ETV Bharat / sitara

Kajol Birthday : 47-এ কাজল, প্রিয়তমাকে আদুরে শুভেচ্ছা অজয়ের - অজয় দেবগণের খবর

47-এ পড়লেন অভিনেত্রী কাজল (Kajol) ৷ তাঁর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে কাজলকে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন অজয় দেবগণ (Ajay Devgan) ৷

Ajay Devgn's adorable wish for Kajol on her 47th birthday
47-এ কাজল, আদুরে পোস্টে মিষ্টি শুভেচ্ছা অজয়ের
author img

By

Published : Aug 5, 2021, 5:33 PM IST

মুম্বই, 5 অগস্ট : 47-এ পড়লেন বলিউডের অভিনেত্রী কাজল (Kajol) ৷ তাঁকে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা জানালেন হাবি অজয় দেবগণ (Ajay Devgn)৷ বিয়ের এত বছর পরও তাঁদের রিয়েল লাইফ কেমিস্ট্রিতে যে এতটুকুও আঁচড় লাগেনি, তা স্পষ্ট সেই আদুরে বার্তায় ৷

তারকা মহলে বিচ্ছেদের খবর নতুন কিছু নয় ৷ দিন কয়েক আগেই 15 বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন আমির খান ও কিরণ রাও ৷ বলিউডের পাশাপাশি টলিউডেও দাম্পত্য জীবন তেতো হয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান-সহ আরও অনেকের ৷ তবে এখনও পর্যন্ত সুখী দম্পতি হিসেবে যাঁরা পরিচিত, তাঁদের অন্যতম নিঃসন্দেহে অজয় দেবগণ ও কাজল ৷ বিয়ের 22 বছর পরও কাজলের জন্মদিনটা আজও স্পেশাল অজয় দেবগণের কাছে ৷

Ajay Devgn's adorable wish for Kajol on her 47th birthday
47-এ কাজল, আদুরে পোস্টে মিষ্টি শুভেচ্ছা অজয়ের

আরও পড়ুন: কিরণ ছাড়া জীবনটাই বৃথা, বলেছিলেন আমির ; আজ দু'জনের পথ দুদিকে

বৃহস্পতিবার তাঁর সঙ্গে কাজলের একটি সুন্দর মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন অজয় দেবগণ ৷ সেই ছবিতে কাজলকে হাবির কাঁধে নাক ঘষে এক গাল হাসতে দেখা গিয়েছে ৷ হাতে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন অজয় ৷ কোনও অনুষ্ঠানে অজয় তাঁর স্ত্রীর সম্পর্কে কিছু একটা বলার সময়ই হয়তো এ ভাবে জ্বলজ্বল করে উঠেছেন কাজল ৷ ছবির ক্যাপশনে অজয় লিখেছেন, "দীর্ঘ সময় ধরে তুমি আমার মুখে হাসি ধরে রাখতে সমর্থ হয়েছ ৷ শুভ জন্মদিন প্রিয়তমা কাজল ৷ তোমার মতোই এই দিনটাকেও স্পেশাল করার চেষ্টা করব ৷"

1995 সালে হালচালের সেটে প্রথম দেখা অজয় ও কাজলের ৷ একটি সাক্ষাৎকারে তানাজি স্টার জানিয়েছিলেন যে, তাঁরা একে-অপরের থেকে একেবারে আলাদা ৷ প্রথম দিকে তিনি কাজলকে পছন্দও করতেন না ৷ বাজিগর অভিনেত্রীকে নাকি তাঁর উদ্ধত ও খুব বাচাল বলে মনে হয়েছিল ৷ দ্বিতীয় বার কাজলের সঙ্গে আর দেখা করতেও চাননি তিনি ৷

আরও পড়ুন: ইন্দিরা গান্ধির চরিত্রে লারা দত্ত ? বেল বটমের ট্রেলারে তাজ্জব নেটিজেন

কাজলের আবার অজয়কে প্রথম দর্শনে মনে হয়েছিল নাক উঁচু একটা মানুষ ৷ তবে পরে একটি চ্যাট শোতে কাজল বলেন, "পরের দু‘বছর আমরা কখনও একসঙ্গে কোথাও যায়নি ৷ কারণ আমার একজন বয়ফ্রেন্ড ছিল, ওরও গার্লফ্রেন্ড ছিল ৷ আমরা শুধু বন্ধু ছিলাম ৷ তবে দু‘বছর পর যখন আমাদের সম্পর্কগুলো ভেঙে যায়, তখন আমরা একে-অপরের সঙ্গে দেখা করা শুরু করি ৷" 1999 সালে 24 ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই সেলেব দম্পতি ৷ এমন একটা সময়ে, যখন রিল লাইফে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে শাহরুখ খান ও কাজলের জুটি ৷

মুম্বই, 5 অগস্ট : 47-এ পড়লেন বলিউডের অভিনেত্রী কাজল (Kajol) ৷ তাঁকে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা জানালেন হাবি অজয় দেবগণ (Ajay Devgn)৷ বিয়ের এত বছর পরও তাঁদের রিয়েল লাইফ কেমিস্ট্রিতে যে এতটুকুও আঁচড় লাগেনি, তা স্পষ্ট সেই আদুরে বার্তায় ৷

তারকা মহলে বিচ্ছেদের খবর নতুন কিছু নয় ৷ দিন কয়েক আগেই 15 বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন আমির খান ও কিরণ রাও ৷ বলিউডের পাশাপাশি টলিউডেও দাম্পত্য জীবন তেতো হয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান-সহ আরও অনেকের ৷ তবে এখনও পর্যন্ত সুখী দম্পতি হিসেবে যাঁরা পরিচিত, তাঁদের অন্যতম নিঃসন্দেহে অজয় দেবগণ ও কাজল ৷ বিয়ের 22 বছর পরও কাজলের জন্মদিনটা আজও স্পেশাল অজয় দেবগণের কাছে ৷

Ajay Devgn's adorable wish for Kajol on her 47th birthday
47-এ কাজল, আদুরে পোস্টে মিষ্টি শুভেচ্ছা অজয়ের

আরও পড়ুন: কিরণ ছাড়া জীবনটাই বৃথা, বলেছিলেন আমির ; আজ দু'জনের পথ দুদিকে

বৃহস্পতিবার তাঁর সঙ্গে কাজলের একটি সুন্দর মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন অজয় দেবগণ ৷ সেই ছবিতে কাজলকে হাবির কাঁধে নাক ঘষে এক গাল হাসতে দেখা গিয়েছে ৷ হাতে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন অজয় ৷ কোনও অনুষ্ঠানে অজয় তাঁর স্ত্রীর সম্পর্কে কিছু একটা বলার সময়ই হয়তো এ ভাবে জ্বলজ্বল করে উঠেছেন কাজল ৷ ছবির ক্যাপশনে অজয় লিখেছেন, "দীর্ঘ সময় ধরে তুমি আমার মুখে হাসি ধরে রাখতে সমর্থ হয়েছ ৷ শুভ জন্মদিন প্রিয়তমা কাজল ৷ তোমার মতোই এই দিনটাকেও স্পেশাল করার চেষ্টা করব ৷"

1995 সালে হালচালের সেটে প্রথম দেখা অজয় ও কাজলের ৷ একটি সাক্ষাৎকারে তানাজি স্টার জানিয়েছিলেন যে, তাঁরা একে-অপরের থেকে একেবারে আলাদা ৷ প্রথম দিকে তিনি কাজলকে পছন্দও করতেন না ৷ বাজিগর অভিনেত্রীকে নাকি তাঁর উদ্ধত ও খুব বাচাল বলে মনে হয়েছিল ৷ দ্বিতীয় বার কাজলের সঙ্গে আর দেখা করতেও চাননি তিনি ৷

আরও পড়ুন: ইন্দিরা গান্ধির চরিত্রে লারা দত্ত ? বেল বটমের ট্রেলারে তাজ্জব নেটিজেন

কাজলের আবার অজয়কে প্রথম দর্শনে মনে হয়েছিল নাক উঁচু একটা মানুষ ৷ তবে পরে একটি চ্যাট শোতে কাজল বলেন, "পরের দু‘বছর আমরা কখনও একসঙ্গে কোথাও যায়নি ৷ কারণ আমার একজন বয়ফ্রেন্ড ছিল, ওরও গার্লফ্রেন্ড ছিল ৷ আমরা শুধু বন্ধু ছিলাম ৷ তবে দু‘বছর পর যখন আমাদের সম্পর্কগুলো ভেঙে যায়, তখন আমরা একে-অপরের সঙ্গে দেখা করা শুরু করি ৷" 1999 সালে 24 ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই সেলেব দম্পতি ৷ এমন একটা সময়ে, যখন রিল লাইফে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে শাহরুখ খান ও কাজলের জুটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.