ETV Bharat / sitara

Gangubai Kathiawadi look test : 'ইনশাল্লাহ' ছবির জন্য লুক টেস্ট দিয়ে গাঙ্গুবাঈয়ের চরিত্র পান আলিয়া - alia bhatt latest updates

আলিয়াকে বলা হয়েছিল সলমন খানের ছবি 'ইনশাল্লাহ'র জন্য লুক টেস্ট দিতে (Alia Gangubai Kathiawadi look test )৷ তিনি জানতেনই না গাঙ্গুবাঈয়ের জন্য় তাঁকে পরীক্ষা করছেন এসএলবি ৷

Gangubai Kathiawadi look tes
'ইনশাল্লাহ' ছবির জন্য লুক টেস্ট দিয়ে কী করে গাঙ্গুবাঈ হলেন আলিয়া
author img

By

Published : Mar 10, 2022, 8:39 PM IST

হায়দরাবাদ, 10 মার্চ : 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র জন্য আলিয়া ভাট এখন ভীষণ প্রশংসা কুড়োচ্ছেন ৷ গাঙ্গুবাঈয়ের মতো কঠিন চরিত্রে মিষ্টি আলিয়ার অভিনয় রীতিমত চমকে দিয়েছে সকলকে ৷ তবে এবার সামনে এল এই ছবি নিয়ে একটি চমকদার ট্রিভিয়া ৷

আলিয়াকে বলা হয়েছিল সলমন খানের ছবি 'ইনশাল্লাহ'র জন্য লুক টেস্ট দিতে ৷ সঞ্জয় লীলা বনশালি কিন্তু তাঁকে বলেননি তিনি তাঁকে সলমনের সঙ্গে কাজের জন্য নয় গাঙ্গুবাঈয়ের জন্য় লুক টেস্ট করতে চলেছেন (Alia Gangubai Kathiawadi look test)৷

Gangubai Kathiawadi look test
তিনি জানতেনই না গাঙ্গুবাঈয়ের জন্য় তাঁকে পরীক্ষা করছেন এসএলবি

সম্প্রতি আলিয়ার সঙ্গে একটি কথপোকথন চলাকালীন এই ঘটনার কথা তোলেন এসএলবি ৷ তিনি বলেন, "তোমার নিশ্চই মনে আছে 'ইনশাল্লাহ'র জন্য় কস্টিউম ট্রায়াল চলছিল ৷ আর আমি তোমায় বারবার তোমায় সাদা পরে আসতে বলেছিলাম ৷ তুমি প্রশ্নও করেছিলে সাদা শাড়ি কেন ? তারপর তোমাকে একটা লাল টিপও পরানো হল, চুলও বেঁধে দেওয়া হল ৷ ততক্ষণে তুমিও বুঝে গিয়েছিলে এটা 'ইনশাল্লাহ'র জন্য় নয় ৷ আসলে আমি মনে মনে গাঙ্গুবাঈয়ের লুক টেস্ট করছিলাম ৷ "

Gangubai Kathiawadi look test
সঞ্জয় লীলা বনশালি কিন্তু তাঁকে বলেননি তিনি তাঁকে সলমনের সঙ্গে কাজের জন্য নয় গাঙ্গুবাঈয়ের জন্য় লুক টেস্ট করতে চলেছেন

বনশালি আরও জানান, যখন পরে তিনি আলিয়ার নতুন এই লুকটির ফটোগ্রাফ দেখেন তখনই তিনি ঠিক করে নেন ইনিই হবেন তাঁর নতুন ছবির নায়িকা ৷

আরও পড়ুন : কবে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি, দিনক্ষণ জানালেন আদিত্য রায় কাপুর

গাঙ্গুবাঈ শুধু যে সমালোচকদের মন জয় করে নিয়েছে তা নয়, একইসঙ্গে ভাল ব্যবসা দিয়েছে বক্স অফিসেও ৷ ইতিমধ্যেই প্যানডেমিকের পর চতুর্থ ছবি হিসাবে একশ কোটির ক্লাবে নাম তুলে ফেলেছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'(Gangubai Kathiawadi Reaches the 100 cr Club) ৷

Gangubai Kathiawadi look test
আলিয়াকে বলা হয়েছিল সলমন খানের ছবি 'ইনশাল্লাহ'র জন্য লুক টেস্ট দিতে

হায়দরাবাদ, 10 মার্চ : 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র জন্য আলিয়া ভাট এখন ভীষণ প্রশংসা কুড়োচ্ছেন ৷ গাঙ্গুবাঈয়ের মতো কঠিন চরিত্রে মিষ্টি আলিয়ার অভিনয় রীতিমত চমকে দিয়েছে সকলকে ৷ তবে এবার সামনে এল এই ছবি নিয়ে একটি চমকদার ট্রিভিয়া ৷

আলিয়াকে বলা হয়েছিল সলমন খানের ছবি 'ইনশাল্লাহ'র জন্য লুক টেস্ট দিতে ৷ সঞ্জয় লীলা বনশালি কিন্তু তাঁকে বলেননি তিনি তাঁকে সলমনের সঙ্গে কাজের জন্য নয় গাঙ্গুবাঈয়ের জন্য় লুক টেস্ট করতে চলেছেন (Alia Gangubai Kathiawadi look test)৷

Gangubai Kathiawadi look test
তিনি জানতেনই না গাঙ্গুবাঈয়ের জন্য় তাঁকে পরীক্ষা করছেন এসএলবি

সম্প্রতি আলিয়ার সঙ্গে একটি কথপোকথন চলাকালীন এই ঘটনার কথা তোলেন এসএলবি ৷ তিনি বলেন, "তোমার নিশ্চই মনে আছে 'ইনশাল্লাহ'র জন্য় কস্টিউম ট্রায়াল চলছিল ৷ আর আমি তোমায় বারবার তোমায় সাদা পরে আসতে বলেছিলাম ৷ তুমি প্রশ্নও করেছিলে সাদা শাড়ি কেন ? তারপর তোমাকে একটা লাল টিপও পরানো হল, চুলও বেঁধে দেওয়া হল ৷ ততক্ষণে তুমিও বুঝে গিয়েছিলে এটা 'ইনশাল্লাহ'র জন্য় নয় ৷ আসলে আমি মনে মনে গাঙ্গুবাঈয়ের লুক টেস্ট করছিলাম ৷ "

Gangubai Kathiawadi look test
সঞ্জয় লীলা বনশালি কিন্তু তাঁকে বলেননি তিনি তাঁকে সলমনের সঙ্গে কাজের জন্য নয় গাঙ্গুবাঈয়ের জন্য় লুক টেস্ট করতে চলেছেন

বনশালি আরও জানান, যখন পরে তিনি আলিয়ার নতুন এই লুকটির ফটোগ্রাফ দেখেন তখনই তিনি ঠিক করে নেন ইনিই হবেন তাঁর নতুন ছবির নায়িকা ৷

আরও পড়ুন : কবে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি, দিনক্ষণ জানালেন আদিত্য রায় কাপুর

গাঙ্গুবাঈ শুধু যে সমালোচকদের মন জয় করে নিয়েছে তা নয়, একইসঙ্গে ভাল ব্যবসা দিয়েছে বক্স অফিসেও ৷ ইতিমধ্যেই প্যানডেমিকের পর চতুর্থ ছবি হিসাবে একশ কোটির ক্লাবে নাম তুলে ফেলেছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'(Gangubai Kathiawadi Reaches the 100 cr Club) ৷

Gangubai Kathiawadi look test
আলিয়াকে বলা হয়েছিল সলমন খানের ছবি 'ইনশাল্লাহ'র জন্য লুক টেস্ট দিতে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.