কলকাতা : বেশিরভাগ সময়টাই ছেলে অমিত কুমারের কাছে মুম্বই থাকতেন রুমা গুহ ঠাকুরতা। ছেলেকে বাবু সোনা বলে ডাকতেন। মা চলে যাওয়ার পর তেমনই স্মৃতিচারণ করলেন অমিত কুমার।
মাকে নিয়ে অমিত আবেগঘন পোস্টে লেখেন, "বাই মা...তুমি আমার শক্তি ছিলে...তোমাকে সব থেকে বেশি মনে পড়বে...কে আর আমাকে এখন থেকে বাবু সোনা বলে ডাকবে... কিন্তু, স্বপ্নে তোমার সঙ্গে আমার দেখা হবে...আমি তা নিয়ে নিশ্চিত..."
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
গতকাল ভোরে বালিগঞ্জ প্লেসের বাড়িতে ঘুমন্ত অবস্থাতেই মারা যান ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা রুমা গুহ ঠাকুরতা। তাঁর মৃত্যুর খবর শোনা মাত্রই মুম্বই থেকে রওনা দেন অমিত। বিকেলে এসে পৌঁছন। তারপরই শেষকৃত্য় সম্পন্ন হয়।
অন্যদিকে রুমা গুহ ঠাকুরতার অনেকদিনের সঙ্গে কল্যাণ সেন বরাট গভীর শোকপ্রকাশ করে বলেন, "বয়স হয়েছিল নিশ্চই। কিন্তু, মায়ের তো বয়স হয় না। সমস্ত সংস্কৃতি জগতের মা উনি। তিনি যাতে হাত দিয়েছেন, অভিনয় যখন করেছেন অসাধারণ, গান করেছেন তার তুলনা হয় না। তিনি অসধারাণ নাচ করতেন অনেকেই জানেন না।... আমার সুরে গান করেছিলেন। রুমাদি সত্যি মাতৃস্বরূপা ছিলেন। আমি নিজের মাকে হারালাম। খুব একা হয়ে গেলাম।"