কলকাতা : সম্প্রতি সামনে এসেছে 'ড্রাকুলা স্যার'-এর ট্রিজ়ার । নবারুণ ভট্টাচার্যের বিখ্যাত কবিতা 'এই মৃত্যুর উপত্যকা আমার দেশ না' দিয়ে শুরু হচ্ছে টিজ়ার । রয়েছে সময়ের খেলা আর বিদ্রোহ, আন্দোলন । ওই চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য । তাঁর বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী । পরিচালক দেবালয় ভট্টাচার্যের ছবির মাধ্যমেই সাংসদ হওয়ার পর প্রথমবার বড় পরদায় আসছেন তিনি ।
টিজ়ার অনিবার্ণের চরিত্রের বেশ কিছু দিন ফুটে উঠেছে । ছবিতে একজন স্কুল শিক্ষকের চরিত্রে দেখা যাবে তাঁকে । তাঁর সামনের দুটি দাঁত প্রয়োজনের তুলনায় একটু বেশি বড় । কিছুটা 'ড্রাকুলা'-এর মতো । আর তা নিয়ে পড়ুয়াদের মধ্যে মজার শেষ নেই । পরে ওই দুটি দাঁতই তাঁর দুনিয়াটাকে পুরো পালটে দেয় । আর সেটাই ফুটে উঠবে ছবিতে । তবে চরিত্রটি করতে গিয়ে খুবই আনন্দ পেয়েছেন অনিবার্ণ । ETV ভারত সিতারাকে সেকথা জানান তিনি । বলেন, "খুব ড্রেনড হয়ে গিয়েছিলাম । খুব ইন্টারেস্টিং চরিত্র । অনেকদিন পর এইরকম একটি চরিত্রে অভিনয় করলাম ।" এর আগে মঞ্চেও অভিনয় করেছেন অনিবার্ণ । সেখানেও দর্শকদের মন জিতে নেন তিনি । ড্রাকুলার স্যারের বেশে অনির্বাণের অভিনয় দেখে মঞ্চের অভিনয়কে হয়তো মনে পড়ে যাবে দর্শকের ।
ছবিতে তাঁর এই নতুন এক্সপেরিমেন্ট নিয়ে উচ্ছ্বসিত পরিচালক দেবালয় ভট্টাচার্য । তিনি বলেন, "একজন প্রাইমারি স্কুল টিচারকে নিয়ে গল্প, যার গজ দাঁত আছে । যা প্রয়োজনের তুলনায় এখটু বড় । যে কারণে তাঁকে ড্রাকুলা স্যার বলা হয় । এটাই তাঁকে পরবর্তীকালে সত্যিকারের ড্রাকুলারে পরিণত করবে ।"
ছবির বিষয় নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত SVF-এর কর্ণধার মহেন্দ্র সোনিও । বলেন, "এই প্রথম দর্শক এক সাধারণ বাঙালি পুরুষকে ভ্যাম্পায়ারের রূপে দেখবে । অনির্বাণ এই ছবিতে তাঁর অন্য সব কাজকে ছাপিয়ে গেছে । মিমিকেও দর্শক নতুন রূপে পাবে ।"
ছবি সম্পর্কে মিমি বলেন, "SVF-এর সঙ্গে কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে । আমার আরও ভালো লাগছে, যে এ এরকম একটা অনন্য প্রোজেক্টে আমি কাজ করছি । আমার চরিত্রের নাম মঞ্জরী । এতকাল যতগুলি চরিত্রে অভিনয় করেছি, এটি সবচেয়ে আলাদা । দেবালয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ এবং অনির্বাণের সঙ্গে দ্বিতীয় । ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ।"
এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, কাঞ্চন মল্লিক এবং স্যামুয়েল আলম । সব ঠিক থাকলে 1 মে মুক্তি পাবে ছবিটি ।