মুম্বই : 'অর্জুন রেড্ডি' ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সেই তেলুগু অভিনেতা । সম্প্রতি নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে অভিনেতা জানালেন যে, শৈশবে ধর্ষিত হয়েছিলেন তিনি । এখনও সেই যন্ত্রণা ভুলতে পারেননি অভিনেতা ।
'অর্জুন রেড্ডি'-র সেই অভিনেতা লিখেছেন, "শৈশবে ধর্ষিত হই আমি । এর থেকে আর কী বেশি বলব আমি, নিজের যন্ত্রণা বোঝাতে এটাই যথেষ্ট । আমি নিজেই জানতে চাই আমার আর কী বলা উচিত ।"
তিনি আরও লেখেন, "আমার উপর হওয়া সেই অন্যায় নিয়ে বেঁচে আছি আমি । কোনওদিন ন্যায় হয়নি । শুধুমাত্র কিছু মুহূর্তের স্বল্পস্থায়ী শান্তি পেয়েছি ।"
এরপর সবার উদ্দেশ্যে অভিনেতার আবেদন ,"নিজেদের ছেলেদের ভালো হতে সাহায্য করুন । সাহসী হন আর সামাজিক সীমাবদ্ধতাগুলোকে ভাঙার চেষ্টা করুন । ভালো হন ।"
এই কনফেশন করার পর অভিনেতাকে অনেকেই সহানুভূতি জানিয়েছেন । এরকম যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাকে সামনে আনার জন্য সবাই তাঁকে বাহবা দিয়েছেন । তাই সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা ।
দক্ষিণ ভারতীয় সিনেমার দুনিয়ায় 'অর্জুন রেড্ডি' একটি মাইলস্টোন ছবি । এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন বিজয় দেবরকোণ্ডা ।