ETV Bharat / sitara

Saswata Chatterjee says no to Karan Johar: পরমব্রতর পর করণের বিগ বাজেটের অফারে 'না' শাশ্বতর - শাশ্বত চট্টোপাধ্যায়ের খবর

পরম চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee Did not accept Karan Johar's offer) করণ জোহরের (Karan Johar Film) অফার ফিরিয়েছিলেন ৷ এ বার তা করলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee News)।

after-parambrata-chatterjee-now-saswata-chatterjee-says-no-to-karan-johar-for-his-big-budget-film
পরমব্রতর পর করণের বিগ বাজেটের অফারে 'না' শাশ্বতর
author img

By

Published : Nov 23, 2021, 10:28 PM IST

কলকাতা, 23 নভেম্বর: পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee Did not accept Karan Johar's offer) পর এবার করণ জোহরের (Karan Johar Film) কাছ থেকে আসা বিগ বাজেটের অফার ফেরালেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee News)। ভিলেন হয়ে দাঁড়াল নাচ।

একের পর এক হিন্দি কাজে ব্যস্ত হয়ে পড়ছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee says no to Karan Johar)। এই মুহূর্তে পরিচালক প্রতিম ডি গুপ্তর পরিচালনায় নেটফ্লিক্সের ছবি 'টুথ পরী'-র শুটিংয়ের কাজে মুম্বইতেই রয়েছেন টলিউডে সকলের প্রিয় অপুদা । এরই মাঝে চাউর হল আরেকটি খবর । তিনি নাকি করণ জোহরের কাছ থেকে পাওয়া 'রকি অউর রানি কী প্রেম কাহিনি' ছবিতে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ।

কারণ কী ? সূত্রের খবর, এই ছবিতে তাঁকে নাকি ভরতনাট্যম নাচতে হত । আর এই নাচ ব্যাপারটা তাঁর আসে না । কোনওকালেই সে রকম কোনও দৃশ্যে দেখা যায়নি তাঁকে । তাই বলিউডের বড় কাজ ফিরিয়ে দিলেন তিনি । ও দিকে কঙ্গনা রানাওয়াতের পরবর্তী ছবি ‘ধকড়’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত ।
রণবীর সিং এবং আলিয়া ভাটের সঙ্গে করণের ছবিতে অনেক সিকোয়েন্স নাকি ছিল তাঁর । সেই সবকিছু নাকচ করেছেন ওই নাচের কারণে, সংবাদ মাধ্যমকে নিজেই জানিয়েছেন সেই কথা । নাচের ব্যাপারটা পাঁচিল হয়ে না-দাঁড়ালে কাজটা করতে দারুণ উৎসুক ছিলেন তিনি ।

আরও পড়ুন: Ajay Devgn completes 30 years in films: ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর, অজয়কে অভিনন্দন অমিতাভ-অক্ষয়ের

আগেই জানা গিয়েছিল, এই ছবিতে অভিনয় করার কথা পরমব্রত চট্টোপাধ্যায়েরও । তিনিও নাকচ করে দিয়েছিলেন সেই প্রস্তাব । কারণ হিসেবে জানিয়েছিলেন, করণ জোহর যে চরিত্রটা তাঁকে অফার করেছিলেন সেটায় তাঁর বিশেষ কিছু করার নেই । এই মুহূর্তে তিনি কেরিয়ারের যে পর্যায়ে দাঁড়িয়ে, সেখানে করণের দেওয়া চরিত্রটিতে অভিনয় করাটা ঠিক মনে হয়নি অভিনেতার । ছবির চিত্রনাট্য ভাল হওয়া সত্ত্বেও তিনি এই ছবিতে অভিনয় করছেন না । এ বার তাঁর পথেই হাঁটলেন টলিউডের আরেক দাপুটে অভিনেতা ।

আরও পড়ুন: Bob Biswas Trailer Reaction : 'বব বিশ্বাস'-এর ট্রেলার নিয়ে দু'ভাগ টলিপাড়া

করণের এই ছবিতে অবশ্য রণবীর-আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে টলিউডের দুই সফল অভিনেতা টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে ৷

কলকাতা, 23 নভেম্বর: পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee Did not accept Karan Johar's offer) পর এবার করণ জোহরের (Karan Johar Film) কাছ থেকে আসা বিগ বাজেটের অফার ফেরালেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee News)। ভিলেন হয়ে দাঁড়াল নাচ।

একের পর এক হিন্দি কাজে ব্যস্ত হয়ে পড়ছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee says no to Karan Johar)। এই মুহূর্তে পরিচালক প্রতিম ডি গুপ্তর পরিচালনায় নেটফ্লিক্সের ছবি 'টুথ পরী'-র শুটিংয়ের কাজে মুম্বইতেই রয়েছেন টলিউডে সকলের প্রিয় অপুদা । এরই মাঝে চাউর হল আরেকটি খবর । তিনি নাকি করণ জোহরের কাছ থেকে পাওয়া 'রকি অউর রানি কী প্রেম কাহিনি' ছবিতে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ।

কারণ কী ? সূত্রের খবর, এই ছবিতে তাঁকে নাকি ভরতনাট্যম নাচতে হত । আর এই নাচ ব্যাপারটা তাঁর আসে না । কোনওকালেই সে রকম কোনও দৃশ্যে দেখা যায়নি তাঁকে । তাই বলিউডের বড় কাজ ফিরিয়ে দিলেন তিনি । ও দিকে কঙ্গনা রানাওয়াতের পরবর্তী ছবি ‘ধকড়’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত ।
রণবীর সিং এবং আলিয়া ভাটের সঙ্গে করণের ছবিতে অনেক সিকোয়েন্স নাকি ছিল তাঁর । সেই সবকিছু নাকচ করেছেন ওই নাচের কারণে, সংবাদ মাধ্যমকে নিজেই জানিয়েছেন সেই কথা । নাচের ব্যাপারটা পাঁচিল হয়ে না-দাঁড়ালে কাজটা করতে দারুণ উৎসুক ছিলেন তিনি ।

আরও পড়ুন: Ajay Devgn completes 30 years in films: ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর, অজয়কে অভিনন্দন অমিতাভ-অক্ষয়ের

আগেই জানা গিয়েছিল, এই ছবিতে অভিনয় করার কথা পরমব্রত চট্টোপাধ্যায়েরও । তিনিও নাকচ করে দিয়েছিলেন সেই প্রস্তাব । কারণ হিসেবে জানিয়েছিলেন, করণ জোহর যে চরিত্রটা তাঁকে অফার করেছিলেন সেটায় তাঁর বিশেষ কিছু করার নেই । এই মুহূর্তে তিনি কেরিয়ারের যে পর্যায়ে দাঁড়িয়ে, সেখানে করণের দেওয়া চরিত্রটিতে অভিনয় করাটা ঠিক মনে হয়নি অভিনেতার । ছবির চিত্রনাট্য ভাল হওয়া সত্ত্বেও তিনি এই ছবিতে অভিনয় করছেন না । এ বার তাঁর পথেই হাঁটলেন টলিউডের আরেক দাপুটে অভিনেতা ।

আরও পড়ুন: Bob Biswas Trailer Reaction : 'বব বিশ্বাস'-এর ট্রেলার নিয়ে দু'ভাগ টলিপাড়া

করণের এই ছবিতে অবশ্য রণবীর-আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে টলিউডের দুই সফল অভিনেতা টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.