কলকাতা : টলিউডের প্রযোজক রমেশ সিংহলের একটি ছবির প্রচারের কাজ করছিল অতসী ভৌমিকের PR সংস্থা । সেই কাজের জন্য় বকেয়া টাকা চাইতে গিয়ে রমেশের আক্রমণের মুখে পড়তে হয় অতসীকে । কাটারি দিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ করেন অতসী । আজ রমেশ সহ মোট চার জনের বিরুদ্ধে বাঁশদ্রোনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ।
ETV ভারত সিতারার তরফে অতসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "টাকা চাইতে গিয়েছিলাম । আমাকে ঘরে বন্দি করে কাটারি দিয়ে মারতে এসেছিল । সবার সমর্থন চাই আমার । 5 লাখ 72 হাজার টাকা পাই ওর একটা ছবির প্রচারের জন্য । আমি অন্যদিনের মতো একাই বকেয়া চাইতে রমেশের বাড়িতে গিয়েছিলাম । আমাকে ছুরি দিয়ে আঙুল কাটতে এসেছিল । কাটারি দিয়ে মারতে এসেছিল । আমাকে গালাগালি করতে থাকে ।"
এই সংক্রান্ত খবর : কাটারি দিয়ে খুনের চেষ্টা, অভিযোগ টলিউড প্রযোজকের বিরুদ্ধে
তিনি আরও বলেন, "রমেশ আমাকে হুমকি দেয় এখানে মেরে পুঁতে দিলে তোকে কেউ খুঁজে পাবে না । তোকে মেরে পুঁতে দেব । কোনও নেশার মধ্যে ছিল না । সুস্থ-স্বাভাবিকভাবে এসব কথা বলেছে । আমি কাল বুম্বাদা'র (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) কাছে যাব ঠিক করেছি । তাঁদেরও বোঝা উচিত কোথায় আমরা দাঁড়িয়ে আছি । ওর মতো একজন কী করে প্রোডিউসার সেকশনের সদস্য হয় ? সবার খবরটা জানা দরকার ।"