ETV Bharat / sitara

কুমার শানুর রেকর্ড কি ভাঙতে পারবেন এই গায়ক ? - ashish kumar

50টিরও বেশি গান একদিনে রেকর্ড করার পরিকল্পনা করেছেন আশিসবাবু । সেই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড । 8 অক্টোবর দক্ষিণ কলকাতার একটি স্টুডিয়োতে রেকর্ডিং হবে ।

asd
asd
author img

By

Published : Oct 7, 2020, 1:56 PM IST

কলকাতা : 1993 সালের কথা । 24 ঘণ্টায় 28টি গান রেকর্ড করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিলেন কুমার শানু । এতদিন সেই রেকর্ড ভাঙতে পারেননি কেউই । আর এবার তাঁর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আরও এক বাঙালি গায়ক । নাম আশিস কুমার ।

50টিরও বেশি গান একদিনে রেকর্ড করার পরিকল্পনা করেছেন আশিসবাবু । সেই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড । 8 অক্টোবর দক্ষিণ কলকাতার একটি স্টুডিয়োতে রেকর্ডিং হবে ।

asd
.

সকাল 11টা থেকে শুরু হবে রেকর্ডিং । তার মধ্যে 10 মিনিটের বিরতি আছে প্রত্যেক গানের মধ্যে । এভাবেই চলবে রেকর্ডিং । কিন্তু, হঠাৎ এই চ্যালেঞ্জ কেন নিলেন তিনি ? এর উত্তরে আশিসবাবু বলেন, "এটা আমার অনেকদিনের স্বপ্ন । এর আগে একটি অ্যাপের জন্য সাড়ে ছ'ঘণ্টায় 50টি গান গেয়েছিলাম । সেটার প্রমাণও আছে আমার কাছে । তারপর গিনেস বুক ও লিমকাতে আবেদন করি । ওরা সেটাতে রাজি হয়ে যায় । কাল আমার রেকর্ডিংয়ে একজন সরকারি আধিকারিক ও ডাক্তার থাকবেন । ডবল ক্যামেরা চলবে ।"

asd
.

বাংলায় বহু বাণিজ্যিক ছবিতে গান গেয়েছেন আশিসবাবু । তার মধ্যে 'মেজবাবু', 'দিদিভাই' ছবি অন্যতম । সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপেও গান গেয়েছেন তিনি । আর এবার তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করতে পারেন কি না সেটাই দেখার ।

কলকাতা : 1993 সালের কথা । 24 ঘণ্টায় 28টি গান রেকর্ড করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিলেন কুমার শানু । এতদিন সেই রেকর্ড ভাঙতে পারেননি কেউই । আর এবার তাঁর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আরও এক বাঙালি গায়ক । নাম আশিস কুমার ।

50টিরও বেশি গান একদিনে রেকর্ড করার পরিকল্পনা করেছেন আশিসবাবু । সেই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড । 8 অক্টোবর দক্ষিণ কলকাতার একটি স্টুডিয়োতে রেকর্ডিং হবে ।

asd
.

সকাল 11টা থেকে শুরু হবে রেকর্ডিং । তার মধ্যে 10 মিনিটের বিরতি আছে প্রত্যেক গানের মধ্যে । এভাবেই চলবে রেকর্ডিং । কিন্তু, হঠাৎ এই চ্যালেঞ্জ কেন নিলেন তিনি ? এর উত্তরে আশিসবাবু বলেন, "এটা আমার অনেকদিনের স্বপ্ন । এর আগে একটি অ্যাপের জন্য সাড়ে ছ'ঘণ্টায় 50টি গান গেয়েছিলাম । সেটার প্রমাণও আছে আমার কাছে । তারপর গিনেস বুক ও লিমকাতে আবেদন করি । ওরা সেটাতে রাজি হয়ে যায় । কাল আমার রেকর্ডিংয়ে একজন সরকারি আধিকারিক ও ডাক্তার থাকবেন । ডবল ক্যামেরা চলবে ।"

asd
.

বাংলায় বহু বাণিজ্যিক ছবিতে গান গেয়েছেন আশিসবাবু । তার মধ্যে 'মেজবাবু', 'দিদিভাই' ছবি অন্যতম । সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপেও গান গেয়েছেন তিনি । আর এবার তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করতে পারেন কি না সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.