ETV Bharat / sitara

আবার গাইবেন "অনেকদিন পর...বন্ধু কি খবর ?" - anjan dutta share new song video

হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অঞ্জন দত্ত । তবে ঘরে থাকলেও রয়েছেন গান নিয়েই । ঘরে বসেই লিখছেন । ঘরেই রেকর্ডিং । সব কিছুই করছেন ঘরে বসেই । এভাবে ঘরে বসেই আরও একটি নতুন গান সৃষ্টি করে ফেলেছেন তিনি । আর সেই গান শেয়ার করলেন সোশাল সাইটে ।

xdc
sdf
author img

By

Published : Apr 17, 2020, 8:58 AM IST

কলকাতা : অসুখটা বেড়েই চলেছে । করছে বড্ড বাড়াবাড়ি । সময় এগিয়ে চললেও, কোথাও যেন জীবনটা থমকে গিয়েছে । ভিড়ের মাঝেও আজ নিজেকে বড় একা বলে মনে হয় । দূরে সরে গিয়েছে সবার থেকে । হারিয়ে গিয়েছে 'সুখ'। তাই প্রশ্ন জাগে, আবার কি দেখা হবে ? অঞ্জন দত্ত বলছেন, দেখা হবে । আর গানের সুরে জিজ্ঞাসা করবেন "অনেকদিন পর...বন্ধু কি খবর ?"

ঘরে থাকলেও রয়েছেন গান নিয়েই । ঘরে বসেই লিখছেন । ঘরেই রেকর্ডিং । ঘরে বসেই করছেন সব কিছু । এই অদ্ভুত সময়েও করে চলেছেন একের পর এক সৃষ্টি । কয়েকদিন আগেই একটি ভিডিয়ো শেয়ার করে বর্তমান অবস্থাকে তুলে ধরে ছিলেন । আর এবার ফের নতুন গান নিয়ে সোশাল সাইটে এলেন অঞ্জন দত্ত ।

নিজে যেমন কাজেই রয়েছেন, তেমন অন্যদেরও পরামর্শ দিচ্ছেন তিনি । তাঁর কথায়, "এই অদ্ভুত সময়টায় ক্রিয়েটিভ কাজ করুন, আনন্দে বাঁচুন, আনন্দে রাখুন ৷"

কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে ? কবে দেখা হবে একে অপরের সঙ্গে ? অঞ্জন দত্ত বলছেন, "বর্তমান পরিস্থিতি শেষ হোক, তারপর আবার সবাই সবার সাথে দেখা করব আর গাইব ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কোরোনার সংক্রমণ বেড়ে চলায় এখন সকলেই গৃহবন্দী । দ্বার খুলে বাইরে বেরনোর অপেক্ষায় সকলেই । তবে উপায় তো নেই । নিজেকে বাঁচাতে, কাছের লোকেদের বাঁচাতে এবং দেশের জন্য ঘরে তো থাকতেই হবে । কিন্তু, ঘরে থাকলেও সৃষ্টির তাড়নায় কাজের মধ্য়েই রয়েছেন অঞ্জন দত্তর মতো অনেকেই । রয়েছেন সুর, ছন্দ, তাল, লয় নিয়ে ।

কলকাতা : অসুখটা বেড়েই চলেছে । করছে বড্ড বাড়াবাড়ি । সময় এগিয়ে চললেও, কোথাও যেন জীবনটা থমকে গিয়েছে । ভিড়ের মাঝেও আজ নিজেকে বড় একা বলে মনে হয় । দূরে সরে গিয়েছে সবার থেকে । হারিয়ে গিয়েছে 'সুখ'। তাই প্রশ্ন জাগে, আবার কি দেখা হবে ? অঞ্জন দত্ত বলছেন, দেখা হবে । আর গানের সুরে জিজ্ঞাসা করবেন "অনেকদিন পর...বন্ধু কি খবর ?"

ঘরে থাকলেও রয়েছেন গান নিয়েই । ঘরে বসেই লিখছেন । ঘরেই রেকর্ডিং । ঘরে বসেই করছেন সব কিছু । এই অদ্ভুত সময়েও করে চলেছেন একের পর এক সৃষ্টি । কয়েকদিন আগেই একটি ভিডিয়ো শেয়ার করে বর্তমান অবস্থাকে তুলে ধরে ছিলেন । আর এবার ফের নতুন গান নিয়ে সোশাল সাইটে এলেন অঞ্জন দত্ত ।

নিজে যেমন কাজেই রয়েছেন, তেমন অন্যদেরও পরামর্শ দিচ্ছেন তিনি । তাঁর কথায়, "এই অদ্ভুত সময়টায় ক্রিয়েটিভ কাজ করুন, আনন্দে বাঁচুন, আনন্দে রাখুন ৷"

কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে ? কবে দেখা হবে একে অপরের সঙ্গে ? অঞ্জন দত্ত বলছেন, "বর্তমান পরিস্থিতি শেষ হোক, তারপর আবার সবাই সবার সাথে দেখা করব আর গাইব ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কোরোনার সংক্রমণ বেড়ে চলায় এখন সকলেই গৃহবন্দী । দ্বার খুলে বাইরে বেরনোর অপেক্ষায় সকলেই । তবে উপায় তো নেই । নিজেকে বাঁচাতে, কাছের লোকেদের বাঁচাতে এবং দেশের জন্য ঘরে তো থাকতেই হবে । কিন্তু, ঘরে থাকলেও সৃষ্টির তাড়নায় কাজের মধ্য়েই রয়েছেন অঞ্জন দত্তর মতো অনেকেই । রয়েছেন সুর, ছন্দ, তাল, লয় নিয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.