ETV Bharat / sitara

'জেনানা'-র পর 'দা ডার্লিং ওয়াইফ', পরিচালনায় ফিরছেন বর্ষালী

'জেনানা'-র হায়ার স্টাডিজ়ের জন্য ব্রেক নিয়েছিলেন । এবার পড়া শেষ করে পছন্দের পরিচালনায় ফিরলেন বর্ষালী চ্যাটার্জি । তাঁর পরবর্তী ছবি 'দা ডার্লিং ওয়াইফ' । ছবিটি হিন্দি ভাষায় তৈরি করছেন তিনি ।

দা ডার্লিং ওয়াইফ
author img

By

Published : Aug 4, 2019, 1:28 PM IST

কলকাতা : 2016 সালে প্রথম ছবি করার পর ব্রেক নিয়েছিলেন পরিচালক বর্ষালী চ্যাটার্জি । হায়ার স্টাডিজ় শেষ করে ফের মন দিয়েছেন পরিচালনায় । তাঁর পরবর্তী হিন্দি ছবি 'দা ডার্লিং ওয়াইফ'-র শুটিং শেষ করে ফেলেছেন ইতিমধ্যেই । ছবি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন বর্ষালী ও প্রযোজক রাজেশ ঝা ।

The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

মাত্র 22 বছর বয়সে পরিচালক বর্ষালী চ্যাটার্জি তৈরি করে ফেলেছিলেন 'জেনানা' । কীভাবে পুরুষরা বৃহন্নলা সেজে রোজগারের পথ বেছে নেয় তা দেখানো হয়েছিল ছবিতে । 2016 সালে মুক্তিপ্রাপ্ত 'জেনানা'-তে ছিলেন শ্বাশত চট্টোপাধ্যায় । জেনানাকে দর্শকের হাতে তুলে দিয়ে পড়াশোনায় ফিরে গিয়েছিলেন বর্ষালী । এবার 'দা ডার্লিং ওয়াইফ'-এ পরিচালনা করে ফের ছবি জগতে ফিরলেন তিনি ।

The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

'দা ডার্লিং ওয়াইফ' একটি থ্রিলার । এখানে রয়েছে তিনটি চরিত্র ও তাদের একজনের ভয় । এমন ভয় যার সঙ্গে সম্পর্ক রয়েছে তার অতীতের । সেই ভয় কীভাবে তাকে ঠেলে দেয় নির্মম পরিণতির দিকে । কেন ভয় ? কিসের ভয় ? তাই দেখানো হবে ছবিতে ।

The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য
The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

ছবিতে মূলচরিত্রে অভিনয় করেছেন অমিতাভ আচার্য, অঙ্কিতা চক্রবর্তী এবং উষসী চক্রবর্তী । এছাড়াও অভিনয় করেছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়, তানিকা বসু, রাজেশ ঝা, ঈপ্সিতা ভট্টাচার্য, তাপস বসু, সৌম্যজিৎ কর্মকার, স্বরাজ ব্রিগেনজা ।

The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য
The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

ছবির DOP অঙ্কিত সেনগুপ্ত । আর্ট ডিরেক্টর গোপাল চন্দ্র মান্না । ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্বজিৎ কাঞ্জিলাল । সা রে গা মা পা থেকে উঠে আসা প্রতিযোগী সুপ্রতীপ ভট্টাচার্য গেয়েছেন প্রধান গানগুলি । আর গেয়েছেন শর্মিষ্ঠা ঝা এবং তৃষা চক্রবর্তী । ছবিটি এখন পোস্ট প্রোডাকশন পর্যায় রয়েছে । 'দা ডার্লিং ওয়াইফ'-র প্রযোজনা সংস্থার নাম মান্যবতা কনসালটেন্টস প্রাইভেট লিমিটিড ।

The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

ছবির প্রযোজক রাজেশ ঝা বলেন, "আমি সবসময় এমন একটি হিন্দি ছবি প্রযোজনা করতে চেয়েছিলাম যেখানে বাঙালি ইউনিট থাকবে । আমার মনে হয় সেই কাজে আমি সফল হয়েছি । ছবির শুটিং হয়েছে বাখরাহাট ও কলকাতায় । ছবিতে গানের লিরিক্স আমার এবং জ্ঞানেশ্বর ঠাকুরের ।"

The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

কলকাতা : 2016 সালে প্রথম ছবি করার পর ব্রেক নিয়েছিলেন পরিচালক বর্ষালী চ্যাটার্জি । হায়ার স্টাডিজ় শেষ করে ফের মন দিয়েছেন পরিচালনায় । তাঁর পরবর্তী হিন্দি ছবি 'দা ডার্লিং ওয়াইফ'-র শুটিং শেষ করে ফেলেছেন ইতিমধ্যেই । ছবি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন বর্ষালী ও প্রযোজক রাজেশ ঝা ।

The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

মাত্র 22 বছর বয়সে পরিচালক বর্ষালী চ্যাটার্জি তৈরি করে ফেলেছিলেন 'জেনানা' । কীভাবে পুরুষরা বৃহন্নলা সেজে রোজগারের পথ বেছে নেয় তা দেখানো হয়েছিল ছবিতে । 2016 সালে মুক্তিপ্রাপ্ত 'জেনানা'-তে ছিলেন শ্বাশত চট্টোপাধ্যায় । জেনানাকে দর্শকের হাতে তুলে দিয়ে পড়াশোনায় ফিরে গিয়েছিলেন বর্ষালী । এবার 'দা ডার্লিং ওয়াইফ'-এ পরিচালনা করে ফের ছবি জগতে ফিরলেন তিনি ।

The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

'দা ডার্লিং ওয়াইফ' একটি থ্রিলার । এখানে রয়েছে তিনটি চরিত্র ও তাদের একজনের ভয় । এমন ভয় যার সঙ্গে সম্পর্ক রয়েছে তার অতীতের । সেই ভয় কীভাবে তাকে ঠেলে দেয় নির্মম পরিণতির দিকে । কেন ভয় ? কিসের ভয় ? তাই দেখানো হবে ছবিতে ।

The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য
The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

ছবিতে মূলচরিত্রে অভিনয় করেছেন অমিতাভ আচার্য, অঙ্কিতা চক্রবর্তী এবং উষসী চক্রবর্তী । এছাড়াও অভিনয় করেছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়, তানিকা বসু, রাজেশ ঝা, ঈপ্সিতা ভট্টাচার্য, তাপস বসু, সৌম্যজিৎ কর্মকার, স্বরাজ ব্রিগেনজা ।

The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য
The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

ছবির DOP অঙ্কিত সেনগুপ্ত । আর্ট ডিরেক্টর গোপাল চন্দ্র মান্না । ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্বজিৎ কাঞ্জিলাল । সা রে গা মা পা থেকে উঠে আসা প্রতিযোগী সুপ্রতীপ ভট্টাচার্য গেয়েছেন প্রধান গানগুলি । আর গেয়েছেন শর্মিষ্ঠা ঝা এবং তৃষা চক্রবর্তী । ছবিটি এখন পোস্ট প্রোডাকশন পর্যায় রয়েছে । 'দা ডার্লিং ওয়াইফ'-র প্রযোজনা সংস্থার নাম মান্যবতা কনসালটেন্টস প্রাইভেট লিমিটিড ।

The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য

ছবির প্রযোজক রাজেশ ঝা বলেন, "আমি সবসময় এমন একটি হিন্দি ছবি প্রযোজনা করতে চেয়েছিলাম যেখানে বাঙালি ইউনিট থাকবে । আমার মনে হয় সেই কাজে আমি সফল হয়েছি । ছবির শুটিং হয়েছে বাখরাহাট ও কলকাতায় । ছবিতে গানের লিরিক্স আমার এবং জ্ঞানেশ্বর ঠাকুরের ।"

The Darling Wife
'দা ডার্লিং ওয়াইফ' ছবির দৃশ্য
Intro:প্রথমেই পরিচালক বর্ষালী চ্যাটার্জি সম্পর্কে দুটো কথা। মাত্র ২২ বছর বয়সে তিনি তৈরি করে ফেলেছিলেন কঠিন বিষয়ভিত্তিক ছবি 'জেনানা'। কীভাবে পুরুষরা মধ্যলিঙ্গের মানুষ সেজে রোজগারের পথে নেমে যায়, সেই নিয়েই ছিল ছবির গল্প। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়ও, এক জেনানার চরিত্রে। জেনানাকে দর্শকের হাতে তুলে দিয়ে পড়াশোনায় ফিরে গিয়েছিলেন বর্ষালী। হায়ার স্টাডিজ শেষ করে ফের মন দিয়েছেন তাঁর সবচেয়ে প্রিয় কাজ পরিচালনায়। একটি হিন্দি ছবির শুটিং সেরে ফেলেছেন ইতিমধ্যেই। সেই ছবির নাম 'দা ডার্লিং ওয়াইফ'। ছবি সম্পর্কে ETV ভারত সিতারাকে জানালেন বর্ষালী ও প্রযোজক রাজেশ ঝা। শেয়ার করলেন কিছু ছবিও।


Body:ছবিটি একটি থ্রিলার। এখানে দেখান হবে তিনটি চরিত্রকে এবং তাদের একজনের ভয়কে। এমন ভয় যার সাথে সম্পর্ক রয়েছে তার অতীতের। এবং সেই ভয়ে কীভাবে তাকে ঠেলে দেয় নির্মম পরিণতির দিকে। যদিও ছবিটিকে থ্রিলার আখ্যা দিয়েছেন বর্ষালী। কেন ভয়? কীসের ভয়? সেই নিয়েই খোলস খুলবে ছবির গল্প। ছবির প্রযোজনা সংস্থার নাম মান্যবতা কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড। ছবিতে মূলচরিত্রে অভিনয় করেছেন অমিতাভ আচার্য, অঙ্কিতা চক্রবর্তী এবং উষসী চক্রবর্তী। এছাড়াও অভিনয় করেছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়, তানিকা বসু, রাজেশ ঝা, ঈপ্সিতা ভট্টাচার্য, তাপস বসু, সৌম্যজিৎ কর্মকার, স্বরাজ ব্রিগেনজা। ছবির DOP অঙ্কিত সেনগুপ্ত। আর্ট ডিরেক্টর গোপাল চন্দ্র মান্না। ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্বজিৎ কাঞ্জিলাল। সা রে গা মা পা থেকে উঠে আসা প্রতিযোগী সুপ্রতীপ ভট্টাচার্য্য গেয়েছেন প্রধান গানগুলি। আর গেয়েছেন শর্মিষ্ঠা ঝা এবং তৃষা চক্রবর্তী। ছবিটি এখন পোস্ট প্রোডাকশন পর্যায় রয়েছে।


Conclusion:ছবির প্রযোজক রাজেশ ঝা বললেন, "আমি সবসময় এমন একটি হিন্দি ছবি প্রযোজনা করতে চেয়েছিলাম, যেখানে বাঙালি ইউনিট থাকবে। আমার মনে হয় সেই কাজে আমি সফল হয়েছি। ছবির শুটিং হয়েছে বাখরাহাট ও কলকাতায়। ছবিতে গানের লিরিক্স আমার এবং জ্ঞানেশ্বর ঠাকরের"।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.