ETV Bharat / sitara

নেতাজি নিয়ে আরও এক বাংলা ছবি, মূল চরিত্রে ভিক্টর ব্যানার্জি

author img

By

Published : Sep 26, 2019, 7:24 PM IST

ছবিতে গুমনামী বাবার চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। অন্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

ছবি

কলকাতা : ফের নেতাজিকে নিয়ে বাংলা ছবি । উঠে এসেছে তাঁর অন্তর্ধান রহস্য ও গুমনামী বাবার প্রসঙ্গও । ছবির নাম 'সন্ন্যাসী দেশনায়ক' । দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি ।

সৃজিত মুখার্জির ছবি 'গুমনামী' নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্কের সূত্রপাত হয়েছে । ছবিটি মুক্তি পাবে কি না তা নিয়েও ধোঁয়াশায় ছিলেন পরিচালক । পরে অবশ্য ছবি মুক্তিতে কোনও বাধা নেই বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । ২ অক্টোবর ছবিটি মুক্তি পাবে ।

একই বিষয় নিয়ে একটি ছবি তৈরি করবেন বলে ঠিক করেন পরিচালক অম্লানকুসুম ঘোষ । ছবির নাম ‘সন্ন্যাসী দেশনায়ক’। ছবিতে গুমনামী বাবার চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। অন্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

ছবির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে । কিন্তু, বিভিন্ন কারণে মুক্তি পায়নি ছবিটি । অবশেষে ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ।

কলকাতা : ফের নেতাজিকে নিয়ে বাংলা ছবি । উঠে এসেছে তাঁর অন্তর্ধান রহস্য ও গুমনামী বাবার প্রসঙ্গও । ছবির নাম 'সন্ন্যাসী দেশনায়ক' । দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি ।

সৃজিত মুখার্জির ছবি 'গুমনামী' নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্কের সূত্রপাত হয়েছে । ছবিটি মুক্তি পাবে কি না তা নিয়েও ধোঁয়াশায় ছিলেন পরিচালক । পরে অবশ্য ছবি মুক্তিতে কোনও বাধা নেই বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । ২ অক্টোবর ছবিটি মুক্তি পাবে ।

একই বিষয় নিয়ে একটি ছবি তৈরি করবেন বলে ঠিক করেন পরিচালক অম্লানকুসুম ঘোষ । ছবির নাম ‘সন্ন্যাসী দেশনায়ক’। ছবিতে গুমনামী বাবার চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। অন্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়। ছবির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

ছবির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে । কিন্তু, বিভিন্ন কারণে মুক্তি পায়নি ছবিটি । অবশেষে ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ।

Intro:দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির অপেক্ষায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাংলা ছবি সন্ন্যাসী দেশনায়ক

অমিত চক্রবর্তী, কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য নিয়ে অনেক তথ্য লোকমুখে ঘোরাফেরা করে। কিন্তু কোনো তথ্যই প্রাধান্য পায়নি। তার মৃত্যু রহস্য উদঘাটনে গঠিত হয়েছে একের পর এক কমিটি কিন্তু কোন কমিটি জোর দিয়ে বলতে পারিনি শেষ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় ছিলেন এবং কিভাবে মারা যান। আর তার মৃত্যু রহস্যের কিনারা করার কথা ছিল মুখার্জি কমিশনের তারাও 2005 সালে জানিয়ে দেন নেতাজি অন্তর্ধান নিয়ে সঠিকভাবে কোন কিছুই বলা যাচ্ছে না। আর সেই জায়গা থেকেই এক ফিল্ম ইনস্টিটিউটের কয়েকজন ছাত্র তাদের ডকুমেন্টারি সাবজেক্ট হিসেবে নেতাজি অন্তর্ধান রহস্য কে নির্বাচিত করেন।অন্তর্ধান রহস্যের কিনারা করতে গিয়ে তারা এমন কিছু বিষয় জানতে পারেন যেখান থেকে এটা পরিষ্কার হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু, ছদ্মবেশ ধারণ করে ভারতেই ছিলেন গুমনামি বাবা হিসাবে।

আর গুমনামি বাবাই যে নেতাজি সুভাষচন্দ্র বসু সেটাকে প্রথমবার পর্দায় তুলে ধরলেন পরিচালক অম্লান কুসুম ঘোষ। যদিও ছবির শুটিং শুরু হয়েছিল 2016 সালে কিন্তু বিভিন্ন কারণে ছবি মুক্তি পায়নি। অবশেষে ছবিটি মুক্তি পেতে চলেছে, এখন দেখার যে বিষয় সারা ভারতবাসী অপেক্ষা করে রয়েছে জানার জন্য যে গুমনামি বাবাই কি নেতাজি সুভাষচন্দ্র বসু সেই বিষয়ে আদৌ কি সন্ন্যাসী দেশনায়ক ছবিটি কোন আলোকপাত করতে পারে কিনা। অম্লান কুসুম ঘোষ পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, শাশ্বত চ্যাটার্জি,লকেট চট্টোপাধ্যায় সহ কলকাতা, বোম্বে ও লাকনাও এর অনেক স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রীরা। এবং ছবির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। আগামী 23 শে জানুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে।




Body:স্টিল কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.