কলকাতা : 'বিলু রাক্ষস', 'পিউপা' ও 'পার্সেল'-এর পর এবার 'মায়াভয়' তৈরি করতে চলেছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য । লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি তৈরি করতে চলেছেন তিনি । ছবিতে টোটা রায়চৌধুরি, অপরাজিতা ঘোষ দাসের সঙ্গে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায় ।
2013 সালে রবি ওঝার 'কাছে আয় সই' ধারাবাহিকে প্রথম অভিনয় করেন অনুরাধা । তারপর মুম্বই চলে যান । সেখানে 'জানিভা' নামের একটি মারাঠি ছবিতে কাজ করেন । রেনুকা সাহানের সঙ্গে সেই ছবিতে কাজ করেছিলেন ।
এছাড়া 'ডেজ় অফ তাফ্রি' ও 'পঞ্চলেট' নামে দুটি হিন্দি ছবিতেও কাজ করেন । প্রায় আট বছর মুম্বইতে ছিলেন । এখনও সেখানে কাজ করছেন । তারই ফাঁকে কলকাতায় এসে শিলাদিত্য মল্লিকের 'সোয়েটার'এ কাজ করেছেন । বাংলায় ইন্দ্রাশিসের ছবি 'মায়াভয়'তে অনুরাধা প্রথম মুখ্য চরিত্রে কাজ করছেন ।
অনুরাধা বলেন, "ইন্দ্রাশিসদা স্ক্রিপ্ট পড়ছিলেন । টোটা রায়চৌধুরিও সেখানে ছিলন । পড়া শেষ করে ইন্দ্রাশিসদা আমাকে বলেন 'পারবি তো'। আসলে এরকম একটা চরিত্র পাওয়া খুব চ্যালেঞ্জিং। ইন্দ্রাশিসদা 'সোয়েটার' দেখেনি । টুইটারের কিছু ক্লিপিংস দেখেছেন । এবং সেটা তাঁর খুব ভালো লেগেছে । ইন্দ্রাশিসদা নিজে থেকেই আমার সঙ্গে দেখা করতে চান ।"
ছবির বিষয়বস্তু সম্পর্কে অনুরাধা বলেন, "এটা একটা সাইকোলজিকাল গল্প । অনেকরকমের, অনেকধরনের ভয় থাকে । সেটা আমরা বের করতে পারি না । 'মায়াভয়' সেগুলোকে তুলে ধরবে । আমার চরিত্রের নাম দীপা । সে ছোটবেলা থেকে বিভিন্নধরনের মানুষের সংস্পর্শে আসে । বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয় তার সামনে ।"