ETV Bharat / sitara

বাংলার হিংসা নিয়ে বিতর্কিত মন্তব্য, কঙ্গনার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার - বাংলার ভোট পরবর্তী হিংসা

নিয়ম ভেঙে একাধিক বিতর্কিত টুইট ৷ এ বার কঙ্গনা রানাওয়াতের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার ৷ বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্তব্য করে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি ৷

actress Kangana Ranaut's Twitter account suspended for violating rules while commenting on bengal violence
বাংলার হিংসা নিয়ে বিতর্কিত মন্তব্য, কঙ্গনার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার
author img

By

Published : May 4, 2021, 1:00 PM IST

Updated : May 4, 2021, 1:11 PM IST

মুম্বই, 4 মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্যের জন্য অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অ্যাকাউন্ট বন্ধ করে দিল টুইটার ৷ রাজ্যে ফলপ্রকাশের পর ভোটপরবর্তী হিংসা নিয়ে তৃণমূল নেত্রীর সমালোচনা করে টুইট করেছিলেন মণিকর্ণিকা স্টার ৷ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূল ক্ষমতায় এলেও বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি কঙ্গনা বলেছিলেন, অসম ও পুদুচেরিতে বিজেপি জিতলেও সেখানে কোনও হিংসার ঘটনা ঘটছে না ৷ অথচ বাংলায় তৃণমূল জেতার পর থেকেই শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে ৷ একটি টুইটে ইন্দিরা গান্ধিকে নিয়েও মন্তব্য করেছিলেন 'কুইন' অভিনেত্রী ৷ কঙ্গনার এই টুইট নিয়ে আলোড়ন পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ অভিনেত্রীর সমালোচনায় মুখর হন নেটিজেনরা ৷ এরপরই বিধিভঙ্গের অভিযোগে বন্ধ করে দেওয়া হয় কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট ৷

আরও পড়ুন: বাংলায় অশান্তি ছড়াতে চাইছেন কঙ্গনা, অভিযোগ দায়ের লালবাজারে

actress Kangana Ranaut's Twitter account suspended for violating rules while commenting on bengal violence
বন্ধ টুইটার অ্যাকাউন্ট

নিজের টুইটারে হ্যান্ডেলে বিতর্কিত পোস্ট করায় আগেই কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছিলেন এক আইনজীবী । তিনি দেশের শান্তির বাতাবরণ নষ্ট করছেন বলে অভিযোগ করে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয় । বলা হয়, কঙ্গনা যে ধরনের মন্তব্য করছেন টুইটারে, তা বাংলার বিরুদ্ধে অপমানজনক । বিজেপির হয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা বাংলায় অশান্তি ছড়াতে চাইছেন বলে অভিযোগ করা হয় ।

মুম্বই, 4 মে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্যের জন্য অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অ্যাকাউন্ট বন্ধ করে দিল টুইটার ৷ রাজ্যে ফলপ্রকাশের পর ভোটপরবর্তী হিংসা নিয়ে তৃণমূল নেত্রীর সমালোচনা করে টুইট করেছিলেন মণিকর্ণিকা স্টার ৷ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূল ক্ষমতায় এলেও বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার পাশাপাশি কঙ্গনা বলেছিলেন, অসম ও পুদুচেরিতে বিজেপি জিতলেও সেখানে কোনও হিংসার ঘটনা ঘটছে না ৷ অথচ বাংলায় তৃণমূল জেতার পর থেকেই শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে ৷ একটি টুইটে ইন্দিরা গান্ধিকে নিয়েও মন্তব্য করেছিলেন 'কুইন' অভিনেত্রী ৷ কঙ্গনার এই টুইট নিয়ে আলোড়ন পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ অভিনেত্রীর সমালোচনায় মুখর হন নেটিজেনরা ৷ এরপরই বিধিভঙ্গের অভিযোগে বন্ধ করে দেওয়া হয় কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট ৷

আরও পড়ুন: বাংলায় অশান্তি ছড়াতে চাইছেন কঙ্গনা, অভিযোগ দায়ের লালবাজারে

actress Kangana Ranaut's Twitter account suspended for violating rules while commenting on bengal violence
বন্ধ টুইটার অ্যাকাউন্ট

নিজের টুইটারে হ্যান্ডেলে বিতর্কিত পোস্ট করায় আগেই কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছিলেন এক আইনজীবী । তিনি দেশের শান্তির বাতাবরণ নষ্ট করছেন বলে অভিযোগ করে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয় । বলা হয়, কঙ্গনা যে ধরনের মন্তব্য করছেন টুইটারে, তা বাংলার বিরুদ্ধে অপমানজনক । বিজেপির হয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা বাংলায় অশান্তি ছড়াতে চাইছেন বলে অভিযোগ করা হয় ।

Last Updated : May 4, 2021, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.