ETV Bharat / sitara

Satyajit Ray: বড় পর্দায় সত্যজিৎ রায়ের চরিত্রে জিতু কমল - জিতু কমলের ছবি

সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে ছবি তৈরি করছেন পরিচালক অনীক দত্ত (Anik Dutta) ৷ তাঁর পরবর্তী ছবি 'অপরাজিত'। সেখানে মুখ্য চরিত্রে থাকছেন জিতু কমল (Jeetu Kamal) ৷

anik dutta making film on Satyajit Ray, Jeetu Kamal playing main character
বড় পর্দায় সত্যজিৎ রায়ের চরিত্রে জিতু কমল
author img

By

Published : Oct 25, 2021, 7:13 PM IST

কলকাতা, 25 অক্টোবর: জন্মশতবার্ষিকী চলছে চলচ্চিত্র জগতের কিংবদন্তী সত্যজিৎ রায়ের (Satyajit Ray)। তাঁকে শ্রদ্ধা জানাতে পরিচালক অনীক দত্ত (Anik Dutta) বানাচ্ছেন তাঁর আগামী ছবি 'অপরাজিত'।

প্রথমেই বলে দেওয়া ভাল, অনীক দত্তর 'অপরাজিত'র সঙ্গে অপু ট্রিলজির দ্বিতীয় ছবির কোনও সম্পর্ক নেই । অনীক দত্তের 'অপরাজিত'র কেন্দ্রীয় চরিত্রের নাম অপরাজিত রায় । সত্যজিৎ রায়ের আদলে তৈরি হবে এই চরিত্র । প্রযোজনা সংস্থা অপরাজিতর চরিত্রে আবির চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিল । কিন্তু না । অবশেষে এই চরিত্রে ধরা দেবেন জিতু কমল (Jeetu Kamal)।

আরও পড়ুন: Bunty Aur Babli 2 trailer: লড়াই শুরু আসল ও নব্য প্রজন্মের ঠগ জুটির

প্রথম থেকেই এই চরিত্রের জন্য আবিরকে ভাবা হয়েছিল । কিন্তু অভিনেতার কাছ থেকে পাকাপোক্ত কোনও উত্তর না-মেলায় আরও কয়েকটি নাম ভেবে রাখা হয় । তাদের মধ্যে জিতু কমল অন্যতম । এরপর আবির কনফার্ম করেন । তবে তাঁর একটি কাজ অর্ধেক হয়ে পড়ে থাকায় সেটি শেষ করে 'অপরাজিত'র কাজে যোগ দেবেন বলে জানান । ওদিকে শুট পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না । কেননা কাশফুলের মাঝে শুট করার প্রয়োজন ছিল । অক্টোবর পেরিয়ে গেলে কাশফুল আর পাওয়া যাবে না । আর ওই সময়ে আবিরের কাছে সময় ছিল না । আর তাই জিতু কমলকে নিয়ে আসা হয় এই চরিত্রের জন্য ।

আরও পড়ুন: Jyeshthoputro: জাতীয় পুরস্কার নিয়ে আবেগে ভাসলেন জ্যেষ্ঠপুত্রের কৌশিক-প্রবুদ্ধ

আগামী মাস থেকেই শুরু হতে চলেছে 'অপরাজিত'র দ্বিতীয় পর্বের শুটিং । জিতু এই মুহূর্তে 'হয়তো তোমারই জন্য' ধারাবাহিকে অভিনয় করছেন। সুতরাং টেলিভিশনের কাজে বেশ ভালই ব্যস্ত তিনি । তারই মাঝে এমন এক চরিত্র ৷ স্বাভাবিকভাবেই আপ্লুত জিতু ।

আরও পড়ুন: 67th National Film Awards: জাতীয় পুরস্কার নিয়ে গুমনামী টিমকে কুর্নিশ সৃজিতের

কলকাতা, 25 অক্টোবর: জন্মশতবার্ষিকী চলছে চলচ্চিত্র জগতের কিংবদন্তী সত্যজিৎ রায়ের (Satyajit Ray)। তাঁকে শ্রদ্ধা জানাতে পরিচালক অনীক দত্ত (Anik Dutta) বানাচ্ছেন তাঁর আগামী ছবি 'অপরাজিত'।

প্রথমেই বলে দেওয়া ভাল, অনীক দত্তর 'অপরাজিত'র সঙ্গে অপু ট্রিলজির দ্বিতীয় ছবির কোনও সম্পর্ক নেই । অনীক দত্তের 'অপরাজিত'র কেন্দ্রীয় চরিত্রের নাম অপরাজিত রায় । সত্যজিৎ রায়ের আদলে তৈরি হবে এই চরিত্র । প্রযোজনা সংস্থা অপরাজিতর চরিত্রে আবির চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিল । কিন্তু না । অবশেষে এই চরিত্রে ধরা দেবেন জিতু কমল (Jeetu Kamal)।

আরও পড়ুন: Bunty Aur Babli 2 trailer: লড়াই শুরু আসল ও নব্য প্রজন্মের ঠগ জুটির

প্রথম থেকেই এই চরিত্রের জন্য আবিরকে ভাবা হয়েছিল । কিন্তু অভিনেতার কাছ থেকে পাকাপোক্ত কোনও উত্তর না-মেলায় আরও কয়েকটি নাম ভেবে রাখা হয় । তাদের মধ্যে জিতু কমল অন্যতম । এরপর আবির কনফার্ম করেন । তবে তাঁর একটি কাজ অর্ধেক হয়ে পড়ে থাকায় সেটি শেষ করে 'অপরাজিত'র কাজে যোগ দেবেন বলে জানান । ওদিকে শুট পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না । কেননা কাশফুলের মাঝে শুট করার প্রয়োজন ছিল । অক্টোবর পেরিয়ে গেলে কাশফুল আর পাওয়া যাবে না । আর ওই সময়ে আবিরের কাছে সময় ছিল না । আর তাই জিতু কমলকে নিয়ে আসা হয় এই চরিত্রের জন্য ।

আরও পড়ুন: Jyeshthoputro: জাতীয় পুরস্কার নিয়ে আবেগে ভাসলেন জ্যেষ্ঠপুত্রের কৌশিক-প্রবুদ্ধ

আগামী মাস থেকেই শুরু হতে চলেছে 'অপরাজিত'র দ্বিতীয় পর্বের শুটিং । জিতু এই মুহূর্তে 'হয়তো তোমারই জন্য' ধারাবাহিকে অভিনয় করছেন। সুতরাং টেলিভিশনের কাজে বেশ ভালই ব্যস্ত তিনি । তারই মাঝে এমন এক চরিত্র ৷ স্বাভাবিকভাবেই আপ্লুত জিতু ।

আরও পড়ুন: 67th National Film Awards: জাতীয় পুরস্কার নিয়ে গুমনামী টিমকে কুর্নিশ সৃজিতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.