ETV Bharat / sitara

Amitabh Bachchan : এখনই অবসর নেওয়া উচিত অমিতাভ বচ্চনের, মত সেলিম খানের - সেলিম খানের খবর

অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) এখনই অবসর নেওয়া উচিত বলে মনে করেন প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan)৷ তাঁর মতে, প্রত্যেকেরই জীবনের কয়েকটা বছর নিজের জন্য রাখা উচিত ৷

Amitabh Bachchan 'must take graceful retirement': Salim Khan
এখনই অবসর নেওয়া উচিত অমিতাভ বচ্চনের, মত সেলিম খানের
author img

By

Published : Oct 12, 2021, 2:02 PM IST

মুম্বই, 12 অক্টোবর: এ বার অবসর নেওয়া উচিত বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের ৷ এমনটাই মনে করেন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান ৷ তাঁর মতে, এখনই মাধুর্যপূর্ণ ভাবে অবসর (Graceful Retirement) নিয়ে নেওয়া উচিত বিগ বি-র ৷ ফিল্মি দৌড় থেকে সরে এসে কয়েকটা বছর তাঁর নিজেকে সময় দেওয়া উচিত বলে মনে করেন সেলিম খান ৷

অমিতাভের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সেলিম খানের ৷ তাঁরা একসঙ্গে 10টিরও বেশি সুপার-ডুপারহিট ছবি করেছেন ৷ বিগ বি-র কেরিয়ার সম্পর্কে বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে সেলিম খান বললেন, "এখন অমিতাভ বচ্চনের অবসর নেওয়া উচিত ৷ এই জীবন থেকে যা যা অর্জন করার সব তাঁর করা হয়ে গিয়েছে ৷ প্রত্যেকেরই নিজের জন্যও কয়েকটা বছর রাখা উচিত ৷ পেশাগত জীবনে দুরন্ত ইনিংস খেলেছেন অমিতাভ বচ্চন ৷ তিনি খুব ভালো কাজ করেছেন, তাই এখন এই দৌড় থেকে তাঁর নিজেকে মুক্ত করা উচিত ৷ তাঁর অবশ্যই মাধুর্যপূর্ণ অবসর নেওয়া উচিত ৷"

আরও পড়ুন: Amitabh Bachchan : পান মশলার বিজ্ঞাপন আর নয়, জন্মদিনে চুক্তি বাতিলের কথা জানালেন বিগ বি

কেন বড়ে মিঞাঁকে অবসরক নেওয়ার কথা বলছেন সেলিম খান ? নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, অবসরের এই ব্যবস্থা রাখা হয়েছে যাতে একজন ব্যক্তি নিজেদের জীবনের কয়েকটা বছর সম্পূর্ণ নিজের ইচ্ছেমতো কাটাতে পারে ৷ এ প্রসঙ্গে নিজের উদাহরণ দিয়ে 85 বছরের চিত্রনাট্যকার বলেছেন, "এখন আমার পৃথিবীটা সীমিত ৷ এখন আমি যাঁদের নিয়ে থাকি, তাঁদের কারও সঙ্গে ফিল্মের কোনও যোগাযোগ নেই ৷"

আরও পড়ুন : 80-র পথে অমিতাভ ! বাবার জন্মদিনে ভুল শুধরে দিলেন শ্বেতা

সেলিমের কথায়, "অমিতাভ বচ্চন এমন নায়ক ছিলেন, যিনি একজন অ্যাংরি ইয়ং ম্যানের চরিত্রে অভিনয় করতে পারতেন, এখনও তিনি তা পারেন ৷ কিন্তু এখন অমিতাভের মতো অভিনেতার জন্য কোনও গল্প নেই ৷ আমাদের ফিল্ম প্রযুক্তিগত ভাবে, সঙ্গীতে ও অ্যাকশনের ক্ষেত্রে উন্নত হলেও আমাদের হাতে ভালো চিত্রনাট্য নেই ৷"

আরও পড়ুন: Rekha Birthday: 'গডমাদার' রেখার জন্মদিনে শুভেচ্ছা কঙ্গনার

1973 সালে তাঁর জঞ্জির ফিল্মে প্রথম বিগ বি-র সঙ্গে কাজ করেন সেলিম খান ৷ এরপর পরপর হিট ফিল্ম উপহার দিয়েছে তাঁদের জুটি ৷ সেই তালিকায় রয়েছে মজবুর (1974), শোলে (1975), দিওয়ার (1975), ডন (1978), ত্রিশূল (1978), কালা পাথ্থর (1979), দোস্তানা (1980) ও আরও অনেক ফিল্ম ৷

আরও পড়ুন: Shah Rukh Khan: আরিয়ান কাণ্ডে বাইজু'সের বিজ্ঞাপন আপাতত শাহরুখবিহীন, গর্জে উঠলেন সেলেবরা

মুম্বই, 12 অক্টোবর: এ বার অবসর নেওয়া উচিত বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের ৷ এমনটাই মনে করেন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান ৷ তাঁর মতে, এখনই মাধুর্যপূর্ণ ভাবে অবসর (Graceful Retirement) নিয়ে নেওয়া উচিত বিগ বি-র ৷ ফিল্মি দৌড় থেকে সরে এসে কয়েকটা বছর তাঁর নিজেকে সময় দেওয়া উচিত বলে মনে করেন সেলিম খান ৷

অমিতাভের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সেলিম খানের ৷ তাঁরা একসঙ্গে 10টিরও বেশি সুপার-ডুপারহিট ছবি করেছেন ৷ বিগ বি-র কেরিয়ার সম্পর্কে বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে সেলিম খান বললেন, "এখন অমিতাভ বচ্চনের অবসর নেওয়া উচিত ৷ এই জীবন থেকে যা যা অর্জন করার সব তাঁর করা হয়ে গিয়েছে ৷ প্রত্যেকেরই নিজের জন্যও কয়েকটা বছর রাখা উচিত ৷ পেশাগত জীবনে দুরন্ত ইনিংস খেলেছেন অমিতাভ বচ্চন ৷ তিনি খুব ভালো কাজ করেছেন, তাই এখন এই দৌড় থেকে তাঁর নিজেকে মুক্ত করা উচিত ৷ তাঁর অবশ্যই মাধুর্যপূর্ণ অবসর নেওয়া উচিত ৷"

আরও পড়ুন: Amitabh Bachchan : পান মশলার বিজ্ঞাপন আর নয়, জন্মদিনে চুক্তি বাতিলের কথা জানালেন বিগ বি

কেন বড়ে মিঞাঁকে অবসরক নেওয়ার কথা বলছেন সেলিম খান ? নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, অবসরের এই ব্যবস্থা রাখা হয়েছে যাতে একজন ব্যক্তি নিজেদের জীবনের কয়েকটা বছর সম্পূর্ণ নিজের ইচ্ছেমতো কাটাতে পারে ৷ এ প্রসঙ্গে নিজের উদাহরণ দিয়ে 85 বছরের চিত্রনাট্যকার বলেছেন, "এখন আমার পৃথিবীটা সীমিত ৷ এখন আমি যাঁদের নিয়ে থাকি, তাঁদের কারও সঙ্গে ফিল্মের কোনও যোগাযোগ নেই ৷"

আরও পড়ুন : 80-র পথে অমিতাভ ! বাবার জন্মদিনে ভুল শুধরে দিলেন শ্বেতা

সেলিমের কথায়, "অমিতাভ বচ্চন এমন নায়ক ছিলেন, যিনি একজন অ্যাংরি ইয়ং ম্যানের চরিত্রে অভিনয় করতে পারতেন, এখনও তিনি তা পারেন ৷ কিন্তু এখন অমিতাভের মতো অভিনেতার জন্য কোনও গল্প নেই ৷ আমাদের ফিল্ম প্রযুক্তিগত ভাবে, সঙ্গীতে ও অ্যাকশনের ক্ষেত্রে উন্নত হলেও আমাদের হাতে ভালো চিত্রনাট্য নেই ৷"

আরও পড়ুন: Rekha Birthday: 'গডমাদার' রেখার জন্মদিনে শুভেচ্ছা কঙ্গনার

1973 সালে তাঁর জঞ্জির ফিল্মে প্রথম বিগ বি-র সঙ্গে কাজ করেন সেলিম খান ৷ এরপর পরপর হিট ফিল্ম উপহার দিয়েছে তাঁদের জুটি ৷ সেই তালিকায় রয়েছে মজবুর (1974), শোলে (1975), দিওয়ার (1975), ডন (1978), ত্রিশূল (1978), কালা পাথ্থর (1979), দোস্তানা (1980) ও আরও অনেক ফিল্ম ৷

আরও পড়ুন: Shah Rukh Khan: আরিয়ান কাণ্ডে বাইজু'সের বিজ্ঞাপন আপাতত শাহরুখবিহীন, গর্জে উঠলেন সেলেবরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.