ETV Bharat / sitara

Aparajita Ghosh: আদিত্য পণ্ডিতের হাত ধরে অপরাজিতা এবার ন্যাশনাল ওটিটিতে - অপরাজিতা ঘোষের খবর

পরিচালক আদিত্য পণ্ডিতের হাত ধরে ন্যাশনাল ওটিটি-তে পা রাখছেন অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh)৷ তাঁর ছবির নাম 'ড্যাডি'স লিটল গার্ল'(Daddy's Little Girl)।

Aparajita Ghosh making debut in nation ott with Aditya Pandit's english film Daddy's Little Girl
আদিত্য পণ্ডিতের হাত ধরে অপরাজিতা এবার ন্যাশনাল ওটিটিতে
author img

By

Published : Oct 28, 2021, 8:25 PM IST

কলকাতা, 28 অক্টোবর: অঞ্জন দত্তের 'মার্ডার অন দ্য হিলস'-এ তাঁকে দেখা গিয়েছে । সৃজিত মুখোপাধ্যায়ের "x=প্রেম" ছবিতেও তিনি অভিনয় করেছেন । এ বার ন্যাশনাল ওটিটি-তে পা রাখতে চলেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh)৷

তিনি চেনা মুখ । সম্প্রতি তাঁকে পরিচালক আদিত্য পণ্ডিতের একটি ইংরেজি ছবিতে অভিনয় করলেন অপরাজিতা । ছবির নাম 'ড্যাডি'স লিটল গার্ল'(Daddy's Little Girl)। আদিত্যর এটিই প্রথম ছবি । এক প্রিন্সিপালের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা । ছবির মুখ্য চরিত্রে তিনিই ।

"ড্যাডি'স লিটল গার্ল" মূলত একজন প্রিন্সিপালের গল্প । রাধিকা একজন জুনিয়র স্কুলের শিক্ষিকা । সম্প্রতি তার পদোন্নতি ঘটেছে । সে সিনিয়র প্রিন্সিপাল হয়েছে । এই স্কুলেই হোম মিনিস্টারের ছেলেও পড়ে । প্রিন্সিপাল হয়ে আসার পর এক বিরল ঘটনার সাক্ষী হয় রাধিকা । কী সেই ঘটনা ? এই ঘটনা নিয়েই ছবির গল্প এগিয়েছে ।

আরও পড়ুন: Bishakto Manush: বিষাক্ত মানুষে যৌন নির্যাতনকারীর চরিত্রে সঙ্ঘশ্রী

ছবিতে অভিনয় করে খুবই ভাল লেগেছে অপরাজিতার । তিনি বলেন, "আদিত্যর সঙ্গে কাজ করে খুব মজা পেয়েছি । এটা আদিত্যর প্রথম কাজ । কিন্তু ছবি দেখে মনেই হবে না এটা ওর প্রথম কাজ । আশা করি দর্শকের ভাল লাগবে ।"

আরও পড়ুন: Alia Ranbir Marriage: ডিসেম্বরেই বিয়ে আলিয়া-রণবীরের ? বিরুষ্কার পথে ডেস্টিনেশন ইতালি ?

আদিত্যও খুশি তাঁর স্বপ্নপূরণ করতে পেরে । তিনি বলেন, "মূলত এই ছবি একজন প্রিন্সিপালের দৃষ্টিভঙ্গি থেকে বানানো । ছবির গোটা টিম আমায় খুব সাহায্য করেছে । আমাকে কেউ বুঝতেই দেয়নি এটা আমার প্রথম কাজ ।"

Aparajita Ghosh making debut in nation ott with Aditya Pandit's english film Daddy's Little Girl
আদিত্য পণ্ডিতের হাত ধরে অপরাজিতা এবার ন্যাশনাল ওটিটিতে

আরও পড়ুন: Sabyasachi's Mangalsutra Ad: এটা কি অন্তর্বাসের বিজ্ঞাপন ? সব্যসাচীর মঙ্গলসূত্রের প্রচারে রুষ্ট নেটিজেনরা

ছবির ক্যামেরার দায়িত্বে ছিলেন মধুরা পালিত । ছবিটি প্রযোজনা করেছে ফায়ারলিওন এন্টারটেইনমেন্ট । ছবিটি বিশ্বের অনেক ফেস্টিভ্যালে পাঠানো হচ্ছে । এই বছরের শেষে হটস্টারে দেখা যাবে ছবিটি ।

আরও পড়ুন: Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ

কলকাতা, 28 অক্টোবর: অঞ্জন দত্তের 'মার্ডার অন দ্য হিলস'-এ তাঁকে দেখা গিয়েছে । সৃজিত মুখোপাধ্যায়ের "x=প্রেম" ছবিতেও তিনি অভিনয় করেছেন । এ বার ন্যাশনাল ওটিটি-তে পা রাখতে চলেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh)৷

তিনি চেনা মুখ । সম্প্রতি তাঁকে পরিচালক আদিত্য পণ্ডিতের একটি ইংরেজি ছবিতে অভিনয় করলেন অপরাজিতা । ছবির নাম 'ড্যাডি'স লিটল গার্ল'(Daddy's Little Girl)। আদিত্যর এটিই প্রথম ছবি । এক প্রিন্সিপালের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা । ছবির মুখ্য চরিত্রে তিনিই ।

"ড্যাডি'স লিটল গার্ল" মূলত একজন প্রিন্সিপালের গল্প । রাধিকা একজন জুনিয়র স্কুলের শিক্ষিকা । সম্প্রতি তার পদোন্নতি ঘটেছে । সে সিনিয়র প্রিন্সিপাল হয়েছে । এই স্কুলেই হোম মিনিস্টারের ছেলেও পড়ে । প্রিন্সিপাল হয়ে আসার পর এক বিরল ঘটনার সাক্ষী হয় রাধিকা । কী সেই ঘটনা ? এই ঘটনা নিয়েই ছবির গল্প এগিয়েছে ।

আরও পড়ুন: Bishakto Manush: বিষাক্ত মানুষে যৌন নির্যাতনকারীর চরিত্রে সঙ্ঘশ্রী

ছবিতে অভিনয় করে খুবই ভাল লেগেছে অপরাজিতার । তিনি বলেন, "আদিত্যর সঙ্গে কাজ করে খুব মজা পেয়েছি । এটা আদিত্যর প্রথম কাজ । কিন্তু ছবি দেখে মনেই হবে না এটা ওর প্রথম কাজ । আশা করি দর্শকের ভাল লাগবে ।"

আরও পড়ুন: Alia Ranbir Marriage: ডিসেম্বরেই বিয়ে আলিয়া-রণবীরের ? বিরুষ্কার পথে ডেস্টিনেশন ইতালি ?

আদিত্যও খুশি তাঁর স্বপ্নপূরণ করতে পেরে । তিনি বলেন, "মূলত এই ছবি একজন প্রিন্সিপালের দৃষ্টিভঙ্গি থেকে বানানো । ছবির গোটা টিম আমায় খুব সাহায্য করেছে । আমাকে কেউ বুঝতেই দেয়নি এটা আমার প্রথম কাজ ।"

Aparajita Ghosh making debut in nation ott with Aditya Pandit's english film Daddy's Little Girl
আদিত্য পণ্ডিতের হাত ধরে অপরাজিতা এবার ন্যাশনাল ওটিটিতে

আরও পড়ুন: Sabyasachi's Mangalsutra Ad: এটা কি অন্তর্বাসের বিজ্ঞাপন ? সব্যসাচীর মঙ্গলসূত্রের প্রচারে রুষ্ট নেটিজেনরা

ছবির ক্যামেরার দায়িত্বে ছিলেন মধুরা পালিত । ছবিটি প্রযোজনা করেছে ফায়ারলিওন এন্টারটেইনমেন্ট । ছবিটি বিশ্বের অনেক ফেস্টিভ্যালে পাঠানো হচ্ছে । এই বছরের শেষে হটস্টারে দেখা যাবে ছবিটি ।

আরও পড়ুন: Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.