ETV Bharat / sitara

"এ বছর বসন্তের রং বড়ই কালো"

কোরোনা আতঙ্ক এবার থাবা বসিয়েছে বসন্ত উৎসবেও । এর জেরে দোল বা হোলি থেকে বিরত থাকছেন অনেক তারকা । সেই তালিকায় রয়েছেন অপরাজিতা আঢ্যও । এ বছর দোল খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি ।

zxc
zx
author img

By

Published : Mar 9, 2020, 4:55 PM IST

Updated : Mar 9, 2020, 8:05 PM IST

কলকাতা : আজ দোল পূর্ণিমা । সকাল থেকেই রঙের উৎসবে মেতে উঠেছেন অনেকেই । আম জনতার পাশাপাশি দোলের আনন্দে মেতে ওঠেন তারকারাও । তাঁদের দোল খেলা মূল আকর্ষণ হয়ে ওঠে প্রতিবছর । যদিও এবছরটা একটু আলাদা । এ বছর দোল খেলা থেকে নিজেদের বিরত রাখছেন বহু তারকাই । সৌজন্যে কোরোনা ভাইরাস । তার জেরে এবার দোল খেলছেন না টলি অভিনেত্রী অপরাজিতা আঢ্যও ।

কোরোনা সংক্রমণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই । এর জেরে আতঙ্কিত অনেকেই । এখনও পর্যন্ত বিশ্বে মোট 94টি দেশে এক লাখের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্তের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও । দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থা কোরোনা সংক্রমণের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল । আর সেই বিষয়কে মাথায় রেখেই এবার দোল খেলায় সামিল হলেন না অপরাজিতাও । একটি ভিডিয়োর মাধ্যমে ETV ভারত সিতারাকে সেকথা জানান তিনি ।

অপরাজিতা বলেন, "এবছর বসন্ত উৎসবে আমি মাতছি না । কারণ আমার মনে হয়েছে, এবারে বসন্তের রং বড়ই কালো । কোরোনা ভাইরাসের জেরে সারা পৃথিবী আতঙ্কে রয়েছে । আমরা ভারতবাসীরা অস্তিত্ব সংকটে আছি । তার সঙ্গে বিশ্ব উষ্ণায়নের জন্য গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ । সেই জন্যে প্রাকৃতিক দুর্যোগের সম্ভবনা বাড়ছে । এত বিপদের মধ্যে আমরা কেউ ভালো নেই । তাই উৎসবের রং কালো । আর সেই উৎসবে আমি সামিল হচ্ছি না । আশা করি আগামী বছর পরিস্থিতি রঙিন হবে । সব কিছু শান্ত হবে । পৃথিবী আবার স্থির হবে । আমরা সবাই রঙের উৎসবে মেতে থাকব । আগামীর জন্যে শুভেচ্ছা রইল ।"

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

কলকাতা : আজ দোল পূর্ণিমা । সকাল থেকেই রঙের উৎসবে মেতে উঠেছেন অনেকেই । আম জনতার পাশাপাশি দোলের আনন্দে মেতে ওঠেন তারকারাও । তাঁদের দোল খেলা মূল আকর্ষণ হয়ে ওঠে প্রতিবছর । যদিও এবছরটা একটু আলাদা । এ বছর দোল খেলা থেকে নিজেদের বিরত রাখছেন বহু তারকাই । সৌজন্যে কোরোনা ভাইরাস । তার জেরে এবার দোল খেলছেন না টলি অভিনেত্রী অপরাজিতা আঢ্যও ।

কোরোনা সংক্রমণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই । এর জেরে আতঙ্কিত অনেকেই । এখনও পর্যন্ত বিশ্বে মোট 94টি দেশে এক লাখের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্তের পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও । দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থা কোরোনা সংক্রমণের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল । আর সেই বিষয়কে মাথায় রেখেই এবার দোল খেলায় সামিল হলেন না অপরাজিতাও । একটি ভিডিয়োর মাধ্যমে ETV ভারত সিতারাকে সেকথা জানান তিনি ।

অপরাজিতা বলেন, "এবছর বসন্ত উৎসবে আমি মাতছি না । কারণ আমার মনে হয়েছে, এবারে বসন্তের রং বড়ই কালো । কোরোনা ভাইরাসের জেরে সারা পৃথিবী আতঙ্কে রয়েছে । আমরা ভারতবাসীরা অস্তিত্ব সংকটে আছি । তার সঙ্গে বিশ্ব উষ্ণায়নের জন্য গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ । সেই জন্যে প্রাকৃতিক দুর্যোগের সম্ভবনা বাড়ছে । এত বিপদের মধ্যে আমরা কেউ ভালো নেই । তাই উৎসবের রং কালো । আর সেই উৎসবে আমি সামিল হচ্ছি না । আশা করি আগামী বছর পরিস্থিতি রঙিন হবে । সব কিছু শান্ত হবে । পৃথিবী আবার স্থির হবে । আমরা সবাই রঙের উৎসবে মেতে থাকব । আগামীর জন্যে শুভেচ্ছা রইল ।"

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো
Last Updated : Mar 9, 2020, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.