ETV Bharat / sitara

Aishwarya Rai: ঐশ্বর্য কি গর্ভবতী ? ভাইরাল ভিডিয়োয় স্পষ্ট বেবি বাম্প ! - ঐশ্বর্য রাই বচ্চন

সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তাঁর গর্ভবতী হওয়ার গুঞ্জন ছড়িয়েছে সোশ্যল মিডিয়ায় ৷

aishwarya-rais-airport-appearance-sparks-pregnancy-rumours-video
ঐশ্বর্য কি গর্ভবতী ? ভাইরাল ভিডিয়োয় স্পষ্ট বেবি বাম্প !
author img

By

Published : Aug 23, 2021, 5:27 PM IST

Updated : Aug 23, 2021, 9:03 PM IST

কলকাতা, 23 অগস্ট : নুসরত জাহানের প্রেগন্যান্সি (Aishwarya Rai Bachchan Pregnant?) নিয়ে দীর্ঘ জল্পনার অধ্যায় চলেছে টলিউডে ৷ অভিনেত্রী নিজে এ বিষয়ে মুখ না-খুললেও প্রকাশ্যে এসেছে তাঁর বেবি বাম্পের ছবি ৷ এ বার কি সুখবর আসতে চলেছে বলিউডের থেকে ? বচ্চন পরিবারে কি আসছে নতুন অতিথি ? বলিউডে জোর গুঞ্জন, মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ৷ সম্প্রতি অভিষেক-পত্নীর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই এই নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে ৷

22 অগস্ট মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে দেখা যায় 47 বছরের অভিনেত্রীকে ৷ তাঁর সঙ্গে ছিল 9 বছরের কন্যা আরাধ্যাও ৷ কালো রঙের পোশাকে মা-মেয়ে দু‘জনেই ছিলেন নজরকাড়া ৷ তবে অনেকেই সেই ভিডিয়ো দেখে বলছেন, বচ্চন-বধূর বেবি বাম্প সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ যেটি দেখে অভিষেক ও ঐশ্বর্যর দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে একপ্রকার নিশ্চিত নেট নাগরিকরা ৷

আরও পড়ুন: Afghanistan: 20 বছর আগে কাবুল থেকে পালিয়ে আসার স্মৃতিচারণ অভিনেত্রী ওয়ারিনার

কর্মক্ষেত্রে শেষ ঐশ্বর্যকে বড়পর্দায় দেখা গিয়েছে 2018 সালে ৷ অতুল মঞ্জরেকরের ফ্যানি খানে (Fanney Khan) একজন গায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ সেই ফিল্মে ছিলেন রাজকুমার রাও ও অনিল কাপুরও ৷

ঐশ্বর্য কি গর্ভবতী ?

আরও পড়ুন: Leander Paes : এবার ডিনার ডেট, কিমের সঙ্গে সম্পর্কে সিলমোহর লিয়েন্ডারের ?

সামনের বছর মুক্তি পাচ্ছে তাঁর পরবর্তী ফিল্ম মণি রত্নমের পোন্নিয়িন সেলভান (Ponniyin Selvan) ৷ তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন বিক্রম, কার্তি, ত্রিশা কৃষ্ণণ, প্রকাশ রাজের মতো অভিনেতারা ৷ 1955 সালে কল্কি কৃষ্ণমূর্তির নভেল পোন্নিয়িন সেলভান নিয়ে তৈরি এই ফিল্ম ৷ তবে জল্পনা সত্যি হলে কিছুদিনের বিরতি নিতে হবে প্রাক্তন বিশ্বসুন্দরীকে ৷ সত্যিই তিনি অন্তঃসত্ত্বা কি না, তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাঁর অনুরাগীদের ৷

আরও পড়ুন: Leander Paes : এবার ডিনার ডেট, কিমের সঙ্গে সম্পর্কে সিলমোহর লিয়েন্ডারের ?

এ দিকে, অসুস্থ বলিউড অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-ও । রবিবার রাতে অভিষেককে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিষেককে দেখতে আজ হাসপাতালে যান অমিতাভ (Amitabh Bachchan) ও বোন শ্বেতা ।

কলকাতা, 23 অগস্ট : নুসরত জাহানের প্রেগন্যান্সি (Aishwarya Rai Bachchan Pregnant?) নিয়ে দীর্ঘ জল্পনার অধ্যায় চলেছে টলিউডে ৷ অভিনেত্রী নিজে এ বিষয়ে মুখ না-খুললেও প্রকাশ্যে এসেছে তাঁর বেবি বাম্পের ছবি ৷ এ বার কি সুখবর আসতে চলেছে বলিউডের থেকে ? বচ্চন পরিবারে কি আসছে নতুন অতিথি ? বলিউডে জোর গুঞ্জন, মা হতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ৷ সম্প্রতি অভিষেক-পত্নীর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই এই নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে ৷

22 অগস্ট মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে দেখা যায় 47 বছরের অভিনেত্রীকে ৷ তাঁর সঙ্গে ছিল 9 বছরের কন্যা আরাধ্যাও ৷ কালো রঙের পোশাকে মা-মেয়ে দু‘জনেই ছিলেন নজরকাড়া ৷ তবে অনেকেই সেই ভিডিয়ো দেখে বলছেন, বচ্চন-বধূর বেবি বাম্প সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ যেটি দেখে অভিষেক ও ঐশ্বর্যর দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে একপ্রকার নিশ্চিত নেট নাগরিকরা ৷

আরও পড়ুন: Afghanistan: 20 বছর আগে কাবুল থেকে পালিয়ে আসার স্মৃতিচারণ অভিনেত্রী ওয়ারিনার

কর্মক্ষেত্রে শেষ ঐশ্বর্যকে বড়পর্দায় দেখা গিয়েছে 2018 সালে ৷ অতুল মঞ্জরেকরের ফ্যানি খানে (Fanney Khan) একজন গায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ সেই ফিল্মে ছিলেন রাজকুমার রাও ও অনিল কাপুরও ৷

ঐশ্বর্য কি গর্ভবতী ?

আরও পড়ুন: Leander Paes : এবার ডিনার ডেট, কিমের সঙ্গে সম্পর্কে সিলমোহর লিয়েন্ডারের ?

সামনের বছর মুক্তি পাচ্ছে তাঁর পরবর্তী ফিল্ম মণি রত্নমের পোন্নিয়িন সেলভান (Ponniyin Selvan) ৷ তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন বিক্রম, কার্তি, ত্রিশা কৃষ্ণণ, প্রকাশ রাজের মতো অভিনেতারা ৷ 1955 সালে কল্কি কৃষ্ণমূর্তির নভেল পোন্নিয়িন সেলভান নিয়ে তৈরি এই ফিল্ম ৷ তবে জল্পনা সত্যি হলে কিছুদিনের বিরতি নিতে হবে প্রাক্তন বিশ্বসুন্দরীকে ৷ সত্যিই তিনি অন্তঃসত্ত্বা কি না, তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাঁর অনুরাগীদের ৷

আরও পড়ুন: Leander Paes : এবার ডিনার ডেট, কিমের সঙ্গে সম্পর্কে সিলমোহর লিয়েন্ডারের ?

এ দিকে, অসুস্থ বলিউড অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-ও । রবিবার রাতে অভিষেককে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিষেককে দেখতে আজ হাসপাতালে যান অমিতাভ (Amitabh Bachchan) ও বোন শ্বেতা ।

Last Updated : Aug 23, 2021, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.