ETV Bharat / sitara

লকডাউনে বাড়িতে বসেই ছবি তৈরি চন্দন-ঋতব্রতর

শর্টফিল্মের নাম 'ওয়ার্থ ফর্গেটিং'। সৌজন্যে অশোকনগর নাট্যআনন । লকডাউনের জেরে সবাই এখন গৃহবন্দী । এই মুহূর্তে বন্ধ বিনোদনের যাবতীয় কাজ । কিন্তু, কতদিন আর বাড়িতে বসে থাকা যায় ! তাই বাড়িতে বসেই চলছে কাজ । শুটিংও করে ফেলছেন লকডাউনের নিয়ম মেনে । অশোকনগর নাট্যআননের কথায়, "কোয়ারেন্টাইন এক্সপেরিমেন্ট !"

author img

By

Published : Apr 10, 2020, 2:05 PM IST

dfg
dfg

কলকাতা : বাড়িতে বসেই স্মার্ট ফোনের সাহায্যে একটি শর্ট ফিল্মের শুটিং করছে 'অশোকনগর নাট্যআনন'। এই ছবি কোরোনার সতর্কতার পাশাপাশি আরও কিছু বিষয়কে তুলে ধরবে । নাট্যদলের এই প্রয়াসে উৎসাহ প্রকাশ করেছেন ডিউটিতে থাকা কলকাতার পুলিশ ও একাধিক বিদেশি ।

কিছুদিন আগে কোরোনা সতর্কতা নিয়ে বলিউডে শর্টফিল্ম তৈরি করা হয়েছিল । যেখানে ছিলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট, রণবীর কাপুর, রজনীকান্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে । তবে ওই ছবির জন্য বাড়ি থেকে বের হননি কেউই । নিজের শহর ও নিজের ঘরে বসেই অভিনয় করেছিলেন তাঁরা ।

dfg
.

তারপর জানা যায়, টলিউডেও এইরকম একটি শর্ট ফিল্ম তৈরি করতে চলেছেন পরিচালক অরিন্দম শীল । ছবির মূল ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । নিজেদের বাড়িতে বসেই শর্ট ফিল্মটি তৈরি করছেন চন্দন সেন ও ঋতব্রত মুখার্জি ।

শর্টফিল্মের নাম 'ওয়ার্থ ফর্গেটিং'। সৌজন্যে অশোকনগর নাট্যআনন । লকডাউনের জেরে সবাই এখন গৃহবন্দী । এই মুহূর্তে বন্ধ বিনোদনের যাবতীয় কাজ । কিন্তু, কতদিন আর বাড়িতে বসে থাকা যায় ! তাই বাড়িতে বসেই চলছে কাজ । শুটিংও করে ফেলছেন লকডাউনের নিয়ম মেনে । অশোকনগর নাট্যআননের কথায়, "কোয়ারেন্টাইন এক্সপেরিমেন্ট !"

dg
ঋতব্রত মুখার্জি

সম্প্রতি সামনে এসেছে ছবির একটি দৃশ্য, যেখানে রয়েছেন ঋতব্রত ও চন্দন । ETV ভারতকে চন্দন বলেন, "ছবির অন্য দৃশ্যগুলো একে একে শুট হবে । আমাদের দলের ছেলেমেয়েরা নিজেদের বাড়িতে বসে নিজেদের ফোন থেকে শুট করে পাঠাবে । বিদেশেও আমাদের দলের ছেলেমেয়েরা রয়েছে । তারাও শুট করে পাঠাবে বলেছে । আমরা কলকাতায় বসে এডিট করে একটা একটা করে সিন তৈরি করে একটা ছোটো ছবি তৈরি করব । এইটা সেই ছোটো ছবিরই প্রথম দৃশ্য । প্রথম দৃশ্যে ঋতব্রত একটা অসুখে ভুগছে । ডাক্তারের চরিত্রে রয়েছি আমি । যে তাকে ওষুধ দেয় । আশপাশে এই এত যুদ্ধ, এত মৃত্যু, সেটা ও ভুলে থাকতে চায় । আমরা শেষে বলব যে ভুলে থাকা নয়, বরং এর সঙ্গে যুক্ত হয়ে কী করে আস্তে আস্তে বিষয়টাকে সরিয়ে দেওয়া যায় সেটাই দেখতে হবে । এটাই আমাদের এই শর্টফিল্ম তৈরি করার মূল উদ্দেশ্য ।"

cvb
চন্দন সেন

তাহলে কি এই শর্টফিল্ম কোরোনা সতর্কতা নিয়েও কথা বলবে ? উত্তরে চন্দন বলেন, "কিছু দৃশ্যে কোরোনা সতর্কতা থাকবেই । এবং সেটা আমরা চেষ্টা করছি আমাদের পুলিশ বন্ধু-বান্ধব, যাঁরা কলকাতায় এখনও ডিউটি করছেন, তাঁদের দিয়ে করাতে । ডিউটির শেষে তাঁরা যদি কিছু করতে পারেন । পুলিশ বন্ধু-বান্ধবরা এ ব্যাপারে খুব উৎসাহ প্রকাশ করেছেন । বলেছেন ডিউটি শেষ হলে, তাঁরা ফোন করবেন । তাঁদের কাছে স্ক্রিপ্ট পাঠিয়ে দিতে হবে । আমরা অশোক নগর নাট্যআননের তরফে বাড়িতে বসে এটা করার চেষ্টা করছি । জাপানের ওসাকায় আমার এক বান্ধবী থাকেন । তাঁর স্বামী জাপানি । 5 বছর ধরে সেই ভদ্রলোক বাংলা রপ্ত করেছেন । তিনিও এই প্রোজেক্টে অভিনয় করবেন বলে আগ্রহ জানিয়েছেন । অ্যামেরিকা ও ব্রিটিশ বন্ধুরাও ইচ্ছে প্রকাশ করেছেন । আমরা চেষ্টা করছি সবাইকে নিয়েই কিছু একটা করার ।"

কলকাতা : বাড়িতে বসেই স্মার্ট ফোনের সাহায্যে একটি শর্ট ফিল্মের শুটিং করছে 'অশোকনগর নাট্যআনন'। এই ছবি কোরোনার সতর্কতার পাশাপাশি আরও কিছু বিষয়কে তুলে ধরবে । নাট্যদলের এই প্রয়াসে উৎসাহ প্রকাশ করেছেন ডিউটিতে থাকা কলকাতার পুলিশ ও একাধিক বিদেশি ।

কিছুদিন আগে কোরোনা সতর্কতা নিয়ে বলিউডে শর্টফিল্ম তৈরি করা হয়েছিল । যেখানে ছিলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট, রণবীর কাপুর, রজনীকান্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে । তবে ওই ছবির জন্য বাড়ি থেকে বের হননি কেউই । নিজের শহর ও নিজের ঘরে বসেই অভিনয় করেছিলেন তাঁরা ।

dfg
.

তারপর জানা যায়, টলিউডেও এইরকম একটি শর্ট ফিল্ম তৈরি করতে চলেছেন পরিচালক অরিন্দম শীল । ছবির মূল ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । নিজেদের বাড়িতে বসেই শর্ট ফিল্মটি তৈরি করছেন চন্দন সেন ও ঋতব্রত মুখার্জি ।

শর্টফিল্মের নাম 'ওয়ার্থ ফর্গেটিং'। সৌজন্যে অশোকনগর নাট্যআনন । লকডাউনের জেরে সবাই এখন গৃহবন্দী । এই মুহূর্তে বন্ধ বিনোদনের যাবতীয় কাজ । কিন্তু, কতদিন আর বাড়িতে বসে থাকা যায় ! তাই বাড়িতে বসেই চলছে কাজ । শুটিংও করে ফেলছেন লকডাউনের নিয়ম মেনে । অশোকনগর নাট্যআননের কথায়, "কোয়ারেন্টাইন এক্সপেরিমেন্ট !"

dg
ঋতব্রত মুখার্জি

সম্প্রতি সামনে এসেছে ছবির একটি দৃশ্য, যেখানে রয়েছেন ঋতব্রত ও চন্দন । ETV ভারতকে চন্দন বলেন, "ছবির অন্য দৃশ্যগুলো একে একে শুট হবে । আমাদের দলের ছেলেমেয়েরা নিজেদের বাড়িতে বসে নিজেদের ফোন থেকে শুট করে পাঠাবে । বিদেশেও আমাদের দলের ছেলেমেয়েরা রয়েছে । তারাও শুট করে পাঠাবে বলেছে । আমরা কলকাতায় বসে এডিট করে একটা একটা করে সিন তৈরি করে একটা ছোটো ছবি তৈরি করব । এইটা সেই ছোটো ছবিরই প্রথম দৃশ্য । প্রথম দৃশ্যে ঋতব্রত একটা অসুখে ভুগছে । ডাক্তারের চরিত্রে রয়েছি আমি । যে তাকে ওষুধ দেয় । আশপাশে এই এত যুদ্ধ, এত মৃত্যু, সেটা ও ভুলে থাকতে চায় । আমরা শেষে বলব যে ভুলে থাকা নয়, বরং এর সঙ্গে যুক্ত হয়ে কী করে আস্তে আস্তে বিষয়টাকে সরিয়ে দেওয়া যায় সেটাই দেখতে হবে । এটাই আমাদের এই শর্টফিল্ম তৈরি করার মূল উদ্দেশ্য ।"

cvb
চন্দন সেন

তাহলে কি এই শর্টফিল্ম কোরোনা সতর্কতা নিয়েও কথা বলবে ? উত্তরে চন্দন বলেন, "কিছু দৃশ্যে কোরোনা সতর্কতা থাকবেই । এবং সেটা আমরা চেষ্টা করছি আমাদের পুলিশ বন্ধু-বান্ধব, যাঁরা কলকাতায় এখনও ডিউটি করছেন, তাঁদের দিয়ে করাতে । ডিউটির শেষে তাঁরা যদি কিছু করতে পারেন । পুলিশ বন্ধু-বান্ধবরা এ ব্যাপারে খুব উৎসাহ প্রকাশ করেছেন । বলেছেন ডিউটি শেষ হলে, তাঁরা ফোন করবেন । তাঁদের কাছে স্ক্রিপ্ট পাঠিয়ে দিতে হবে । আমরা অশোক নগর নাট্যআননের তরফে বাড়িতে বসে এটা করার চেষ্টা করছি । জাপানের ওসাকায় আমার এক বান্ধবী থাকেন । তাঁর স্বামী জাপানি । 5 বছর ধরে সেই ভদ্রলোক বাংলা রপ্ত করেছেন । তিনিও এই প্রোজেক্টে অভিনয় করবেন বলে আগ্রহ জানিয়েছেন । অ্যামেরিকা ও ব্রিটিশ বন্ধুরাও ইচ্ছে প্রকাশ করেছেন । আমরা চেষ্টা করছি সবাইকে নিয়েই কিছু একটা করার ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.