ETV Bharat / sitara

Prabhas treats Big B with food : 'বিগ বি'কে বাড়ির খাবার দিয়ে অভ্যর্থনা প্রভাসের - amitabh tweets his reaction as prabhas treats him with home cooked food

বাড়ি থেকে খাবার নিয়ে এসে অমিতাভকে অভ্যর্থনা জানালেন প্রভাস (Prabhas and Amitabh start Shooting For Project K) ৷ টুইটে ধন্যবাদ জ্ঞাপন ' বিগ বি'র ৷

Prabhas treats Big B with food
বিগ বচ্চনকে বাড়ির খাবার দিয়ে অভ্য়র্থনা প্রভাসের
author img

By

Published : Feb 21, 2022, 12:44 PM IST

Updated : Feb 21, 2022, 2:42 PM IST

হায়দরাবাদ, 21 ফেব্রুয়ারি : দক্ষিণী তারকা প্রভাস এবং অমিতাভ বচ্চন জুটি বেঁধেছেন তাঁদের নতুন ছবি প্রোজেক্ট কে-এর জন্য (Prabhas and Amitabh start Shooting For Project K) ৷ প্রথম দিন প্রথম শট হওয়ার পরেই টুইট করে তাঁর স্বপ্ন সফল বলে মন্তব্য করেছিলেন বাহুবলী খ্যাত অভিনেতা ৷ অন্যদিকে প্রভাসের বিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন 'বিগ বি'ও ৷ এবার ফের সামনে এল তাঁদের এক সঙ্গে শ্যুটিংয়ের নতুন একটি মুহূর্ত ৷ এবার বাড়ি থেকে খাবার নিয়ে এসে অমিতাভকে অভ্যর্থনা জানালেন প্রভাস ৷

টুইটে নিজেই এই খবর জানিয়েছেন 'বিগ বি' ৷ তিনি লেখেন, "বাহুবলী প্রভাস তোমার ভালবাসা এবং উদারতা সত্যিই পরিমাপ করা যায় না ৷ তুমি বাড়ি থেকে যে খাবার আমায় এনে দাও তা সত্যিই অসম্ভব সুস্বাদু ৷ তুমি এত পরিমাণে খাবার দাও যে এক গোটা আর্মির পেট ভরে যাবে ৷ সঙ্গে ওই স্পেশাল কুকিজগুলো সত্যিই চমৎকার বললেও কম বলা হবে ৷"

আরও পড়ুন : অমিতাভের সঙ্গে অভিনয় ! স্বপ্ন সত্য়ি হল, বলছেন প্রভাস

একই সঙ্গে একটু মজা করে অমিতাভ এও লেখেন, ওই খাবারের পর আবার "তোমার প্রশংসাবাক্য হজম করা সত্যিই কঠিন ৷" নাগা অশ্বিনের এই প্রজেক্টে বচ্চন-প্রভাসের জুটি কতখানি সাফল্য পায় তা বলে দেবে সময়ই ৷ এই ছবির জন্য আগেই দীপিকা পাড়ুকোনের সঙ্গে শ্যুটিং সেরে ফেলেছেন প্রভাস ৷ সেই পর্বের শ্যুটিং হয়েছে হায়দরাবাদে ৷ এবার 'বিগ বি'র সঙ্গে শ্যুটিং পর্ব সেরে নেওয়ার পালা প্রভাসের ৷ শুরু হয়ে গিয়েছে সেই কাজও ৷

হায়দরাবাদ, 21 ফেব্রুয়ারি : দক্ষিণী তারকা প্রভাস এবং অমিতাভ বচ্চন জুটি বেঁধেছেন তাঁদের নতুন ছবি প্রোজেক্ট কে-এর জন্য (Prabhas and Amitabh start Shooting For Project K) ৷ প্রথম দিন প্রথম শট হওয়ার পরেই টুইট করে তাঁর স্বপ্ন সফল বলে মন্তব্য করেছিলেন বাহুবলী খ্যাত অভিনেতা ৷ অন্যদিকে প্রভাসের বিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন 'বিগ বি'ও ৷ এবার ফের সামনে এল তাঁদের এক সঙ্গে শ্যুটিংয়ের নতুন একটি মুহূর্ত ৷ এবার বাড়ি থেকে খাবার নিয়ে এসে অমিতাভকে অভ্যর্থনা জানালেন প্রভাস ৷

টুইটে নিজেই এই খবর জানিয়েছেন 'বিগ বি' ৷ তিনি লেখেন, "বাহুবলী প্রভাস তোমার ভালবাসা এবং উদারতা সত্যিই পরিমাপ করা যায় না ৷ তুমি বাড়ি থেকে যে খাবার আমায় এনে দাও তা সত্যিই অসম্ভব সুস্বাদু ৷ তুমি এত পরিমাণে খাবার দাও যে এক গোটা আর্মির পেট ভরে যাবে ৷ সঙ্গে ওই স্পেশাল কুকিজগুলো সত্যিই চমৎকার বললেও কম বলা হবে ৷"

আরও পড়ুন : অমিতাভের সঙ্গে অভিনয় ! স্বপ্ন সত্য়ি হল, বলছেন প্রভাস

একই সঙ্গে একটু মজা করে অমিতাভ এও লেখেন, ওই খাবারের পর আবার "তোমার প্রশংসাবাক্য হজম করা সত্যিই কঠিন ৷" নাগা অশ্বিনের এই প্রজেক্টে বচ্চন-প্রভাসের জুটি কতখানি সাফল্য পায় তা বলে দেবে সময়ই ৷ এই ছবির জন্য আগেই দীপিকা পাড়ুকোনের সঙ্গে শ্যুটিং সেরে ফেলেছেন প্রভাস ৷ সেই পর্বের শ্যুটিং হয়েছে হায়দরাবাদে ৷ এবার 'বিগ বি'র সঙ্গে শ্যুটিং পর্ব সেরে নেওয়ার পালা প্রভাসের ৷ শুরু হয়ে গিয়েছে সেই কাজও ৷

Last Updated : Feb 21, 2022, 2:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.