদত্তা চট্টোপাধ্যায় । বরাবরই ভিন্নধারার চরিত্রে দেখা গেছে বাসবদত্তাকে । ছোট পর্দা বা বড় পর্দা দুই জায়গাতেই সমানভাবে কাজ করছেন তিনি । এবার দীপা চট্টোপাধ্যায়ের জীবনকে বড় পর্দায় ফুটিয়ে তুলবেন বাসবদত্তা । তবে বাসকদত্তা জানান এই চরিত্রটি করলেও দীপা চট্টোপাধ্যায় এর সঙ্গে সাক্ষাৎ এর সৌভাগ্য তার হয়নি ।

একান্ত সাক্ষাৎকারে বাসকদত্তা চট্টোপাধ্যায় এবং পাওলি দাম

আরও পড়ুন : পরমব্রতর অভিযানে অপরাজিত সৌমিত্র

এছাড়াও 'অভিযান'-এ পাওলি দামকে দেখা যাবে বিশেষ একটি ক্যামিও চরিত্রে ৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের সঙ্গে জড়িয়ে আছে বহু নারী চরিত্র ৷ তাঁর দীর্ঘ কর্মজীবনে অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন তিনি ৷ পাওলির মত একজন দক্ষ অভিনেত্রীকে এই ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে তা এখনও রহস্যই রয়ে গিয়েছে ৷ প্রসঙ্গত এই ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরিচালক কিউকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.