ETV Bharat / sitara

Pori Moni: দেশমাতা একটু নিরাপত্তা দিন ! কাতর আকুতি পরীমণির - বাংলাদেশের অভিনেত্রী

দেখুন কী করে বেঁচে আছি, দেশমাতা একটু নিরাপত্তা দিন ! সোশ্যাল মিডিয়ায় এমনই কাতর আকুতি জানালেন বাংলাদেশের অভিনেত্রী (Bangladesh actress) পরীমণি (Pori Moni)৷

Bangladesh actress Pori Moni feels insecured and wants safety
দেশমাতা একটু নিরাপত্তা দিন ! কাতর আকুতি পরীমণির
author img

By

Published : Sep 6, 2021, 7:03 PM IST

ঢাকা, 6 সেপ্টেম্বর : ভাল নেই বাংলাদেশের অভিনেত্রী (Bangladesh actress) পরীমণি (Pori Moni)৷ মাদক মামলায় প্রায় এক মাস জেলে কাটানোর পর মুক্তি পেয়েছেন ঠিকই, কিন্তু এখনও নিজেকে নিরাপদ বলে মনে করছেন না তিনি ৷ তাই নিরাপত্তার জন্য কাতর আকুতি জানালেন তিনি ৷ দিনকয়েক আগে যে পুলিশকর্তার সঙ্গে চুম্বনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছিল, তা নিয়েও সরব হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ৷

দীর্ঘ 26 দিন পর জেল খাটার পর গত 2 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়েছেন পরীমণি ৷ তবে বাড়ি ফেরার পরই তাঁর হাতে নোটিস ধরিয়েছেন বাড়িওয়ালা ৷ নোটিসে বলা হয়, অবিলম্বে তাঁকে সেই বাড়ি ছেড়ে দিতে হবে ৷ এই নোটিস পেয়ে মাথায় হাত পড়ে অভিনেত্রীর ৷ তাঁর প্রশ্ন, "আমি এখন কোথায় যাব ! আমায় কি এ বার দেশ ছাড়তে হবে ?" পরীমণির এই অবস্থা দেখে সরব হয়েছিলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ৷ একসময়ে তাঁকেও এই একই অভিজ্ঞতার শিকার হতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ দেশও ছাড়তে হয় তাঁকে ৷

আরও পড়ুন: Pori Moni: বাড়ি ছাড়ার নোটিস জেলফেরত পরীমণিকে, সমব্যথী তসলিমা

এ বার সেই দেশের কাছেই নিরাপত্তার আর্জি জানালেন পরীমণি ৷ নিজের ফেসবুকের পাতায় তিনি লিখেছেন, "দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন ! রাস্তায় মানুষগুলোও এত অনিরাপদ না । একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি ।" অভিনেত্রীর এই কথায় স্পষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ৷

আরও পড়ুন: Pori Moni : 26 দিন পর জামিন পেলেন পরীমণি

এর আগেও তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি ৷ আর জেল থেকে ফিরে তিনি সরব হয়েছেন তাঁর সঙ্গে পুলিশকর্তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসা নিয়ে ৷ পরীমণির দাবি, ''আমার গাড়ি ও ফোন সব তদন্তকারী আধিকারিকরা নিয়ে নিয়েছেন । যে সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেগুলি আমার ফোনেই ছিল । আমার ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস করার অধিকার কারও নেই ।''

আরও পড়ুন: Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

গ্রেফতারির সময় ও জেলে তাঁকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ৷ শিগগিরই তিনি গোটা ঘটনা সামনে আনবেন বলে জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ৷ তিনি জোর গলায় জানিয়েছেন যে, তিনি নিরপরাধ ৷ সে জন্যই তিনি শুরু থেকে শক্ত থেকে গোটা পরিস্থিতির মোকাবিলা করতে পেরেছেন বলে জানিয়েছেন ৷ তিনি কোনও দোষ করলে আগেই ভেঙে পড়তেন বলে দাবি করেছেন পরীমণি ৷

আরও পড়ুন: Pori Moni : পুলিশ অভিযানে বাড়ি থেকে মিলল মাদক, আটক অভিনেত্রী পরীমণি

ঢাকা, 6 সেপ্টেম্বর : ভাল নেই বাংলাদেশের অভিনেত্রী (Bangladesh actress) পরীমণি (Pori Moni)৷ মাদক মামলায় প্রায় এক মাস জেলে কাটানোর পর মুক্তি পেয়েছেন ঠিকই, কিন্তু এখনও নিজেকে নিরাপদ বলে মনে করছেন না তিনি ৷ তাই নিরাপত্তার জন্য কাতর আকুতি জানালেন তিনি ৷ দিনকয়েক আগে যে পুলিশকর্তার সঙ্গে চুম্বনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছিল, তা নিয়েও সরব হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ৷

দীর্ঘ 26 দিন পর জেল খাটার পর গত 2 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়েছেন পরীমণি ৷ তবে বাড়ি ফেরার পরই তাঁর হাতে নোটিস ধরিয়েছেন বাড়িওয়ালা ৷ নোটিসে বলা হয়, অবিলম্বে তাঁকে সেই বাড়ি ছেড়ে দিতে হবে ৷ এই নোটিস পেয়ে মাথায় হাত পড়ে অভিনেত্রীর ৷ তাঁর প্রশ্ন, "আমি এখন কোথায় যাব ! আমায় কি এ বার দেশ ছাড়তে হবে ?" পরীমণির এই অবস্থা দেখে সরব হয়েছিলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ৷ একসময়ে তাঁকেও এই একই অভিজ্ঞতার শিকার হতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ দেশও ছাড়তে হয় তাঁকে ৷

আরও পড়ুন: Pori Moni: বাড়ি ছাড়ার নোটিস জেলফেরত পরীমণিকে, সমব্যথী তসলিমা

এ বার সেই দেশের কাছেই নিরাপত্তার আর্জি জানালেন পরীমণি ৷ নিজের ফেসবুকের পাতায় তিনি লিখেছেন, "দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন ! রাস্তায় মানুষগুলোও এত অনিরাপদ না । একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি ।" অভিনেত্রীর এই কথায় স্পষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ৷

আরও পড়ুন: Pori Moni : 26 দিন পর জামিন পেলেন পরীমণি

এর আগেও তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি ৷ আর জেল থেকে ফিরে তিনি সরব হয়েছেন তাঁর সঙ্গে পুলিশকর্তার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসা নিয়ে ৷ পরীমণির দাবি, ''আমার গাড়ি ও ফোন সব তদন্তকারী আধিকারিকরা নিয়ে নিয়েছেন । যে সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেগুলি আমার ফোনেই ছিল । আমার ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস করার অধিকার কারও নেই ।''

আরও পড়ুন: Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

গ্রেফতারির সময় ও জেলে তাঁকে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ৷ শিগগিরই তিনি গোটা ঘটনা সামনে আনবেন বলে জানিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ৷ তিনি জোর গলায় জানিয়েছেন যে, তিনি নিরপরাধ ৷ সে জন্যই তিনি শুরু থেকে শক্ত থেকে গোটা পরিস্থিতির মোকাবিলা করতে পেরেছেন বলে জানিয়েছেন ৷ তিনি কোনও দোষ করলে আগেই ভেঙে পড়তেন বলে দাবি করেছেন পরীমণি ৷

আরও পড়ুন: Pori Moni : পুলিশ অভিযানে বাড়ি থেকে মিলল মাদক, আটক অভিনেত্রী পরীমণি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.