কলকাতা : অপু বড় হয়েছে। মা হারা ছেলে এখন শহুরে আদপ কায়দা রপ্ত করেছে। আই এ পাশ করলেও চাকরি জোটেনি। এর মধ্যেই ঘটনাচক্রে অপর্ণাকে বিয়ে করতে বাধ্য হয় সে। ধীরে ধীরে সংসার হয়। 'অপুর সংসার'। ১৯৫৯ সালে আজকের দিনেই সত্যজিৎ রায়ের অন্যতম এই ছবিটি মুক্তি পেয়েছিল। দেখতে দেখতে ৬০ বছর পেরিয়ে গেছে। এখনও 'অপুর সংসার' বাঙালির মনে অন্য স্থান নিয়ে আছে।
ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অলক চক্রবর্তী, স্বপন মুখার্জি সহ আরও অনেকে। অপুর ট্রিলজির শেষ অংশ এটি। 'পথের পাঁচালি'-র শিশু অপু দিদিকে হারিয়ে যখন 'অপরাজিত'-তে পরিণত হল, তখন সে হারাল বাবা-মাকে। একটা মানুষের জীবনে এত মৃত্যু, এত স্বজনদের হারানো। তারপরও তার এগিয়ে চলাই যে মূল বিষয় ছিল ছবির। প্রেক্ষাপট অবশ্যই ততকালীন বাংলা। সদ্য দেশ স্বাধীন হওয়ার পর যে পরিণতি হয় একটা দেশের, শুধু রাজ্য বা শহর নয় প্রত্যন্ত গ্রামের মানুষগুলোর কথা শোনার যে কেউ নেই। সবটাই দেখিয়েছিলেন সত্যজিৎ।
ছবিটি একাধিক পুরস্কার পেয়েছিল। আন্তর্জাতিকস্তরে খ্য়াতিও এসেছিল। সেই বছর জাতীয় পুরস্কারে সেরা ছবির পুরস্কারটি পেয়েছিল। আবার ১৯৬০ সালে লন্ডন চলচ্চিত্র উৎসব, এডিনবরা আন্তর্জাতিক চলচ্চিত্র উখস ও ন্যাশনাল বোর্ড অব রিভিউতে একাধিক পুরস্কার জিতেছিল।