লস অ্যাঞ্জেলস : একদিকে এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব । মন ভালো নেই কারও । তার মাঝেই গতকাল সকালের দিকে আসে আরও একটা খারাপ খবর । প্রয়াত ইরফান খান । তাঁর এই মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই । শোকপ্রকাশ করেছেন বলিউড ও টলিউডের একাধিক তারকা । তবে শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ইরফানের অভিনয় । অভিনয় দক্ষতা দিয়ে হলিউড তারকাদেরও মন জয় করে নিয়েছিলেন তিনি । তাই তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলিও ।
IANS-কে অ্যাঞ্জেলিনা বলেন, "আ মাইটি হার্ট ছবিতে ইরফান খানের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার । একজন শিল্পী হিসেবে তিনি ছিলেন অসাধারণ । সেই কারণেই তাঁর সঙ্গে যে কোনও দৃশ্যে কাজ করে আনন্দ পেতাম । প্রতিশ্রুতি দিলে সেই কথা তিনি সব সময় রাখতেন । তাঁর হাসিও মনে রাখার মতো । তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি ।"
2007 সালে মুক্তি পেয়েছিল মাইকেল উইন্টারবটম পরিচালিত ছবি 'আ মাইটি হার্ট'। এক সাংবাদিককে অপহরণ করাকে কেন্দ্র করে তৈরি ছবিটি । পরে তার শিরশ্ছেদ করে অপহরণকারীরা । এই ঘটনাই তুলে ধরা হয়েছে ছবিতে ।
ছবিতে মারিয়ান পার্লের চরিত্রে অভিনয় করেছিলেন অ্যাঞ্জেলিনা । আর করাচির পুলিশ প্রধান জ়িশান কাজ়মির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন ইরফান । ছবির বেশিরভাগ অংশের শুটিং হয় পুনেতে । 2007 সালের কান'স ফিল্ম ফেস্টিভালে প্রশংসিত হয় ছবি । এই ছবিতে অভিনয়ের জন্য ফেস্টিভালেও প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন ইরফান ।