মুম্বই : কয়েক মাস আগে 'পাতাল লোক' ওয়েব সিরিজ়ে একটা ছোটো চরিত্রে দেখা গেছিল অনন্দিতাকে । ছোটো হলেও, বেশ গুরুত্বপূর্ণ ছিল 'পাতাল লোক'-এর চন্দা । আর এবার তাঁকে অন্যতম মুখ্য ভূমিকায় নিয়ে ওয়েব সিরিজ় 'মাফিয়া' । কী অভিজ্ঞতা অভিনেত্রীর ?
IANS-কে অনিন্দিতা বললেন, "আমি সেই কলেজ জীবন থেকে মাফিয়ার চরিত্রে অভিনয় করছি । তাই আমি নস্ট্যালজিক হয়ে যাচ্ছি, সেই পুরোনো আনন্দের দিনগুলোর কথা মনে পড়ছে ।"
সিরিজ়ের নির্মাতা রোহান ঘোষ এবং অরিত্র সেন যেইমাত্র অনন্দিতাকে গল্পটা শোনান, অভিনেত্রী কাজটা করতে রাজি হয়ে যান । ছ'বন্ধুকে নিয়ে তৈরি এই সাইকোলজিকাল থ্রিলারে প্রতিটা চরিত্রের আস্তরণ উঠবে একটু একটু করে ।
বিরশা দাসগুপ্তের পরিচালনায় তৈরি 'মাফিয়া' মুক্তি পাবে জ়ি ফাইভে, 10 জুলাই । উচ্ছ্বসিত অভিনেত্রী ।