ETV Bharat / sitara

NRS কাণ্ডের প্রেক্ষাপটে অগ্নিদেবের নতুন ছবি 'চোর'

NRS-এ রোগীমৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্যের চিকিৎসা ব্যবস্থা । সেই প্রেক্ষাপটেই পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'চোর' । ছবিতে রাজেশ শর্মা ও খরাজ মুখোপাধ্যায়ের অভিনয়ের সম্ভাবনার কথা জানালেন পরিচালক ।

চোর
author img

By

Published : Sep 5, 2019, 7:29 PM IST

কলকাতা : কয়েকমাস আগে নীলরতন সরকার হাসপাতালে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা । সেই ঘটনার প্রেক্ষাপটেই নতুন ছবি আনছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় । ছবির নাম 'চোর'। ছবি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন অগ্নিদেব ।

অগ্নিদেব বলেন, "আমরা যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি, এখন আমাদের যা সমাজ ব্যবস্থা, সেখানে আমার মনে হচ্ছে যে, ভুল এবং ঠিকের মাঝখানের লাইনটা কোথাও মুছে গেছে । সামাজিক জীব হিসেবে সকলেই কলুষিত । পুরো সিস্টেমটাই একটা কোরাপশনের দিকে হাঁটছে । সেই জায়গা থেকেই আমার ছবিটা করার ইচ্ছে হয়েছে । আজকের দিনে দাঁড়িয়ে সবাই আমরা চোর হয়ে গেছি । সবাই চোর । এই সিস্টেমের অঙ্গ হয়ে গেছি সবাই । যেখানে চুরি করা খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে । এত চাহিদা বেড়ে যাচ্ছে সকলের, সেখানে নীতিবোধ আর থাকছে না ।"

তিনি আরও বলেন, "টাকাই সবচেয়ে বড় ধর্ম হয়ে যাচ্ছে । তাই এই ছবিটা তৈরি করছি । তাই এমন একটা নামকরণ করা হয়েছে ছবির । বড় চোর বা যারা ডাকাত দেশকে লুটে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কিছু করতে পারছি না । আমাদের চেয়ে যারা দুর্বল মানুষ, যাদেরকে ধরতে পারা যাচ্ছে, সেরকম মানুষকে ধরে তাদের উপরই যতরকমের ফ্রাস্ট্রেশন বের করা হচ্ছে । একটা খুব সাধারণ গল্প বলা হচ্ছে ছবিতে । একজন ডাক্তার পাম্প চোর ধরে এবং তাকে থানায় জমা দিতে যা য়। সেখানে গিয়ে দেখে সেটা একটা অসম্ভব কাজ হয়ে দাঁড়াচ্ছে ।"

অগ্নিদেব আরও জানান, ছবির শুটিং সম্পূর্ণটাই হচ্ছে কলকাতায় । তিনি নিজেই ছবির প্রযোজক । প্রধান দুই চরিত্রে অভিনয় করতে পারেন রাজেশ শর্মা এবং খরাজ মুখোপাধ্যায় । তেমন ইচ্ছের কথাই জানালেন অগ্নিদেব ।

কলকাতা : কয়েকমাস আগে নীলরতন সরকার হাসপাতালে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা । সেই ঘটনার প্রেক্ষাপটেই নতুন ছবি আনছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় । ছবির নাম 'চোর'। ছবি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন অগ্নিদেব ।

অগ্নিদেব বলেন, "আমরা যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি, এখন আমাদের যা সমাজ ব্যবস্থা, সেখানে আমার মনে হচ্ছে যে, ভুল এবং ঠিকের মাঝখানের লাইনটা কোথাও মুছে গেছে । সামাজিক জীব হিসেবে সকলেই কলুষিত । পুরো সিস্টেমটাই একটা কোরাপশনের দিকে হাঁটছে । সেই জায়গা থেকেই আমার ছবিটা করার ইচ্ছে হয়েছে । আজকের দিনে দাঁড়িয়ে সবাই আমরা চোর হয়ে গেছি । সবাই চোর । এই সিস্টেমের অঙ্গ হয়ে গেছি সবাই । যেখানে চুরি করা খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে । এত চাহিদা বেড়ে যাচ্ছে সকলের, সেখানে নীতিবোধ আর থাকছে না ।"

তিনি আরও বলেন, "টাকাই সবচেয়ে বড় ধর্ম হয়ে যাচ্ছে । তাই এই ছবিটা তৈরি করছি । তাই এমন একটা নামকরণ করা হয়েছে ছবির । বড় চোর বা যারা ডাকাত দেশকে লুটে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কিছু করতে পারছি না । আমাদের চেয়ে যারা দুর্বল মানুষ, যাদেরকে ধরতে পারা যাচ্ছে, সেরকম মানুষকে ধরে তাদের উপরই যতরকমের ফ্রাস্ট্রেশন বের করা হচ্ছে । একটা খুব সাধারণ গল্প বলা হচ্ছে ছবিতে । একজন ডাক্তার পাম্প চোর ধরে এবং তাকে থানায় জমা দিতে যা য়। সেখানে গিয়ে দেখে সেটা একটা অসম্ভব কাজ হয়ে দাঁড়াচ্ছে ।"

অগ্নিদেব আরও জানান, ছবির শুটিং সম্পূর্ণটাই হচ্ছে কলকাতায় । তিনি নিজেই ছবির প্রযোজক । প্রধান দুই চরিত্রে অভিনয় করতে পারেন রাজেশ শর্মা এবং খরাজ মুখোপাধ্যায় । তেমন ইচ্ছের কথাই জানালেন অগ্নিদেব ।

Intro:মাস কয়েক আগে নীলরতন সরকার হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা। সেই ঘটনার প্রেক্ষাপটেই পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরবর্তী ছবি 'চোর'। ছবি সম্পর্কে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন অগ্নিদেব।


Body:অগ্নিদেব বললেন, " আমরা যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি, এখন আমাদের যা সমাজ ব্যবস্থা, সেখানে আমার মনে হচ্ছে, যে ভুল এবং ঠিকের মাঝখানের লাইনটা কোথাও মুছে গেছে। সামাজিক জীব হিসেবে সকলেই কলুষিত। পুরো সিস্টেমটাই একটা কোরাপশনের দিকে হাঁটছে। সেই জায়গা থেকেই ছবিতে আমার করার ইচ্ছে হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সবাই আমরা চোর হয়ে গেছি। বড় চোর, ছোটো চোরের পর্যায়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সবাই চোর। এই সিস্টেমের অঙ্গ হয়ে গেছি সবাই। যেখানে চুরি করা খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এত চাহিদা বেড়ে যাচ্ছে সকলের, কনজিউমারিজম বেড়ে যাচ্ছে, সেখানে নীতিবোধ আর থাকছে না। টাকাই সবচেয়ে বড় ধর্ম হয়ে যাচ্ছে। তাই এই ছবিটা তৈরি করছি। তাই এমন একটা নামকরণ হয়েছে ছবির। বড় চোর বা যারা ডাকাত, দেশকে লুটে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কিছু করতে পারছি না। আমাদের চেয়ে যারা দুর্বল মানুষ, যাদেরকে ধরতে পারা যাচ্ছে, সেরকম মানুষকে ধরেই, তাদের উপরই যতরকমের ফ্রাস্ট্রেশন বের করা হচ্ছে। একটা খুব সাধারণ গল্প বলা হচ্ছে ছবিতে। একজন ডাক্তার পাম্প চোর ধরে এবং তাকে থানায় জমা দিতে যায়। সেখানে গিয়ে দেখে, সেটা একটা অসম্ভব কাজ হয়ে দাঁড়াচ্ছে।"




Conclusion:অগ্নিদেব আরও জানালেন, ছবির শুটিং সম্পূর্ণটাই হচ্ছে কলকাতায়। তিনি নিজেই ছবির প্রযোজক। প্রধান দুই চরিত্রে অভিনয় করতে পারেন রাজেশ শর্মা এবং খরাজ মুখোপাধ্যায়, তেমনটাই ইচ্ছে অগ্নিদেবের।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.