ETV Bharat / sitara

Anik Dutta Drafts Logo of Aparajito : সত্যজিতের ধারা মেনেই অপরাজিতর লোগোর খসড়া আঁকলেন অনীক - অনীক দত্তের অপরাজিত

সত্যজিৎ রায়ের ধারা অব্যাহত রেখে 'অপরাজিত'র লোগোর খসড়া আঁকলেন পরিচালক অনীক দত্ত (Anik Dutta drafts logo of Aparajito) ৷

Aparajito by Anik Dutta
সত্যজিতের ধারা মেনেই অপরাজিতর লোগোর খসড়া লিখলেন অনীক
author img

By

Published : Mar 27, 2022, 10:45 AM IST

Updated : Mar 27, 2022, 12:59 PM IST

কলকাতা, 27 মার্চ : সত্যজিৎ রায়ের ধারা অব্যাহত রেখে 'অপরাজিত'র লোগোর খসড়া আঁকলেন অনীক দত্ত (Anik Dutta drafts logo of Aparajito) ৷

জন্মশতবার্ষিকী চলছে চলচ্চিত্র জগতের কিংবদন্তি সত্যজিৎ রায়ের (Satyajit Ray)। তাঁকে শ্রদ্ধা জানাতে পরিচালক অনীক দত্ত বানিয়েছেন তাঁর আগামী ছবি 'অপরাজিত' (Anik Dutta takes Satyajit Ray's style)। অনীক দত্তের 'অপরাজিত'র কেন্দ্রীয় চরিত্রের নাম অপরাজিত রায় । সত্যজিৎ রায়ের আদলে তৈরি চরিত্রে ধরা দেবেন জিতু কমল (Jeetu Kamal)।

এই ছবিতে সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' বানানোর নেপথ্য কাহিনি উঠে আসবে বলে জানা গিয়েছে । সম্প্রতি সামাজিক মাধ্যমে হাজির হয়েছে ছবির লোগো । সত্যজিৎ রায়ের ধারা মেনেই লোগোর বিবর্তনের খসড়া লিখলেন পরিচালক অনীক দত্ত । তিনি লিখেছেন,

"কুছ তো লোগ কহেঙ্গে
লোগো কা কাম হ্যায় কেহনা

একটা জনপ্রিয় হিন্দি গানের দুটি লাইন । এখান থেকে কথার খেলার ছলে যদি লোগো শব্দটিকে ইংরেজি Logo শব্দে রূপান্তরিত করে নিই তাহলেও 'Logo কা কাম হ্যায় কেহনা' বাক্যবন্ধটির একটা স্বাধীন অথচ গুরুত্বপূর্ণ মানে তৈরি হয় । ঠিকই তো ! Logo-র কাজই তো হল কিছু না কিছু বলা । তা সে কোনও পণ্য হোক বা কোম্পানি...এ ক্ষেত্রে একটা ছবি । অর্থাৎ Logo প্রাথমিক ভাবে একটা প্রতিনিধি এবং তার প্রধান কাজ হল, সে যার প্রতিনিধিত্ব করছে তার সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়া । আমার প্রথম ছবি থেকেই ছবি তৈরির সঙ্গে সঙ্গে এই Logo বা Publicity design এর প্রতি আমার আগ্রহ ও উৎসাহ বজায় থেকেছে এবং এই কাজটা করে আমি সৃজনশীলতার দিক থেকেও খুব আনন্দ পেয়েছি । আমি যন্ত্র ব্যবহারে খুব পারদর্শী নই বলে প্রাথমিক ভাবে আমার চিন্তা ভাবনাটাকে পেনসিলে খসড়া করে নিয়ে তারপর গ্রাফিক ডিজাইনারদের সাহায্য নিই কাজটাকে শেষ করার জন্যে । 'অপরাজিত' ছবিটির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি ৷

Aparajito by Anik Dutta
অনিকের তৈরি লোগো

আরও পড়ুন: Aparajito Viral Look : সত্যজিতের লুকে নিজেকে চিনতেই পারেননি জিতু কমল

তবে এই ছবিতে সৃষ্টির আনন্দ ও উদ্দীপনা দ্বিগুণ হয়ে যায় কারণ অনেকেই হয়তো জেনে গিয়েছেন যে, আমার 'অপরাজিত’ ছবিটি সত্যজিৎ রায়ের জীবনের প্রথম ছবি 'পথের পাঁচালী' তৈরির নেপথ্য কাহিনির আধারে তৈরি । সত্যজিৎ বাবু সেই ছবি তৈরির সময়ে তাঁর অনমনীয় জেদকে সম্বল করে যে অজস্র প্রতিকূলতা অতিক্রম করে, অপরাজিত থেকে তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছিলেন, তা এ ছবির মূল প্রতিপাদ্য এবং 'অপরাজিত' নামটি তারই সূচক । আর বলা বাহুল্য যে 'পথের পাঁচালী' শুধু বাংলা বা ভারতীয় সিনেমা নয়, বিশ্ব চলচ্চিত্রের এক নতুন দিশারি হয়ে উঠেছিল । আমাদের ছবিতে বাস্তব চরিত্রদের নাম ও ঘটনার বিবরণ আমরা খানিক পালটে নিয়েছি তাই এখানে মূল চরিত্রের নাম অপরাজিত রায় আর তিনি যে ছবিটি করছেন তার নাম পথের পদাবলী ।
সত্যজিৎ রায়ের বহুমুখী প্রতিভার বিচ্ছুরণ অগণিত ক্ষেত্রে দেখা গিয়েছে, যার মধ্যে Logo, poster/publicity design, calligraphy, illustration অন্যতম । সত্যজিৎ বাবু নিজে তাঁর ডিজাইনিং করতেন (সে বই হোক বা সিনেমা) মূল বিষয়ের সঙ্গে সাজুয্য রেখে ৷ যাতে Logoটি দেখলেই মূল ভাবনাটার সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয় । আমরা সত্যজিৎ রায়ের এই ধারাটা বজায় রেখেই একটা নিজেদের মতো কিছু করতে চাইছিলাম যা একার্থে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ কিন্তু অন্ধ অনুকরণ নয় ।

Aparajito by Anik Dutta
পরিচালক অনীক দত্ত

অনেক খুঁজে কাপুরুষ-মহাপুরুষ ছবির টাইটেল কার্ড থেকে আমি একটা আদল খুঁজে পেলাম যা আমার ছবির Logo তৈরির জন্য খুব প্রাসঙ্গিক মনে হল । 'অপরাজিত' নামটা লেখা তো হল; এ বার মূল প্রশ্ন এটা এ রকম সরলীকৃতই থাকবে নাকি উনি যেমন করে বিভিন্ন elements ব্যবহার করতেন, সেই পথেই আমরা এগোনোর চেষ্টা করব । বছর খানেক আগে এই ছবিটির ঘোষণার সময়ে আমি অত্যন্ত তাড়াহুড়ো করে যেটুকু করতে পেরেছিলাম, তাতে 'জ' এ 'ই' এর যে অর্ধচন্দ্রাকার টান রয়েছে, সেখানে ট্রেনের ধোঁয়া ব্যবহার করেছিলাম কারণ পথের পাঁচালী ছবির স্মরণীয়তম অংশগুলোর অন্যতম হল অপু-দুর্গার ট্রেন দেখতে যাওয়া । এ বারে নতুন করে Logoটা নিয়ে ভাবতে গিয়ে মনে হল আরও কিছু উপকরণও ব্যবহার করা যায় ৷ আর তা যেন মূল লোগোর সঙ্গে আরেকটু সম্পৃক্ত হয়ে ওঠে । ধোঁয়া ওড়ানো ট্রেন, ভাই-বোনের কাশবন দিয়ে ছোটা, তাছাড়াও আমাদের ছবির একটা গুরুত্বপূর্ণ অংশ হল একটা ছবির শুটিং অর্থাৎ উপাদান প্রচুর কিন্তু আমি চাইছিলাম তার ব্যবহার হবে খুব সূক্ষ্ণ ভাবে যাতে প্রক্ষিপ্ত না মনে হয় ।

এই সময়ে শিল্পী সমীর আইচের ছেলে রাজের সঙ্গে কথা হল, সে নিজেও একজন গ্রাফিক শিল্পী । রাজের সঙ্গে আলোচনা করে আমরা ট্রেনের ধোঁয়াকে 'ই' তো রাখলামই সঙ্গে ট্রেনের কামরাগুলো হল মাত্রা । ভাই-বোন চলে এল 'অ' এর অলঙ্করণের অংশ হয়ে আর শেষকালে মিচেল ক্যামেরা যা দিয়ে পথের পাঁচালী শুট হয়েছিল সেই ক্যামেরার আভাস এল 'প' এর ফাঁকা জায়গায়; তবে পুরোটাই খুব সম্পৃক্ত ভাবে একেবারেই জোর করে চাপিয়ে দেওয়া বা আলাদা করে নিম্নরেখ করা নয় ।

আরও পড়ুন : Satyajit Ray: বড় পর্দায় সত্যজিৎ রায়ের চরিত্রে জিতু কমল

এর সঙ্গে আমাদের ইংরেজি টাইটেল হল The Undefeated, আসল অপরাজিত-র ইংরেজি নাম ছিল The Unvanquished ৷ এই ইংরেজি নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম Ray Roman Font যেটাও সত্যজিৎ রায়েরই তৈরি করা এবং এ প্রসঙ্গে এ কথা না বলা অপরাধ হবে যে, এ সব কিছুই সম্ভব হয়েছে শ্রী সন্দীপ রায়ের অপরিসীম সহযোগিতা, অনুমতি ও অকৃত্রিম উৎসাহের জন্য । এই হল আমাদের লোগোর বিবর্তনের ইতিকথা ।"

(পরিচালকের খসড়া হুবহু তুলে ধরা হল ৷ বানান ও ভাষা অপরিবর্তিত রেখে)।

বীরভূম, কলকাতার নন্দন এবং শিশির মঞ্চে হয়েছে এই ছবির শুটিং ৷

কলকাতা, 27 মার্চ : সত্যজিৎ রায়ের ধারা অব্যাহত রেখে 'অপরাজিত'র লোগোর খসড়া আঁকলেন অনীক দত্ত (Anik Dutta drafts logo of Aparajito) ৷

জন্মশতবার্ষিকী চলছে চলচ্চিত্র জগতের কিংবদন্তি সত্যজিৎ রায়ের (Satyajit Ray)। তাঁকে শ্রদ্ধা জানাতে পরিচালক অনীক দত্ত বানিয়েছেন তাঁর আগামী ছবি 'অপরাজিত' (Anik Dutta takes Satyajit Ray's style)। অনীক দত্তের 'অপরাজিত'র কেন্দ্রীয় চরিত্রের নাম অপরাজিত রায় । সত্যজিৎ রায়ের আদলে তৈরি চরিত্রে ধরা দেবেন জিতু কমল (Jeetu Kamal)।

এই ছবিতে সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' বানানোর নেপথ্য কাহিনি উঠে আসবে বলে জানা গিয়েছে । সম্প্রতি সামাজিক মাধ্যমে হাজির হয়েছে ছবির লোগো । সত্যজিৎ রায়ের ধারা মেনেই লোগোর বিবর্তনের খসড়া লিখলেন পরিচালক অনীক দত্ত । তিনি লিখেছেন,

"কুছ তো লোগ কহেঙ্গে
লোগো কা কাম হ্যায় কেহনা

একটা জনপ্রিয় হিন্দি গানের দুটি লাইন । এখান থেকে কথার খেলার ছলে যদি লোগো শব্দটিকে ইংরেজি Logo শব্দে রূপান্তরিত করে নিই তাহলেও 'Logo কা কাম হ্যায় কেহনা' বাক্যবন্ধটির একটা স্বাধীন অথচ গুরুত্বপূর্ণ মানে তৈরি হয় । ঠিকই তো ! Logo-র কাজই তো হল কিছু না কিছু বলা । তা সে কোনও পণ্য হোক বা কোম্পানি...এ ক্ষেত্রে একটা ছবি । অর্থাৎ Logo প্রাথমিক ভাবে একটা প্রতিনিধি এবং তার প্রধান কাজ হল, সে যার প্রতিনিধিত্ব করছে তার সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়া । আমার প্রথম ছবি থেকেই ছবি তৈরির সঙ্গে সঙ্গে এই Logo বা Publicity design এর প্রতি আমার আগ্রহ ও উৎসাহ বজায় থেকেছে এবং এই কাজটা করে আমি সৃজনশীলতার দিক থেকেও খুব আনন্দ পেয়েছি । আমি যন্ত্র ব্যবহারে খুব পারদর্শী নই বলে প্রাথমিক ভাবে আমার চিন্তা ভাবনাটাকে পেনসিলে খসড়া করে নিয়ে তারপর গ্রাফিক ডিজাইনারদের সাহায্য নিই কাজটাকে শেষ করার জন্যে । 'অপরাজিত' ছবিটির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি ৷

Aparajito by Anik Dutta
অনিকের তৈরি লোগো

আরও পড়ুন: Aparajito Viral Look : সত্যজিতের লুকে নিজেকে চিনতেই পারেননি জিতু কমল

তবে এই ছবিতে সৃষ্টির আনন্দ ও উদ্দীপনা দ্বিগুণ হয়ে যায় কারণ অনেকেই হয়তো জেনে গিয়েছেন যে, আমার 'অপরাজিত’ ছবিটি সত্যজিৎ রায়ের জীবনের প্রথম ছবি 'পথের পাঁচালী' তৈরির নেপথ্য কাহিনির আধারে তৈরি । সত্যজিৎ বাবু সেই ছবি তৈরির সময়ে তাঁর অনমনীয় জেদকে সম্বল করে যে অজস্র প্রতিকূলতা অতিক্রম করে, অপরাজিত থেকে তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছিলেন, তা এ ছবির মূল প্রতিপাদ্য এবং 'অপরাজিত' নামটি তারই সূচক । আর বলা বাহুল্য যে 'পথের পাঁচালী' শুধু বাংলা বা ভারতীয় সিনেমা নয়, বিশ্ব চলচ্চিত্রের এক নতুন দিশারি হয়ে উঠেছিল । আমাদের ছবিতে বাস্তব চরিত্রদের নাম ও ঘটনার বিবরণ আমরা খানিক পালটে নিয়েছি তাই এখানে মূল চরিত্রের নাম অপরাজিত রায় আর তিনি যে ছবিটি করছেন তার নাম পথের পদাবলী ।
সত্যজিৎ রায়ের বহুমুখী প্রতিভার বিচ্ছুরণ অগণিত ক্ষেত্রে দেখা গিয়েছে, যার মধ্যে Logo, poster/publicity design, calligraphy, illustration অন্যতম । সত্যজিৎ বাবু নিজে তাঁর ডিজাইনিং করতেন (সে বই হোক বা সিনেমা) মূল বিষয়ের সঙ্গে সাজুয্য রেখে ৷ যাতে Logoটি দেখলেই মূল ভাবনাটার সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হয় । আমরা সত্যজিৎ রায়ের এই ধারাটা বজায় রেখেই একটা নিজেদের মতো কিছু করতে চাইছিলাম যা একার্থে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ কিন্তু অন্ধ অনুকরণ নয় ।

Aparajito by Anik Dutta
পরিচালক অনীক দত্ত

অনেক খুঁজে কাপুরুষ-মহাপুরুষ ছবির টাইটেল কার্ড থেকে আমি একটা আদল খুঁজে পেলাম যা আমার ছবির Logo তৈরির জন্য খুব প্রাসঙ্গিক মনে হল । 'অপরাজিত' নামটা লেখা তো হল; এ বার মূল প্রশ্ন এটা এ রকম সরলীকৃতই থাকবে নাকি উনি যেমন করে বিভিন্ন elements ব্যবহার করতেন, সেই পথেই আমরা এগোনোর চেষ্টা করব । বছর খানেক আগে এই ছবিটির ঘোষণার সময়ে আমি অত্যন্ত তাড়াহুড়ো করে যেটুকু করতে পেরেছিলাম, তাতে 'জ' এ 'ই' এর যে অর্ধচন্দ্রাকার টান রয়েছে, সেখানে ট্রেনের ধোঁয়া ব্যবহার করেছিলাম কারণ পথের পাঁচালী ছবির স্মরণীয়তম অংশগুলোর অন্যতম হল অপু-দুর্গার ট্রেন দেখতে যাওয়া । এ বারে নতুন করে Logoটা নিয়ে ভাবতে গিয়ে মনে হল আরও কিছু উপকরণও ব্যবহার করা যায় ৷ আর তা যেন মূল লোগোর সঙ্গে আরেকটু সম্পৃক্ত হয়ে ওঠে । ধোঁয়া ওড়ানো ট্রেন, ভাই-বোনের কাশবন দিয়ে ছোটা, তাছাড়াও আমাদের ছবির একটা গুরুত্বপূর্ণ অংশ হল একটা ছবির শুটিং অর্থাৎ উপাদান প্রচুর কিন্তু আমি চাইছিলাম তার ব্যবহার হবে খুব সূক্ষ্ণ ভাবে যাতে প্রক্ষিপ্ত না মনে হয় ।

এই সময়ে শিল্পী সমীর আইচের ছেলে রাজের সঙ্গে কথা হল, সে নিজেও একজন গ্রাফিক শিল্পী । রাজের সঙ্গে আলোচনা করে আমরা ট্রেনের ধোঁয়াকে 'ই' তো রাখলামই সঙ্গে ট্রেনের কামরাগুলো হল মাত্রা । ভাই-বোন চলে এল 'অ' এর অলঙ্করণের অংশ হয়ে আর শেষকালে মিচেল ক্যামেরা যা দিয়ে পথের পাঁচালী শুট হয়েছিল সেই ক্যামেরার আভাস এল 'প' এর ফাঁকা জায়গায়; তবে পুরোটাই খুব সম্পৃক্ত ভাবে একেবারেই জোর করে চাপিয়ে দেওয়া বা আলাদা করে নিম্নরেখ করা নয় ।

আরও পড়ুন : Satyajit Ray: বড় পর্দায় সত্যজিৎ রায়ের চরিত্রে জিতু কমল

এর সঙ্গে আমাদের ইংরেজি টাইটেল হল The Undefeated, আসল অপরাজিত-র ইংরেজি নাম ছিল The Unvanquished ৷ এই ইংরেজি নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম Ray Roman Font যেটাও সত্যজিৎ রায়েরই তৈরি করা এবং এ প্রসঙ্গে এ কথা না বলা অপরাধ হবে যে, এ সব কিছুই সম্ভব হয়েছে শ্রী সন্দীপ রায়ের অপরিসীম সহযোগিতা, অনুমতি ও অকৃত্রিম উৎসাহের জন্য । এই হল আমাদের লোগোর বিবর্তনের ইতিকথা ।"

(পরিচালকের খসড়া হুবহু তুলে ধরা হল ৷ বানান ও ভাষা অপরিবর্তিত রেখে)।

বীরভূম, কলকাতার নন্দন এবং শিশির মঞ্চে হয়েছে এই ছবির শুটিং ৷

Last Updated : Mar 27, 2022, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.