মুম্বই, 4 মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্যের জন্য অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অ্যাকাউন্ট বন্ধ করে দিল টুইটার ৷ রাজ্যে ফলপ্রকাশের পর ভোটপরবর্তী হিংসা নিয়ে তৃণমূল নেত্রীর সমালোচনা করে টুইট করেছিলেন মণিকর্ণিকা স্টার ৷ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূল ক্ষমতায় এলেও বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান তিনি ৷
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি কঙ্গনা বলেছিলেন, অসম ও পুদুচেরিতে বিজেপি জিতলেও সেখানে কোনও হিংসার ঘটনা ঘটছে না ৷ অথচ বাংলায় তৃণমূল জেতার পর থেকেই শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে ৷ একটি টুইটে ইন্দিরা গান্ধিকে নিয়েও মন্তব্য করেছিলেন 'কুইন' অভিনেত্রী ৷ কঙ্গনার এই টুইট নিয়ে আলোড়ন পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ অভিনেত্রীর সমালোচনায় মুখর হন নেটিজেনরা ৷ এরপরই বিধিভঙ্গের অভিযোগে বন্ধ করে দেওয়া হয় কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট ৷
আরও পড়ুন: বাংলায় অশান্তি ছড়াতে চাইছেন কঙ্গনা, অভিযোগ দায়ের লালবাজারে
![actress Kangana Ranaut's Twitter account suspended for violating rules while commenting on bengal violence](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11634703_kangana1.jpg)
নিজের টুইটারে হ্যান্ডেলে বিতর্কিত পোস্ট করায় আগেই কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছিলেন এক আইনজীবী । তিনি দেশের শান্তির বাতাবরণ নষ্ট করছেন বলে অভিযোগ করে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয় । বলা হয়, কঙ্গনা যে ধরনের মন্তব্য করছেন টুইটারে, তা বাংলার বিরুদ্ধে অপমানজনক । বিজেপির হয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা বাংলায় অশান্তি ছড়াতে চাইছেন বলে অভিযোগ করা হয় ।