ETV Bharat / sitara

RD Burman Birthday: এখনও পঞ্চমে মোহিত সঙ্গীত দুনিয়া, জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য আশা-লতা-অমিতাভের - আশা ভোঁসলে

আজ কিংবদন্তি সঙ্গীত পরিচালক আরডি বর্মনের (RD Burman) 82তম জন্মদিন ৷ এই দিনে পঞ্চমদাকে শ্রদ্ধা জানালেন আশা ভোঁসলে (Asha Bhosle), লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-সহ আরও অনেকে ৷

amitabh-bachchan-lata-mangeshkar asha bhosle javed-akhtar-remember-pancham-da RD Burman-on-his-birth-anniversary
82-তে পঞ্চমদা, জন্মদিনে শ্রদ্ধা জানালেন আশা-লতা-অমিতাভ
author img

By

Published : Jun 27, 2021, 6:53 PM IST

Updated : Jun 27, 2021, 8:23 PM IST

মুম্বই, 25 জুন : 60-এর দশক থেকে 90-এর দশক - তাঁর গানে মাতোয়ারা হয়েছে গোটা দেশ ৷ সুর-তাল-ছন্দের যুগলবন্দি কীভাবে এক-একটা ক্ল্যাসিক তৈরি করে, তা বহুবার বুঝিয়েছেন কিংবদন্তী সুরকার তথা গায়ক রাহুলদেব বর্মন (RD Burman) ৷ আজ তাঁর 82তম জন্মদিন ৷ এই বিশেষ দিনে পঞ্চমদাকে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ ও বলিউডের বিশিষ্ট ব্যক্তিরা ৷ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে আশা ভোঁসলে (Asha Bhosle), লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), জাভেদ আখতার - সবাই কুর্নিশ জানিয়েছেন বর্মন সাহেবের প্রতিভাকে ৷

পঞ্চমদার সুরে 'পরিচয়' ফিল্মের জনপ্রিয় একটি গান শেয়ার করেছেন অমিতাভ বচ্চন ৷ 'বিতে না বিতায়ে ব়্যায়না' ৷ 1972 সালে ভিকে সোবতির প্রযোজনায় এই ফিল্মে অভিনয় করেছিলেন তাঁর স্ত্রী জয়া বচ্চন ৷ এই গানটির সুরে সেতার বাজাচ্ছেন পঞ্চমদা ৷ তাঁকে জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন এক ভক্ত ৷ সেই পোস্টটিই রিটুইট করেছেন বলিউডের শাহেনশা ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "বাহ, অদ্ভুত...পরিচয় ফিল্মের কী দারুণ মুহূর্ত...জীতেন্দ্র, জয়া ও সঞ্জীব কুমার...গুলজারের নির্দেশনা...বিতি না বিতায়ে ব়্যায়না...এই গানের পেছনে একটা গল্প ছিল...পরে কখনও সেটা বলব ৷"

আরও পড়ুন: 2006-21, বলিউডে বেড়ে ওঠার ভিডিয়ো পোস্ট কঙ্গনার

  • Thank you for the music (not just from me but also the millions of hearts that beat to your madness). Happy birthday Pancham ❤️ pic.twitter.com/hqOWG45w7F

    — ashabhosle (@ashabhosle) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পঞ্চমদার জন্মদিনে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী তথা প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে ৷ তিনি টুইটে লিখেছেন, "সঙ্গীতের জন্য ধন্যবাদ (শুধু আমার সঙ্গীতের জন্য নয়, তোমার পাগলামিতে যে লক্ষ লক্ষ হৃদয় স্পন্দিত হয় তার জন্য)৷ শুভ জন্মদিন পঞ্চম ৷"

  • R D Burman ko kaun nahi jaanta. Wo janam se rajputra tha aur sangeet ka wo raja tha. Aaj uski jayanti hai. Main uski yaad ko aur uske sangeet ko vinamra abhivadan karti hun. https://t.co/Izf1sulJfT

    — Lata Mangeshkar (@mangeshkarlata) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজকের বিশেষ দিনে পঞ্চমদাকে শ্রদ্ধা জানিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও ৷ তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "আরডি বর্মনকে কে চেনেন না ৷ তিনি তো জন্ম থেকেই রাজপুত্র ছিলেন ৷ সঙ্গীতের তিনি রাজা ছিলেন ৷ আজ তাঁর জন্মজয়ন্তী ৷ আমি তাঁর স্মৃতিকে ও তাঁর সঙ্গীতকে বিনম্র অভিবাদন জানাচ্ছি ৷"

আরও পড়ুন: কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ?

  • wah .. adbhut .. 👏👏👏👏👏 .. and what a moment in the film PARICHAY .. Jeetendra , Jaya and Sanjiv Kumar .. direction Gulzar .. 'beeti na bitai raina' ..
    And there is a story behind this song .. of which sometime later .. https://t.co/9LMAundYav

    — Amitabh Bachchan (@SrBachchan) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরডি বর্মনের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার ৷ তিনি টুইটে লিখেছেন, "আজ 27 জুন আরডি বর্মনের জন্মজয়ন্তী ৷ সময় সত্যিই মহান ব্যক্তিদের প্রতি সর্বদা সদয় হয়, এটি একটি প্রতিভাশালী ব্যক্তির ভাবমূর্তিকে আরও বেশি করে বাড়িয়ে তোলে ৷ আধুনিক প্রজন্ম ও তরুণ সঙ্গীতকারদের কাছে তাঁর জনপ্রিয়তা দিন দিন যে বাড়ছে তাতে অবাক হওয়ার কিছু নেই ৷"

  • Today on 27th June it is RD Burman ‘ s birth anniversary . Time is always kind to genuinely great people it keeps enlarging the image of a genius more and more . No surprise that his popularity among the gen next and the young musicians is increasingly by the day .

    — Javed Akhtar (@Javedakhtarjadu) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সন্তান প্রসবের পর পড়ছে চুল, লন্ডনে নতুন হেয়ারকাট অনুষ্কার

1966 সালে 'তিসরি মঞ্জিল' দিয়ে সঙ্গীত পরিচালক হিসেবে বলিউডে হাতেখড়ি হয় আরডি বর্মনের ৷ রাজেশ খান্নার ফিল্মে তাঁর সুর আর কিশোর কুমারের গাওয়া গানগুলি দারুণ জনপ্রিয় হয়েছিল ৷ রাজেশ খান্নার 40টিরও বেশি ফিল্মের গানে সুর দিয়েছেন আরডি বর্মন ৷ এর পরে মহম্মদ রফি, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের বহু জনপ্রিয় গানের সৃষ্টিকর্তা তিনি ৷ কেরিয়ারে 331টি ফিল্মে সঙ্গীত পরিচালনা করেছেন পঞ্চমদা ৷ তিনি তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ৷ প্রথমটি পেয়েছিলেন 'কারবাঁ' ফিল্মের জন্য ৷ আর শেষটি পেয়েছিলেন '1942: আ লাভ স্টোরি' ফিল্মের জন্য ৷ সেটা ছিল মরণোত্তর পুরস্কার ৷ হরে রামা হরে কৃষ্ণ, কাটি পতঙ্গ, অমর প্রেম, সীতা অউর গীতা, রামপুর কা লক্ষ্মণ, মেরে জীবনসাথী, বম্বে টু গোয়া, আপনা দেশ, ইয়াদোঁ কি বারাত, আপ কি কসম, শোলে-সহ বহু হিট ফিল্মে নিজের অসাধারণ প্রতিভার সাক্ষ্য রেখে গিয়েছেন শচিনদেব বর্মনের পুত্র ৷

মুম্বই, 25 জুন : 60-এর দশক থেকে 90-এর দশক - তাঁর গানে মাতোয়ারা হয়েছে গোটা দেশ ৷ সুর-তাল-ছন্দের যুগলবন্দি কীভাবে এক-একটা ক্ল্যাসিক তৈরি করে, তা বহুবার বুঝিয়েছেন কিংবদন্তী সুরকার তথা গায়ক রাহুলদেব বর্মন (RD Burman) ৷ আজ তাঁর 82তম জন্মদিন ৷ এই বিশেষ দিনে পঞ্চমদাকে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ ও বলিউডের বিশিষ্ট ব্যক্তিরা ৷ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে আশা ভোঁসলে (Asha Bhosle), লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), জাভেদ আখতার - সবাই কুর্নিশ জানিয়েছেন বর্মন সাহেবের প্রতিভাকে ৷

পঞ্চমদার সুরে 'পরিচয়' ফিল্মের জনপ্রিয় একটি গান শেয়ার করেছেন অমিতাভ বচ্চন ৷ 'বিতে না বিতায়ে ব়্যায়না' ৷ 1972 সালে ভিকে সোবতির প্রযোজনায় এই ফিল্মে অভিনয় করেছিলেন তাঁর স্ত্রী জয়া বচ্চন ৷ এই গানটির সুরে সেতার বাজাচ্ছেন পঞ্চমদা ৷ তাঁকে জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন এক ভক্ত ৷ সেই পোস্টটিই রিটুইট করেছেন বলিউডের শাহেনশা ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "বাহ, অদ্ভুত...পরিচয় ফিল্মের কী দারুণ মুহূর্ত...জীতেন্দ্র, জয়া ও সঞ্জীব কুমার...গুলজারের নির্দেশনা...বিতি না বিতায়ে ব়্যায়না...এই গানের পেছনে একটা গল্প ছিল...পরে কখনও সেটা বলব ৷"

আরও পড়ুন: 2006-21, বলিউডে বেড়ে ওঠার ভিডিয়ো পোস্ট কঙ্গনার

  • Thank you for the music (not just from me but also the millions of hearts that beat to your madness). Happy birthday Pancham ❤️ pic.twitter.com/hqOWG45w7F

    — ashabhosle (@ashabhosle) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পঞ্চমদার জন্মদিনে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী তথা প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে ৷ তিনি টুইটে লিখেছেন, "সঙ্গীতের জন্য ধন্যবাদ (শুধু আমার সঙ্গীতের জন্য নয়, তোমার পাগলামিতে যে লক্ষ লক্ষ হৃদয় স্পন্দিত হয় তার জন্য)৷ শুভ জন্মদিন পঞ্চম ৷"

  • R D Burman ko kaun nahi jaanta. Wo janam se rajputra tha aur sangeet ka wo raja tha. Aaj uski jayanti hai. Main uski yaad ko aur uske sangeet ko vinamra abhivadan karti hun. https://t.co/Izf1sulJfT

    — Lata Mangeshkar (@mangeshkarlata) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজকের বিশেষ দিনে পঞ্চমদাকে শ্রদ্ধা জানিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরও ৷ তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "আরডি বর্মনকে কে চেনেন না ৷ তিনি তো জন্ম থেকেই রাজপুত্র ছিলেন ৷ সঙ্গীতের তিনি রাজা ছিলেন ৷ আজ তাঁর জন্মজয়ন্তী ৷ আমি তাঁর স্মৃতিকে ও তাঁর সঙ্গীতকে বিনম্র অভিবাদন জানাচ্ছি ৷"

আরও পড়ুন: কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ?

  • wah .. adbhut .. 👏👏👏👏👏 .. and what a moment in the film PARICHAY .. Jeetendra , Jaya and Sanjiv Kumar .. direction Gulzar .. 'beeti na bitai raina' ..
    And there is a story behind this song .. of which sometime later .. https://t.co/9LMAundYav

    — Amitabh Bachchan (@SrBachchan) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরডি বর্মনের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার ৷ তিনি টুইটে লিখেছেন, "আজ 27 জুন আরডি বর্মনের জন্মজয়ন্তী ৷ সময় সত্যিই মহান ব্যক্তিদের প্রতি সর্বদা সদয় হয়, এটি একটি প্রতিভাশালী ব্যক্তির ভাবমূর্তিকে আরও বেশি করে বাড়িয়ে তোলে ৷ আধুনিক প্রজন্ম ও তরুণ সঙ্গীতকারদের কাছে তাঁর জনপ্রিয়তা দিন দিন যে বাড়ছে তাতে অবাক হওয়ার কিছু নেই ৷"

  • Today on 27th June it is RD Burman ‘ s birth anniversary . Time is always kind to genuinely great people it keeps enlarging the image of a genius more and more . No surprise that his popularity among the gen next and the young musicians is increasingly by the day .

    — Javed Akhtar (@Javedakhtarjadu) June 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সন্তান প্রসবের পর পড়ছে চুল, লন্ডনে নতুন হেয়ারকাট অনুষ্কার

1966 সালে 'তিসরি মঞ্জিল' দিয়ে সঙ্গীত পরিচালক হিসেবে বলিউডে হাতেখড়ি হয় আরডি বর্মনের ৷ রাজেশ খান্নার ফিল্মে তাঁর সুর আর কিশোর কুমারের গাওয়া গানগুলি দারুণ জনপ্রিয় হয়েছিল ৷ রাজেশ খান্নার 40টিরও বেশি ফিল্মের গানে সুর দিয়েছেন আরডি বর্মন ৷ এর পরে মহম্মদ রফি, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের বহু জনপ্রিয় গানের সৃষ্টিকর্তা তিনি ৷ কেরিয়ারে 331টি ফিল্মে সঙ্গীত পরিচালনা করেছেন পঞ্চমদা ৷ তিনি তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ৷ প্রথমটি পেয়েছিলেন 'কারবাঁ' ফিল্মের জন্য ৷ আর শেষটি পেয়েছিলেন '1942: আ লাভ স্টোরি' ফিল্মের জন্য ৷ সেটা ছিল মরণোত্তর পুরস্কার ৷ হরে রামা হরে কৃষ্ণ, কাটি পতঙ্গ, অমর প্রেম, সীতা অউর গীতা, রামপুর কা লক্ষ্মণ, মেরে জীবনসাথী, বম্বে টু গোয়া, আপনা দেশ, ইয়াদোঁ কি বারাত, আপ কি কসম, শোলে-সহ বহু হিট ফিল্মে নিজের অসাধারণ প্রতিভার সাক্ষ্য রেখে গিয়েছেন শচিনদেব বর্মনের পুত্র ৷

Last Updated : Jun 27, 2021, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.