ETV Bharat / sitara

Amitabh Bacchan Instagram post: নিজের পুরনো ছবি পোস্ট করে নেটিজেনদের ধন্দে ফেলে দিলেন বিগ বি - Amitabh asks a question to the fans

নিজের পুরনো ছবি পোস্ট করে নেটিজেনদের ধন্দে ফেলে দিলেন অমিতাভ বচ্চন (Amitabh asks a question to the fans ) ৷ রবিবার একটি ক্রপ করা অর্ধেক ছবি শেয়ার করেন অভিনেতা ৷ তাতে দেখা যায় একটি হাত তাঁর জামা ধরে টান দিচ্ছে, ছবিতে অবশ্য হাতের মালিককে দেখানো হয়নি ৷ আর তাই স্বাভাবিকভাবেই বিগ বি‘র প্রশ্ন ছিল, বলুন তো দেখি এটা কার হাত ? আজ তিনি জানালেন হাতটি ছিল শ্রীদেবীর ৷

Amitabh Bacchan Instagram post
নিজের পুরোন ছবি পোস্ট করে নেটিজেনদের ধন্ধে ফেলে দিলেন বিগ বি
author img

By

Published : Jan 31, 2022, 4:25 PM IST

Updated : Jan 31, 2022, 5:51 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি: টেলিভিশনের অমিতাভ বচ্চনের অ্য়াংকারিংয়ে কৌন বনেগা ক্রোড়পতি যে কতখানি জনপ্রিয়, তা বোধহয় আর আলাদা করে না বললেও চলে ৷ কিন্তু নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল থেকেও প্রশ্নোত্তরের এই খেলার মজা নিতে শুরু করলেন তিনি (Amitabh asks a question to the fans ) ৷ রবিবার নিজের অভিনয় জীবনের একবারে প্রথমদিকের একটি ছবি শেয়ার করেন অভিনেতা ৷ তাতে দেখা যায় একটি হাত তাঁর জামা ধরে টান দিচ্ছে, ছবিতে অবশ্য হাতের মালিককে দেখানো হয়নি ৷ আর তাই স্বাভাবিকভাবেই বিগ বি’র প্রশ্ন ছিল, বলুন তো দেখি এটা কার হাত ?

জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন অনেকেই ৷ উঠে এসেছিল জিনাত আমন থেকে শুরু করে রেখা অবধি সেসময়ের প্রায় সব নায়িকার নামই ৷ তবে প্রথম ঠিক উত্তর দেন পরিচালক ফরা খান ৷ তাঁর মতে হাতটা ছিল শ্রীদেবীর ৷ দেখা গেল, তিনি একদমই ঠিক ৷ সোমবার নিজেই সম্পূর্ণ ছবিটি প্রকাশ করে উত্তর দিয়েছেন বিগ বি ৷ আসলে প্রথমে ছবিটি ক্রপ করে পোস্ট করেছিলেন তিনি আর সোমবার সামনে এল পুরো ছবিটি ৷

আরও পড়ুন : সৌদি আরব থেকে 'বর্ষসেরা ব্যক্তি'-র সম্মান পেলেন ভাইজান

সোমবার ছবিটি পোস্ট করে অভিনেতা লেখেন, "এটা এনার হাত- শ্রীদেবী, কয়েকজনই মাত্র সঠিক উত্তর দিয়েছেন ৷" 1984 সালে নির্মিত 'ইনকিলাব' ছবিতে একসঙ্গে পর্দায় এসেছিলেন শ্রীদেবী-অমিতাভ ৷ সেই ছবিরই একটা দৃ্শ্য ধরা হয়েছে এই ছবিতে ৷

নয়াদিল্লি, 31 জানুয়ারি: টেলিভিশনের অমিতাভ বচ্চনের অ্য়াংকারিংয়ে কৌন বনেগা ক্রোড়পতি যে কতখানি জনপ্রিয়, তা বোধহয় আর আলাদা করে না বললেও চলে ৷ কিন্তু নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল থেকেও প্রশ্নোত্তরের এই খেলার মজা নিতে শুরু করলেন তিনি (Amitabh asks a question to the fans ) ৷ রবিবার নিজের অভিনয় জীবনের একবারে প্রথমদিকের একটি ছবি শেয়ার করেন অভিনেতা ৷ তাতে দেখা যায় একটি হাত তাঁর জামা ধরে টান দিচ্ছে, ছবিতে অবশ্য হাতের মালিককে দেখানো হয়নি ৷ আর তাই স্বাভাবিকভাবেই বিগ বি’র প্রশ্ন ছিল, বলুন তো দেখি এটা কার হাত ?

জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন অনেকেই ৷ উঠে এসেছিল জিনাত আমন থেকে শুরু করে রেখা অবধি সেসময়ের প্রায় সব নায়িকার নামই ৷ তবে প্রথম ঠিক উত্তর দেন পরিচালক ফরা খান ৷ তাঁর মতে হাতটা ছিল শ্রীদেবীর ৷ দেখা গেল, তিনি একদমই ঠিক ৷ সোমবার নিজেই সম্পূর্ণ ছবিটি প্রকাশ করে উত্তর দিয়েছেন বিগ বি ৷ আসলে প্রথমে ছবিটি ক্রপ করে পোস্ট করেছিলেন তিনি আর সোমবার সামনে এল পুরো ছবিটি ৷

আরও পড়ুন : সৌদি আরব থেকে 'বর্ষসেরা ব্যক্তি'-র সম্মান পেলেন ভাইজান

সোমবার ছবিটি পোস্ট করে অভিনেতা লেখেন, "এটা এনার হাত- শ্রীদেবী, কয়েকজনই মাত্র সঠিক উত্তর দিয়েছেন ৷" 1984 সালে নির্মিত 'ইনকিলাব' ছবিতে একসঙ্গে পর্দায় এসেছিলেন শ্রীদেবী-অমিতাভ ৷ সেই ছবিরই একটা দৃ্শ্য ধরা হয়েছে এই ছবিতে ৷

Last Updated : Jan 31, 2022, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.