ETV Bharat / sitara

Shilpa Shetty: "আমি ভুল করেছি", ইঙ্গিতবাহী পোস্টে কী বলতে চাইলেন শিল্পা ? - রাজ কুন্দ্রা

পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) গ্রেফতার হন ৷ এই বিষয়ে কি ভুল স্বীকার করে নিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)৷

actress shilpa-shetty-shares-cryptic-note-on-making-mistakes-in-life
"আমি ভুল করেছি", ইঙ্গিতবাহী পোস্টে কী বলতে চাইলেন শিল্পা ?
author img

By

Published : Aug 27, 2021, 7:34 PM IST

কলকাতা, 27 অগস্ট: পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) গ্রেফতার হয়েছেন তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ নাম জড়িয়েছে অভিনেত্রী শিল্পা শেট্টিরও (Shilpa Shetty) ৷ উঠে এসেছে একের পর এক অভিযোগ ৷ এত কাণ্ডের পর কিছুদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও আবারও কাজে যোগ দিয়েছেন অভিনেত্রী ৷ এ বার কি তিনি ভুল স্বীকার করে নিলেন ? ইঙ্গিতবাহী একটি পোস্টে সেই বার্তাই দিলেন বাজিগর গার্ল ৷

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সোফিয়া লোরেনের (Sophia Loren) বই থেকে কয়েকটি পংক্তি তুলে ধরেছেন তিনি ৷ তাতে লেখা রয়েছে, "আমরা ছোট ছোট ভুল না করলে আমাদের ঘটনাবহুল জীবন তৈরি হবে না ৷ তবে আশা করব যে সেই ভুল যেন মারাত্মক না-হয় বা সেটি যেন কারওকে আঘাত না-করে ৷ তবে কিছু ভুল তো হয়ই ৷"

আরও পড়ুন: Chehre: মুক্তি পেল চেহরে, নজরকাড়া ইমরান; বিনা পয়সায় অভিনয় করেছেন অমিতাভ

শিল্পার বার্তায় আরও লেখা রয়েছে, "আমরা আমাদের ভুলগুলিকে ভুলে যেতে চাই অথবা আমাদের সবচেয়ে আকর্ষণীয়, চ্যালেঞ্জিং এবং উদ্দীপক অভিজ্ঞতা হিসেবে সেগুলিকে দেখতে পারি ৷ সেই ভুল নিজেদের বলে নয়, ভুলগুলি থেকে আমরা শেখার চেষ্টা করছি ৷" এই পোস্টের সঙ্গে একটি অ্যানিমেটেড স্টিকারও দিয়েছেন শিল্পা শেট্টি ৷ তাতে লেখা রয়েছে, "আমি একটা ভুল করেছি, তবে ঠিক আছে ৷"

actress shilpa-shetty-shares-cryptic-note-on-making-mistakes-in-life
শিল্পার বার্তা

আরও পড়ুন: Amitabh Bachchan: অমিতাভের দেহরক্ষীর আয় 1.5 কোটি, বদলি করে তদন্ত শুরু

রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার প্রায় মাসখানেক পর ফের ডান্স রিয়্যালিটি শো সুপার ডান্সার 4 (Super Dancer 4)-এর সেটে ফিরে এসেছেন হাঙ্গামা 2 ৷ গত 2 অগস্ট এই ঘটনা নিয়ে প্রথম নিজের প্রতিক্রিয়া জানান শিল্পা ৷ তিনি জানান, বিষয়টি বিচারবিভাগের তত্ত্বাবধানে রয়েছে ৷ সেই কারণে এই নিয়ে কোনও ভুল মন্তব্য প্রকাশ্যে আসুক সেটা তিনি চান না ৷ তাই এই নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ৷ গত 19 জুলাই গ্রেফতার হন রাজ কুন্দ্রা ৷

আরও পড়ুন: Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

কলকাতা, 27 অগস্ট: পর্নোগ্রাফি মামলায় (Pornography Case) গ্রেফতার হয়েছেন তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ নাম জড়িয়েছে অভিনেত্রী শিল্পা শেট্টিরও (Shilpa Shetty) ৷ উঠে এসেছে একের পর এক অভিযোগ ৷ এত কাণ্ডের পর কিছুদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও আবারও কাজে যোগ দিয়েছেন অভিনেত্রী ৷ এ বার কি তিনি ভুল স্বীকার করে নিলেন ? ইঙ্গিতবাহী একটি পোস্টে সেই বার্তাই দিলেন বাজিগর গার্ল ৷

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সোফিয়া লোরেনের (Sophia Loren) বই থেকে কয়েকটি পংক্তি তুলে ধরেছেন তিনি ৷ তাতে লেখা রয়েছে, "আমরা ছোট ছোট ভুল না করলে আমাদের ঘটনাবহুল জীবন তৈরি হবে না ৷ তবে আশা করব যে সেই ভুল যেন মারাত্মক না-হয় বা সেটি যেন কারওকে আঘাত না-করে ৷ তবে কিছু ভুল তো হয়ই ৷"

আরও পড়ুন: Chehre: মুক্তি পেল চেহরে, নজরকাড়া ইমরান; বিনা পয়সায় অভিনয় করেছেন অমিতাভ

শিল্পার বার্তায় আরও লেখা রয়েছে, "আমরা আমাদের ভুলগুলিকে ভুলে যেতে চাই অথবা আমাদের সবচেয়ে আকর্ষণীয়, চ্যালেঞ্জিং এবং উদ্দীপক অভিজ্ঞতা হিসেবে সেগুলিকে দেখতে পারি ৷ সেই ভুল নিজেদের বলে নয়, ভুলগুলি থেকে আমরা শেখার চেষ্টা করছি ৷" এই পোস্টের সঙ্গে একটি অ্যানিমেটেড স্টিকারও দিয়েছেন শিল্পা শেট্টি ৷ তাতে লেখা রয়েছে, "আমি একটা ভুল করেছি, তবে ঠিক আছে ৷"

actress shilpa-shetty-shares-cryptic-note-on-making-mistakes-in-life
শিল্পার বার্তা

আরও পড়ুন: Amitabh Bachchan: অমিতাভের দেহরক্ষীর আয় 1.5 কোটি, বদলি করে তদন্ত শুরু

রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার প্রায় মাসখানেক পর ফের ডান্স রিয়্যালিটি শো সুপার ডান্সার 4 (Super Dancer 4)-এর সেটে ফিরে এসেছেন হাঙ্গামা 2 ৷ গত 2 অগস্ট এই ঘটনা নিয়ে প্রথম নিজের প্রতিক্রিয়া জানান শিল্পা ৷ তিনি জানান, বিষয়টি বিচারবিভাগের তত্ত্বাবধানে রয়েছে ৷ সেই কারণে এই নিয়ে কোনও ভুল মন্তব্য প্রকাশ্যে আসুক সেটা তিনি চান না ৷ তাই এই নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ৷ গত 19 জুলাই গ্রেফতার হন রাজ কুন্দ্রা ৷

আরও পড়ুন: Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.