ETV Bharat / sitara

Aamir Khan on The Kashmir Files : প্রত্যেক ভারতীয়র 'দ্য কাশ্মীর ফাইলস' দেখা উচিত : আমির খান - Aamir Khan Comment on The Kashmir Files

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত নতুন ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে এবার মুখ খুললেন আমির খান ৷ জানালেন, তিনি তো ছবিটি দেখবেনই, প্রত্যেক ভারতবাসীর ছবিটি দেখা উচিত (Aamir Khan Comment on The Kashmir Files) ৷

The Kashmir Files Controversy
প্রত্যেক ভারতবাসীর 'দ্য কাশ্মীর ফাইলস' দেখা উচিত বললেন আমির
author img

By

Published : Mar 21, 2022, 10:18 AM IST

নয়াদিল্লি, 21 মার্চ : বলিউডে রীতিমত সাড়া ফেলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত নতুন ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ সিনে-সমালোচকদের প্রশংসা এবং সমালোচনা দু'টোই ভাল মত কুড়িয়েছে এই ছবি ৷ এবার এই ছবি নিয়ে মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৷ রাজামৌলির নতুন ছবি 'আরআরআর'-এর একটি ফ্যান ইভেন্টে এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে জানান, তিনি নিজে অবশ্যই ছবিটি দেখবেন (Aamir Khan Comment on The Kashmir Files) ৷

তিনি বলেন, "কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ৷ এই বিষয়ে একটি ছবি তৈরি হয়েছে তা প্রত্যেক ভারতীয় নাগরিকের দেখা উচিত এবং স্মরণ করা উচিত (কাশ্মীরের সেই সময়ের ইতিহাস) ৷" আমির আরও বলেন, "এই ছবির সবচেয়ে সুন্দর বিষয়টি হল তা মানবিকতায় বিশ্বাসী সমস্ত মানুষের আবেগকে ছুঁতে পেরেছে ৷ আমি অবশ্যই ছবিটি দেখব এবং আমি খুশি ছবিটি সাফল্য পেয়েছে ৷ "

আরও পড়ুন : নিউজিল্যান্ডে 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তির স্থগিতাদেশের বিরোধিতায় প্রাক্তন ডেপুটি প্রধানমন্ত্রী

এই ছবিতে অভিনয় করেছেন পল্লবী যোশী, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের মত একাধিক পরিচিত মুখ ৷ 11 মার্চ মুক্তির পর ইতিমধ্যেই একশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ শুধু তাই নয় গোয়া, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের মত রাজ্যগুলিতে করমুক্ত করা হয়েছে এই ছবিকে ৷

নয়াদিল্লি, 21 মার্চ : বলিউডে রীতিমত সাড়া ফেলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত নতুন ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ সিনে-সমালোচকদের প্রশংসা এবং সমালোচনা দু'টোই ভাল মত কুড়িয়েছে এই ছবি ৷ এবার এই ছবি নিয়ে মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ৷ রাজামৌলির নতুন ছবি 'আরআরআর'-এর একটি ফ্যান ইভেন্টে এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে জানান, তিনি নিজে অবশ্যই ছবিটি দেখবেন (Aamir Khan Comment on The Kashmir Files) ৷

তিনি বলেন, "কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ৷ এই বিষয়ে একটি ছবি তৈরি হয়েছে তা প্রত্যেক ভারতীয় নাগরিকের দেখা উচিত এবং স্মরণ করা উচিত (কাশ্মীরের সেই সময়ের ইতিহাস) ৷" আমির আরও বলেন, "এই ছবির সবচেয়ে সুন্দর বিষয়টি হল তা মানবিকতায় বিশ্বাসী সমস্ত মানুষের আবেগকে ছুঁতে পেরেছে ৷ আমি অবশ্যই ছবিটি দেখব এবং আমি খুশি ছবিটি সাফল্য পেয়েছে ৷ "

আরও পড়ুন : নিউজিল্যান্ডে 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তির স্থগিতাদেশের বিরোধিতায় প্রাক্তন ডেপুটি প্রধানমন্ত্রী

এই ছবিতে অভিনয় করেছেন পল্লবী যোশী, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের মত একাধিক পরিচিত মুখ ৷ 11 মার্চ মুক্তির পর ইতিমধ্যেই একশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ শুধু তাই নয় গোয়া, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের মত রাজ্যগুলিতে করমুক্ত করা হয়েছে এই ছবিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.