কলকাতা : প্রতি বছর ধুমধাম করে বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় প্রসেনজিৎ চট্টোধ্যায়ের বাড়িতে । ওই দিন আত্মীয়, বন্ধু, সংবাদ মাধ্যম সবাই গিয়ে ভিড় জমায় তাঁর বাড়িতে । কিন্তু, কোরোনা পরিস্থিতির মধ্যে এবার পরিবারের সদস্যদের নিয়েই ছোটো করে পুজো সারলেন স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায় ।
কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে সকাল থেকেই ব্যস্ত ছিলেন অর্পিতা । নিজের হাতেই প্রতি বছর পুজোর আয়োজন করেন তিনি । এবারও তার অন্যথা হয়নি । সোশাল মিডিয়ায় সেই পুজোর মুহূর্তের কিছু ঝলক তুলে ধরেন তিনি ।
ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন অর্পিতা । প্রথম ছবিতে হাতজোড় করে ভগবানের সামনে বসে প্রার্থনা করতে দেখা গিয়েছে তাঁকে । পরবর্তী ছবিতে হোমের সময় পুরোহিতের পাশে হাতজোড় করে বসে রয়েছেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে পুজোর আয়োজন করলেও বন্ধু ও আত্মীয়দের ছাড়া পুজোর এই দিনটা কেমন যেন বিষন্ন করে তুলেছে তাঁকে । আর সেই আভাস পাওয়া গিয়েছে তাঁর ছবির ক্যাপশন থেকে । সেখানে তিনি লেখেন, "প্রত্যেক বছর যেভাবে পুজোর আয়োজন করে থাকি এই বছর সেটা হল না...আমার পরিবার, বন্ধুরা সবাই পাশে থাকে...তবে এখন সুরক্ষাটা সবচেয়ে জরুরি...সবাইকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা...আনন্দ, সম্পদ সবার ঘরে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনাই করি ।"
সকালে অর্পিতাকে ঘরোয়া সাজে দেখা গেলেও বিকেলের দিকে লাল পাড়, ঘিয়ে রঙা শাড়ি পরেছিলেন তিনি । আটপৌরে করে পরা ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে ডিজ়াইনার ব্লাউজ় ও মানানসই সোনার গয়না পরতে দেখা গিয়েছে তাঁকে ।