ETV Bharat / sitara

একান্ত আলাপচারিতায় 'মায়াভয়'-এর মুখ্য চরিত্র অনুরাধা - অনুরাধা মুখোপাধ্যায়

'মায়াভয়' ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায় । এছাড়া রয়েছেন টোটা রায়চৌধুরি ও অপরাজিতা ঘোষ দাস ।

f
xv
author img

By

Published : Dec 27, 2019, 6:43 PM IST

কলকাতা : 'বিলু রাক্ষস', 'পিউপা' ও 'পার্সেল'-এর পর এবার 'মায়াভয়' তৈরি করতে চলেছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য । লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি তৈরি করতে চলেছেন তিনি । ছবিতে টোটা রায়চৌধুরি, অপরাজিতা ঘোষ দাসের সঙ্গে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায় ।

2013 সালে রবি ওঝার 'কাছে আয় সই' ধারাবাহিকে প্রথম অভিনয় করেন অনুরাধা । তারপর মুম্বই চলে যান । সেখানে 'জানিভা' নামের একটি মারাঠি ছবিতে কাজ করেন । রেনুকা সাহানের সঙ্গে সেই ছবিতে কাজ করেছিলেন ।

এছাড়া 'ডেজ় অফ তাফ্রি' ও 'পঞ্চলেট' নামে দুটি হিন্দি ছবিতেও কাজ করেন । প্রায় আট বছর মুম্বইতে ছিলেন । এখনও সেখানে কাজ করছেন । তারই ফাঁকে কলকাতায় এসে শিলাদিত্য মল্লিকের 'সোয়েটার'এ কাজ করেছেন । বাংলায় ইন্দ্রাশিসের ছবি 'মায়াভয়'তে অনুরাধা প্রথম মুখ্য চরিত্রে কাজ করছেন ।

অনুরাধা বলেন, "ইন্দ্রাশিসদা স্ক্রিপ্ট পড়ছিলেন । টোটা রায়চৌধুরিও সেখানে ছিলন । পড়া শেষ করে ইন্দ্রাশিসদা আমাকে বলেন 'পারবি তো'। আসলে এরকম একটা চরিত্র পাওয়া খুব চ্যালেঞ্জিং। ইন্দ্রাশিসদা 'সোয়েটার' দেখেনি । টুইটারের কিছু ক্লিপিংস দেখেছেন । এবং সেটা তাঁর খুব ভালো লেগেছে । ইন্দ্রাশিসদা নিজে থেকেই আমার সঙ্গে দেখা করতে চান ।"

ছবির বিষয়বস্তু সম্পর্কে অনুরাধা বলেন, "এটা একটা সাইকোলজিকাল গল্প । অনেকরকমের, অনেকধরনের ভয় থাকে । সেটা আমরা বের করতে পারি না । 'মায়াভয়' সেগুলোকে তুলে ধরবে । আমার চরিত্রের নাম দীপা । সে ছোটবেলা থেকে বিভিন্নধরনের মানুষের সংস্পর্শে আসে । বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয় তার সামনে ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : 'বিলু রাক্ষস', 'পিউপা' ও 'পার্সেল'-এর পর এবার 'মায়াভয়' তৈরি করতে চলেছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য । লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবি তৈরি করতে চলেছেন তিনি । ছবিতে টোটা রায়চৌধুরি, অপরাজিতা ঘোষ দাসের সঙ্গে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অনুরাধা মুখোপাধ্যায় ।

2013 সালে রবি ওঝার 'কাছে আয় সই' ধারাবাহিকে প্রথম অভিনয় করেন অনুরাধা । তারপর মুম্বই চলে যান । সেখানে 'জানিভা' নামের একটি মারাঠি ছবিতে কাজ করেন । রেনুকা সাহানের সঙ্গে সেই ছবিতে কাজ করেছিলেন ।

এছাড়া 'ডেজ় অফ তাফ্রি' ও 'পঞ্চলেট' নামে দুটি হিন্দি ছবিতেও কাজ করেন । প্রায় আট বছর মুম্বইতে ছিলেন । এখনও সেখানে কাজ করছেন । তারই ফাঁকে কলকাতায় এসে শিলাদিত্য মল্লিকের 'সোয়েটার'এ কাজ করেছেন । বাংলায় ইন্দ্রাশিসের ছবি 'মায়াভয়'তে অনুরাধা প্রথম মুখ্য চরিত্রে কাজ করছেন ।

অনুরাধা বলেন, "ইন্দ্রাশিসদা স্ক্রিপ্ট পড়ছিলেন । টোটা রায়চৌধুরিও সেখানে ছিলন । পড়া শেষ করে ইন্দ্রাশিসদা আমাকে বলেন 'পারবি তো'। আসলে এরকম একটা চরিত্র পাওয়া খুব চ্যালেঞ্জিং। ইন্দ্রাশিসদা 'সোয়েটার' দেখেনি । টুইটারের কিছু ক্লিপিংস দেখেছেন । এবং সেটা তাঁর খুব ভালো লেগেছে । ইন্দ্রাশিসদা নিজে থেকেই আমার সঙ্গে দেখা করতে চান ।"

ছবির বিষয়বস্তু সম্পর্কে অনুরাধা বলেন, "এটা একটা সাইকোলজিকাল গল্প । অনেকরকমের, অনেকধরনের ভয় থাকে । সেটা আমরা বের করতে পারি না । 'মায়াভয়' সেগুলোকে তুলে ধরবে । আমার চরিত্রের নাম দীপা । সে ছোটবেলা থেকে বিভিন্নধরনের মানুষের সংস্পর্শে আসে । বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয় তার সামনে ।"

দেখুন ভিডিয়ো
Intro:'বিলু রাক্ষস', 'পিউপা', 'পার্সেল'এর পর পরিচালক ইন্দ্রাশিস আচার্য তৈরি করতে চলেছেন 'মায়া ভয়'। লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের 'ভয়'এর গল্প থেকে অনুপ্রাণিত হয়েছে এই ছবি। টোটা রায়চৌধুরী, অপরাজিতা ঘোষ দাসের সঙ্গে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। অনুরাধা কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।


Body:২০১৩ সালে রবি ওঝার 'কাছে আয় সই' ধারাবাহিকে প্রথম অভিনয় করেন অনুরাধা। তারপর মুম্বই চলে যান। সেখানে 'জানিভা' নামের একটি মারাঠি কাজ করেন। সেই ছবিতে তিনি কাজ করেন রেনুকা শাহানের সঙ্গে।

দুটি হিন্দি ছবিতেও কাজ করেন 'ডেজস অফ তফ্রী', 'পঞ্চলেইট'। অভিনয় করেছেন অনুরাধা। মুম্বইতে থেকেছেন আট বছর। এখনও কাজ করে চলেছেন সেখানে। তারই ফাঁকে কলকাতায় এসে শিলাদিত্য মল্লিকের 'সোয়েটার'এ কাজ করেছেন। বাংলায় ইন্দ্রাশিসের ছবি 'মায়াভয়'তে অনুরাধা প্রথম লিড চরিত্রে কাজ করছেন।

টোটা রায়চৌধুরী সঙ্গে ছবির গল্প পড়া শুনছিলেন অনুরাধা। শেষ হওয়ার পর ইন্দ্রাশিস কিছু কথা বলেন অনুরাধাকে। অনুরাধা আমাদের বললেন, " ইন্দ্রাশিসদা বললেন পারবি তো। এরকম একটা চরিত্র পাওয়া খুব চ্যালেঞ্জিং। ইন্দ্রাশিসদা 'সোয়েটার' দেখেনি। টুইটারের কিছু ক্লিপিংস দেখেছেন। এবং সেটা ওর খুব ভালো লেগেছে। ইন্দ্রাশিসদাই আমাকে বলেছেন, আয় তোর সঙ্গে একবার দেখা করতে চাই।"

ছবির বিষয়বস্তু নিয়ে কথা বলতে গিয়ে অনুরাধা বলেন, "এটা একটা সাইকোলজিকাল গল্প। অনেকরকমের, অনেকধরনের ভয় থাকে। সেটা আমরা বের করতে পারি না। 'মায়াভয়' সেগুলোকে তুলে ধরবে। আমার চরিত্রের নাম দীপা। সে ছোটবেলা থেকে বিভিন্নধরনের মানুষের সংস্পর্শে আসে। বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয় তার সামনে।"







Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.