কলকাতা : শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন । শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুর দিকেই নাকি এক হবে চারহাত । যদিও দিনক্ষণ এখনও জানা যায়নি । আর বিয়ের আগেই এবার নতুন বাড়ি কিনলেন অঙ্কুশ । সেকথা অবশ্য সোশাল মিডিয়াতেই জানিয়েছেন তিনি ।
ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন অঙ্কুশ । সেখানে সুইমিং পুলের ধারে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর সেখান থেকেই দেখা যাচ্ছে গোটা কলকাতাকে ।
এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমাদের নতুন বাড়িতে...নতুন অভিজ্ঞতা...নতুন অনুভূতি...আর অবশ্যই একটা নতুন জীবন..."। ছবিতে কমেন্ট করেছেন ঐন্দ্রিলা । তবে শুধুমাত্র হার্টের ইমোজি দিতে দেখা গিয়েছে তাঁকে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই মাসের শুরুর দিকেই নতুন গাড়ি কেনেন অঙ্কুশ । সেকথাও সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি । গাড়ির সামনে দাঁড়িয়ে ঐন্দ্রিলার সঙ্গে ছবি তুলেছিলেন । আর সেই ছবি পোস্ট করে লিখেছিলেন, "পরিবারের নতুন সদস্য ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
যাই হোক কাজের দিক থেকে এখন একাধিক ছবি রয়েছে অঙ্কুশের হাতে । তার মধ্যে 'ম্যাজিক' ছবিতে ঐন্দ্রিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়াও রয়েছে 'মৃগয়া' ও 'ভয়'-এর মতো ছবিগুলি ।