ETV Bharat / sitara

Aryan Khan Release : ফিরেছেন আরিয়ান, শাহরুখের জন্মদিনের প্রাক্কালে মন্নতে আগাম দীপাবলি - শাহরুখ খানের ছেলে

মাদক মামলায় (Drug Case) গ্রেফতার হওয়ার 26 দিন পর মুক্তি পেলেন আরিয়ান খান (Aryan Khan Release) ৷ আর্থার রোড সংশোধনাগার থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন শাহরুখ খান (Shah Rukh Khan)৷

Aryan Khan Release
মুক্তি পেলেন আরিয়ান
author img

By

Published : Oct 30, 2021, 11:06 AM IST

Updated : Oct 30, 2021, 1:10 PM IST

মুম্বই, 30 অক্টোবর : দীর্ঘ অপেক্ষার অবসান ৷ অবশেষে মুক্তি পেলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan Release) ৷ তাঁর রিলিজ অর্ডার পাওয়ার পর আজ সকালে যাবতীয় প্রক্রিয়া সেরে তাঁকে মুক্তি দেয় আর্থার রোড সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ তাঁকে আনতে গিয়েছিলেন স্বয়ং কিং খান ৷ শাহরুখ-পুত্রকে স্বাগত জানাতে মন্নতের বাইরে নামে মানুষের ঢল ৷ ঢোল, পোস্টার, ব্যানারে আরিয়ানের মুক্তির উদযাপন করলেন শাহরুখের অনুরাগীরা ৷

আজ সকাল সকাল তিনটি এসইউভি নিয়ে মন্নত ছাড়তে দেখা যায় শাহরুখ খানকে ৷ ছেলেকে ফিরিয়ে আনতে তিনি ছুটে যান আর্থার রোড সংশোধনাগারে ৷ সকালেই সংশোধনাগারের সুপার নীতিন ওয়েচাল বলেছিলেন, "আমরা আরিয়ান খানের রিলিজ অর্ডার পেয়েছি ৷ তাঁর মুক্তির প্রক্রিয়া 1-2 ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে ৷" জেলের আধিকারিকরা জানিয়েছিলেন, 10.30টা থেকে 12টার মধ্যে ছাড়া পাবেন আরিয়ান ৷ তবে আজ আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷ 10.30টার পরই মুক্তি দেওয়া হয় আরিয়ানকে ৷ তাঁর মুক্তির আগে আর্থার রোড সংশোধনাগারের বাইরে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ ৷ কড়া নিরাপত্তায় জেল থেকে বেরিয়ে শাহরুখের গাড়িতে উঠে পড়েন আরিয়ান ৷

আরও পড়ুন: Aryan Khan: কিছুক্ষণ পরই মুক্তি, আরিয়ানকে বাড়ি ফেরাতে আর্থার রোড জেলে হাজির শাহরুখ

তাঁদের বাড়ি মন্নতেও আজ সেলিব্রেশনের মুড ৷ যেন আগাম দীপাবলি পালন চলছে ৷ 3 সপ্তাহ পর আরিয়ানের বাড়ি ফেরার আনন্দে গতকালই আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে মন্নতকে ৷ আজ পোস্টার ব্যানার নিয়ে মন্নতের বাইরে ভিড় জমান শাহরুখের কয়েকশো ভক্ত ৷ একটি পোস্টারে লেখা, "শক্ত থাকো রাজপুত্র আরিয়ান ৷ শিগগিরই সব ঠিক হয়ে যাবে ৷" একজন ভক্ত তো জানালেন যে, আরিয়ানের মুক্তির অপেক্ষায় তিনি গত সাত দিন ধরে মন্নতে আসছেন ৷ আরিয়ান ফেরার পরই ঢোল বাজিয়ে, স্লোগান তুলে তাঁকে স্বাগত জানানো হয় ৷

আরও পড়ুন: Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ

সামনেই দীপাবলি ৷ তার আগে 2 নভেম্বর রয়েছে কিং খানের জন্মদিন ৷ তার ঠিক তিনদিন আগে আরিয়ানের ঘরে ফেরাই যে তাঁর বাবার কাছে এবারের জন্মদিনের সবচেয়ে বড় উপহার, তা বলাই বাহুল্য ৷ আরিয়ান না-ফেরা পর্যন্ত বাড়িতে মিষ্টি রান্না হবে না বলে কড়া হুকুম জারি করে রেখেছিলেন শাহরুখের স্ত্রী গৌরী ৷ নবরাত্রিতে ছেলের জন্য তিনি মানতও করেছিলেন বলে খবর ৷ এ বার সেই মনস্কামনা পূর্ণ হয়েছে ৷ ঘরের ছেলে ঘরে ফিরেছে ৷ এতদিন একপ্রকার লোকচক্ষুর আড়ালে থাকা শাহরুখের পরিবারে এখন খুশির জোয়ার ৷

আরও পড়ুন: Aryan Khan: একাই মন্নতে ফিরছেন শাহরুখ, আরও এক রাত জেলে থাকছেন আরিয়ান

মুম্বই, 30 অক্টোবর : দীর্ঘ অপেক্ষার অবসান ৷ অবশেষে মুক্তি পেলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan Release) ৷ তাঁর রিলিজ অর্ডার পাওয়ার পর আজ সকালে যাবতীয় প্রক্রিয়া সেরে তাঁকে মুক্তি দেয় আর্থার রোড সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ তাঁকে আনতে গিয়েছিলেন স্বয়ং কিং খান ৷ শাহরুখ-পুত্রকে স্বাগত জানাতে মন্নতের বাইরে নামে মানুষের ঢল ৷ ঢোল, পোস্টার, ব্যানারে আরিয়ানের মুক্তির উদযাপন করলেন শাহরুখের অনুরাগীরা ৷

আজ সকাল সকাল তিনটি এসইউভি নিয়ে মন্নত ছাড়তে দেখা যায় শাহরুখ খানকে ৷ ছেলেকে ফিরিয়ে আনতে তিনি ছুটে যান আর্থার রোড সংশোধনাগারে ৷ সকালেই সংশোধনাগারের সুপার নীতিন ওয়েচাল বলেছিলেন, "আমরা আরিয়ান খানের রিলিজ অর্ডার পেয়েছি ৷ তাঁর মুক্তির প্রক্রিয়া 1-2 ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে ৷" জেলের আধিকারিকরা জানিয়েছিলেন, 10.30টা থেকে 12টার মধ্যে ছাড়া পাবেন আরিয়ান ৷ তবে আজ আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷ 10.30টার পরই মুক্তি দেওয়া হয় আরিয়ানকে ৷ তাঁর মুক্তির আগে আর্থার রোড সংশোধনাগারের বাইরে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ ৷ কড়া নিরাপত্তায় জেল থেকে বেরিয়ে শাহরুখের গাড়িতে উঠে পড়েন আরিয়ান ৷

আরও পড়ুন: Aryan Khan: কিছুক্ষণ পরই মুক্তি, আরিয়ানকে বাড়ি ফেরাতে আর্থার রোড জেলে হাজির শাহরুখ

তাঁদের বাড়ি মন্নতেও আজ সেলিব্রেশনের মুড ৷ যেন আগাম দীপাবলি পালন চলছে ৷ 3 সপ্তাহ পর আরিয়ানের বাড়ি ফেরার আনন্দে গতকালই আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে মন্নতকে ৷ আজ পোস্টার ব্যানার নিয়ে মন্নতের বাইরে ভিড় জমান শাহরুখের কয়েকশো ভক্ত ৷ একটি পোস্টারে লেখা, "শক্ত থাকো রাজপুত্র আরিয়ান ৷ শিগগিরই সব ঠিক হয়ে যাবে ৷" একজন ভক্ত তো জানালেন যে, আরিয়ানের মুক্তির অপেক্ষায় তিনি গত সাত দিন ধরে মন্নতে আসছেন ৷ আরিয়ান ফেরার পরই ঢোল বাজিয়ে, স্লোগান তুলে তাঁকে স্বাগত জানানো হয় ৷

আরও পড়ুন: Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ

সামনেই দীপাবলি ৷ তার আগে 2 নভেম্বর রয়েছে কিং খানের জন্মদিন ৷ তার ঠিক তিনদিন আগে আরিয়ানের ঘরে ফেরাই যে তাঁর বাবার কাছে এবারের জন্মদিনের সবচেয়ে বড় উপহার, তা বলাই বাহুল্য ৷ আরিয়ান না-ফেরা পর্যন্ত বাড়িতে মিষ্টি রান্না হবে না বলে কড়া হুকুম জারি করে রেখেছিলেন শাহরুখের স্ত্রী গৌরী ৷ নবরাত্রিতে ছেলের জন্য তিনি মানতও করেছিলেন বলে খবর ৷ এ বার সেই মনস্কামনা পূর্ণ হয়েছে ৷ ঘরের ছেলে ঘরে ফিরেছে ৷ এতদিন একপ্রকার লোকচক্ষুর আড়ালে থাকা শাহরুখের পরিবারে এখন খুশির জোয়ার ৷

আরও পড়ুন: Aryan Khan: একাই মন্নতে ফিরছেন শাহরুখ, আরও এক রাত জেলে থাকছেন আরিয়ান

Last Updated : Oct 30, 2021, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.