ETV Bharat / sitara

আলিবাগ নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন আদিত্য নারায়ণ - আদিত্য নারায়ণ

ইন্ডিয়ান আইডল 2-তে আলিবাগ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অনুষ্ঠানের উপস্থাপক আদিত্য নারায়ণ ৷ ফেসবুকে পোস্ট করে ক্ষমা চেয়েছেন তিনি ৷

aditya-narayan-apologises-for-his-controversial-remarks-on-alibaug
আলিবাগ নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন আদিত্য নারায়ণ
author img

By

Published : May 25, 2021, 7:03 PM IST

মুম্বই, 25 মে : আলিবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য ক্ষমা চাইলেন ইন্ডিয়ান আইডল 12-র উপস্থাপক তথা অভিনেতা আদিত্য নারায়ণ ৷ ফেসবুকে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি ৷

এমএনএস-এর ফিল্ম শাখা মহারাষ্ট্র নবনির্মাণ চিত্রপম সেনা তাঁকে 'তাঁর ঔদ্ধত্য' কমানোর পরামর্শ দিয়েছিল এবং সেটা করতে না-পারলে তার ফল খুব খারাপ হবে বলে হুমকিও দিয়েছিল তারা ৷ এই হুমকির পর ফেসবুকে আদিত্য ক্ষমা চেয়ে লেখেন, "অনুষ্ঠানের একটি এপিসোডে আলিবাগ নিয়ে মন্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি ৷ ওই মন্তব্য বহু মানুষের আবেগে আঘাত করেছে ৷ সে জন্য আমি দুঃখিত ৷ আমি কারওকে অপমান করতে চাইনি ৷ আমি আলিবাগকে ও তার অধিবাসীদের ভালোবাসি ৷ আমি ওই এলাকার সঙ্গে জড়িতও ৷ আলিবাগ ও সেখানকার মানুষদের জন্য আমি গর্বিত ৷"

আরও পড়ুন: তখতে তছনছ ময়দানের সেট, মন খারাপ বনি কাপুরের

সম্প্রতি ইন্ডিয়ান আইডল 2-এর একটি এপিসোডে এক অংশগ্রহণকারীর পারফরম্যান্সের পর আদিত্য তাঁকে বলেছিলেন, "এখানে আসার আগে তোমার শিখে আসা উচিত ছিল ৷ তুমি কী মনে করো, আমরা এখানে আলিবাগ থেকে আসছি ?" এই মন্তব্যের পরই ওঠে বিতর্কের ঝড় ৷

মুম্বই, 25 মে : আলিবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য ক্ষমা চাইলেন ইন্ডিয়ান আইডল 12-র উপস্থাপক তথা অভিনেতা আদিত্য নারায়ণ ৷ ফেসবুকে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি ৷

এমএনএস-এর ফিল্ম শাখা মহারাষ্ট্র নবনির্মাণ চিত্রপম সেনা তাঁকে 'তাঁর ঔদ্ধত্য' কমানোর পরামর্শ দিয়েছিল এবং সেটা করতে না-পারলে তার ফল খুব খারাপ হবে বলে হুমকিও দিয়েছিল তারা ৷ এই হুমকির পর ফেসবুকে আদিত্য ক্ষমা চেয়ে লেখেন, "অনুষ্ঠানের একটি এপিসোডে আলিবাগ নিয়ে মন্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি ৷ ওই মন্তব্য বহু মানুষের আবেগে আঘাত করেছে ৷ সে জন্য আমি দুঃখিত ৷ আমি কারওকে অপমান করতে চাইনি ৷ আমি আলিবাগকে ও তার অধিবাসীদের ভালোবাসি ৷ আমি ওই এলাকার সঙ্গে জড়িতও ৷ আলিবাগ ও সেখানকার মানুষদের জন্য আমি গর্বিত ৷"

আরও পড়ুন: তখতে তছনছ ময়দানের সেট, মন খারাপ বনি কাপুরের

সম্প্রতি ইন্ডিয়ান আইডল 2-এর একটি এপিসোডে এক অংশগ্রহণকারীর পারফরম্যান্সের পর আদিত্য তাঁকে বলেছিলেন, "এখানে আসার আগে তোমার শিখে আসা উচিত ছিল ৷ তুমি কী মনে করো, আমরা এখানে আলিবাগ থেকে আসছি ?" এই মন্তব্যের পরই ওঠে বিতর্কের ঝড় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.