হায়দরাবাদ, 3 মার্চ : প্রায় বছর চারেক বাদে বড় পর্দায় ফিরতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল 2018 সালে 'ফান্নে খান' ছবিতে ৷ এবার অনুরাগীদের জন্য সুখবর নিয়ে এলেন তিনি ৷ এবছরের সেপ্টেম্বরেই নতুন ছবি দিয়ে ধামাকেদার কামব্যক করতে চলেছেন অভিনেত্রী (Aishwariya's new flim Ponniyin Selvan) ৷ মনিরত্নম পরিচালিত নতুন ছবি পিএস-1 বা "পোন্নিয়ান সেলভান"-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঐশ্বর্যকে ৷
সম্প্রতি সামনে এসেছে ছবির কলাকুশলী বিক্রম, জয়ম রবি, কার্তি, ঐশ্বর্য রাই বচ্চন এবং ত্রিশার ফার্স্ট লুক ৷ নির্মাতাদের তরফে ছবির বেশ কয়েকটি পোস্টার শেয়ার করে জানানো হয়েছে আগামী 30 সেপ্টেম্বর পর্দায় মুক্তি পেতে চলেছে "পোন্নিয়ান সেলভান" ৷ বুধবার নিজের পোস্টার শেয়ার করেছেন ঐশ্বর্যও ৷ ইনস্টাগ্রামে তিনি লেখেন, "30 সেপ্টেম্বর বড় পর্দায় ফিরতে চলেছে স্বর্ণযুগ !"
আরও পড়ুন: ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় রিল রানু, রিয়েল রানু এবং অন্যান্যরা
দশম শতাব্দীর চোল সাম্রাজ্যের কাহিনির উপর ভিত্তি করে গড়ে উঠেছে নতুন এই ছবির গল্প ৷ ছবিতে সামনে আসতে চলেছে পরিবারের বিভিন্ন শাখাপ্রশাখার মধ্য়ে তৈরি হওয়া ক্ষমতা দখলের লড়াই ৷ মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পেতে চলেছে ৷