ETV Bharat / sitara

প্রয়াত অমলা শংকর, বয়স হয়েছিল 101 বছর - amala shankar died

প্রয়াত অমলা শংকর । আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

োে্
োে্
author img

By

Published : Jul 24, 2020, 10:35 AM IST

Updated : Jul 24, 2020, 10:49 AM IST

কলকাতা : প্রয়াত অমলা শংকর । বয়স হয়েছিল 101 বছর । আজ সকালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । সোশাল মিডিয়ায় খবরটি নিশ্চিত করেন তাঁর নাতনি শ্রীনন্দা শংকর ।


মাকে দুর্গা বলে সম্বোধন করতেন মেয়ে মমতা শংকর । ETV ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে । কিন্তু, মায়ের মৃত্যুতে অত্যন্ত ভেঙে পড়েছেন তিনি । ঠিক করে কথাও বলতে পারছেন না ।

sdf
মেয়ের সঙ্গে অমলা শংকর

অন্যদিকে মুম্বইতে আটকে শ্রীনন্দা । কোরোনা পরিস্থিতির মধ্যে মুম্বই থেকে কলকাতায় আসতে পারছেন না তিনি । ঠাকুমাকে শেষবার দেখতে না পাওয়ায় আক্ষেপও প্রকাশ করেছেন ।

zf
নাতনির সঙ্গে অমলা শংকর

কলকাতা : প্রয়াত অমলা শংকর । বয়স হয়েছিল 101 বছর । আজ সকালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । সোশাল মিডিয়ায় খবরটি নিশ্চিত করেন তাঁর নাতনি শ্রীনন্দা শংকর ।


মাকে দুর্গা বলে সম্বোধন করতেন মেয়ে মমতা শংকর । ETV ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে । কিন্তু, মায়ের মৃত্যুতে অত্যন্ত ভেঙে পড়েছেন তিনি । ঠিক করে কথাও বলতে পারছেন না ।

sdf
মেয়ের সঙ্গে অমলা শংকর

অন্যদিকে মুম্বইতে আটকে শ্রীনন্দা । কোরোনা পরিস্থিতির মধ্যে মুম্বই থেকে কলকাতায় আসতে পারছেন না তিনি । ঠাকুমাকে শেষবার দেখতে না পাওয়ায় আক্ষেপও প্রকাশ করেছেন ।

zf
নাতনির সঙ্গে অমলা শংকর
Last Updated : Jul 24, 2020, 10:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.