কলকাতা, 18 অক্টোবর : মুক্তি পাচ্ছে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত থ্রিলার 'অন্তর্ধান'। প্রযোজনা সংস্থার তরফে অবশেষে জানা গেল ছবি মুক্তির দিন। ছবির ট্রেলার আসছে নভেম্বরে । ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির পোস্টার। অরিন্দম ভট্টাচার্য পরিচালির এই ছবিতে প্রথমবার স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীকে। ছবির ঘটনা আবর্তিত হয়েছে তাদের মেয়ের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে।
অষ্টম শ্রেণীর পড়ুয়া জিনিয়া মা-বাবার সঙ্গে হিমাচলে থাকে। হঠাৎ একদিন কিডন্যাপ হয় ছোট্ট জিনিয়া। ফলত তাঁর বাবা-মায়ের জীবনে স্বাভাবিকভাবেই নেমে আসে বিপর্যয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। ছবির শুটিং হয়েছে মূলত হিমাচল প্রদেশের কাসোলে। প্রসঙ্গত, এর আগে ‘অন্তর্লীন’ ও ‘ফ্ল্যাট নম্বর ৬০৯’-এর মতো ছবি তৈরি করেছেন পরিচালক অরিন্দম। বাংলার পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, সুইডেনের মতো দেশে 'অন্তর্ধান' রিলিজ করার পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থা এনআইএস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও অটোমেশন গ্রুপের।
২০১৯-এ তৈরি হয়েছিল এই ছবি। মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০'র এপ্রিলে। মূলত করোনাই মুক্তির বিলম্বের জন্য বিশেষভাবে দায়ী। যদিও ইতিমধ্যেই ছবিটির স্পেশাল স্ক্রিনিং হয়ে দিয়েছে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে। ছবিতে তনুশ্রী চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর, হর্ষ ছায়া, নীল মুখার্জি, রজতাভ দত্ত প্রমুখ। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে।
আরও পড়ুন : প্রথম সপ্তাহে বক্স অফিসে কামাল দেখাল 'গোলন্দাজ', আপ্লুত দেব
পুলিশ কি পারবে জিনিয়াকে তার বাবা-মায়ের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে ? তারই উত্তর মিলবে ১০ ডিসেম্বর। পরিচালক জানান, পরম, তনুশ্রী, রজতাভর সঙ্গে শুটিং করার মজাই আলাদা। ছবির থিম সিরিয়াস, আমরা মজা করেছিলাম শুটিংয়ে। সেটে খুনসুটি তো হতই। আরও বেশি মজা ছিল যখন শুটিং শেষে রাতে আড্ডা দিতাম, বন-ফায়ারে বসতাম ৷ সবমিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা। রজতাভ বলছিলেন, "বহুদিন পরে আমরা একসঙ্গে আড্ডা দিতে পারছি।”