হায়দরাবাদ, 26 মার্চ : 11 মার্চ মুক্তির পর দুই সপ্তাহ পরেও এখনও জনপ্রিয়তা অটুট রয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির ৷ 15 কোটির একটি ছবি আপাতত 200 কোটির ক্লাবে ঢুকে পড়েছে ৷ বক্স অফিসে এর পরেও একাধিক রেকর্ড গড়বে 'দ্য কাশ্মীর ফাইলস' এমনটাই মনে করছেন বিশ্লেষকরা ৷ যার জেরে আয় বড় ধাক্কা খেয়েছে বহু ছবির ৷ তার মধ্য়েই একটি ছবি হল অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পান্ডে' (The Kashmir Files and Bachchan Pandey Business)৷
একটি সাক্ষাৎকারে এবার এই বিষয়ে মুখ খুললেন খিলাড়ি কুমারও ৷ বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস'-এর প্রশংসা করেই তিনি বলেন, "অক্ষয় কুমার বলেছিলেন যে বিবেক জি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর মাধ্যমে আমাদের দেশের একটি খুব বেদনাদায়ক সত্য তুলে ধরেছেন । ছবিটা একটা বিশাল ঢেউয়ের মত এসেছে, যা আমাদের সবাইকে নাড়া দিয়ে গেছে ৷ এটা আলাদা কথা যে এই ঢেউ আমার ছবিকেও ডুবিয়ে দিয়েছে ৷"
আরও পড়ুন : প্রথম দিনে 'বাহুবলী'কে টেক্কা দিতে ব্যর্থ 'আরআরআর'
বক্স অফিসের দৌড়ে 'দ্য কাশ্মীর ফাইলস' অক্ষয় কুমারের ছবি 'সূর্যবংশী'-কেও পিছনে ফেলে দিয়েছে । করোনা অতিমারির পরে, 'সূর্যবংশী' ছিল প্রথম ছবি, যা বক্স অফিসে 150 কোটি টাকার বেশি সংগ্রহ করেছিল । কিন্তু সেভাবে সফল হতে পারেনি 'বচ্চন পান্ডে' ৷ এখনও পর্যন্ত এই ছবির আয় হয়েছে মাত্র 50 কোটি টাকা ৷ আগামি দিনে 'আরআরআর'-এর সঙ্গেও লড়াই করতে হবে এই ছবিকে ৷ তাই এর যাত্রাপথ কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা ৷