ETV Bharat / sitara

Avijatrik: আন্তর্জাতিক মঞ্চে পুরস্কারের হ্যাটট্রিক অর্জুন-দিতিপ্রিয়ার অভিযাত্রিকের - সত্যজিৎ রায়

'ক্যালেইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বস্টন, 2021'-এ তিনটি পুরস্কার জিতে নিল অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-এর ছবি 'অভিযাত্রিক' (Avijatrik)।

Avijatrik gets 3 awards in Caleidoscope Indian Film Festival Boston
আন্তর্জাতিক মঞ্চে পুরষ্কারের হ্যস্টট্রিক অভিযাত্রিকের
author img

By

Published : Nov 1, 2021, 3:23 PM IST

কলকাতা, 1 নভেম্বর: একটি-দুটি নয়, তিনটি পুরস্কার পেল 'অভিযাত্রিক' (Avijatrik)। 'ক্যালেইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বস্টন, 2021'-এ সম্মানিত শুভ্রজিৎ মিত্রর এই ছবি ।

'ক্যালেইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বস্টন, 2021' (Caleidoscope Indian Film Festival Boston)-এ 'বেস্ট ফিল্ম অডিয়েন্স চয়েজ', 'বেস্ট মিউজিক', 'বেস্ট প্রোডাকশন ডিজাইন'- এই তিনটি বিভাগে পুরস্কৃত হল 'অভিযাত্রিক'। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ ।

ছবির প্রোডাকশন ডিজাইন, চিত্রনাট্য এবং পরিচালনা সবই একা হাতে করেছেন শুভ্রজিৎ মিত্র । বিভিন্ন চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty), সব্যসাচী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), আয়ুষ্মান মুখোপাধ্যায়, সোহাগ সেন, তনুশ্রী শঙ্কর, বরুণ চন্দ, বিশ্বনাথ বসু, রূপাঞ্জনা মিত্র, শুভ্র এস. দাস, ইশান মজুমদার, অন্তঃশীলা ঘোষ, জাগৃতি জালান প্রমুখ ।

আরও পড়ুন: Bangla Serial : ডিসেম্বরেই 'গাঁটছড়া' বাঁধবেন গৌরব-সোলাঙ্কি

ছবির সম্পাদনায় সুজয় দত্তরায় । কস্টিউম ডিজাইন করেছেন অগ্নিমিত্রা পল । সিনেম্যাটোগ্রাফিতে সুপ্রতীম ঢোল । আর্ট ডিরেকশনে গৌতম বসু । সাউন্ড ডিজাইন করেছেন তীর্থঙ্কর মজুমদার ।

ভাণ্ডারকর এন্টারটেনমেন্ট অ্যান্ড গৌরাঙ্গ জালানের নিবেদনে গৌরাঙ্গ ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত এই ছবি বহুল প্রশংসিত হয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ৷
যেমন এর আগে '24তম সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম প্যানোরমা’ প্রতিযোগিতায় জায়গা পেয়েছে ‘অভিযাত্রিক'।

আরও পড়ুন: Makeup Artist Award: রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট

প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এর 60 বছর পূর্তিতেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ জানাতে এই ছবি বানিয়েছেন শুভ্রজিৎ । ‘26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ছবিটিকে বেছে নেওয়া হয়েছে জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য । ছবিতে অপুর চরিত্রে ধরা দিয়েছেন অর্জুন চক্রবর্তী এবং অপর্ণার চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায় ।

আরও পড়ুন: Mini: শুটিং শেষ, পোস্ট প্রোডাকশনের পথে মিমির 'মিনি'

কলকাতা, 1 নভেম্বর: একটি-দুটি নয়, তিনটি পুরস্কার পেল 'অভিযাত্রিক' (Avijatrik)। 'ক্যালেইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বস্টন, 2021'-এ সম্মানিত শুভ্রজিৎ মিত্রর এই ছবি ।

'ক্যালেইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বস্টন, 2021' (Caleidoscope Indian Film Festival Boston)-এ 'বেস্ট ফিল্ম অডিয়েন্স চয়েজ', 'বেস্ট মিউজিক', 'বেস্ট প্রোডাকশন ডিজাইন'- এই তিনটি বিভাগে পুরস্কৃত হল 'অভিযাত্রিক'। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ ।

ছবির প্রোডাকশন ডিজাইন, চিত্রনাট্য এবং পরিচালনা সবই একা হাতে করেছেন শুভ্রজিৎ মিত্র । বিভিন্ন চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty), সব্যসাচী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), আয়ুষ্মান মুখোপাধ্যায়, সোহাগ সেন, তনুশ্রী শঙ্কর, বরুণ চন্দ, বিশ্বনাথ বসু, রূপাঞ্জনা মিত্র, শুভ্র এস. দাস, ইশান মজুমদার, অন্তঃশীলা ঘোষ, জাগৃতি জালান প্রমুখ ।

আরও পড়ুন: Bangla Serial : ডিসেম্বরেই 'গাঁটছড়া' বাঁধবেন গৌরব-সোলাঙ্কি

ছবির সম্পাদনায় সুজয় দত্তরায় । কস্টিউম ডিজাইন করেছেন অগ্নিমিত্রা পল । সিনেম্যাটোগ্রাফিতে সুপ্রতীম ঢোল । আর্ট ডিরেকশনে গৌতম বসু । সাউন্ড ডিজাইন করেছেন তীর্থঙ্কর মজুমদার ।

ভাণ্ডারকর এন্টারটেনমেন্ট অ্যান্ড গৌরাঙ্গ জালানের নিবেদনে গৌরাঙ্গ ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত এই ছবি বহুল প্রশংসিত হয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ৷
যেমন এর আগে '24তম সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম প্যানোরমা’ প্রতিযোগিতায় জায়গা পেয়েছে ‘অভিযাত্রিক'।

আরও পড়ুন: Makeup Artist Award: রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট

প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’-এর 60 বছর পূর্তিতেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ জানাতে এই ছবি বানিয়েছেন শুভ্রজিৎ । ‘26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ছবিটিকে বেছে নেওয়া হয়েছে জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য । ছবিতে অপুর চরিত্রে ধরা দিয়েছেন অর্জুন চক্রবর্তী এবং অপর্ণার চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায় ।

আরও পড়ুন: Mini: শুটিং শেষ, পোস্ট প্রোডাকশনের পথে মিমির 'মিনি'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.