ETV Bharat / sitara

তাপসের চলে যাওয়া মানতে পারছি না : রঞ্জিত

হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন । সেখানেই আজ ভোরে মৃত্যু হয় তাপস পালের । সেই খবর পেয়ে শোকাহত রঞ্জিত মল্লিক ।

Ranjit Mallick
রঞ্জিত মল্লিক
author img

By

Published : Feb 18, 2020, 8:02 AM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন । একসময়ের সেই সহকর্মী তাপস পাল আর নেই । এই খবরটা মেনে নিতে পারছেন না অভিনেতা রঞ্জিত পাল । খবরটা পাওয়ার পর থেকেই দুঃখে ভেঙে পড়েছেন তিনি ।

আজ ভোর 3 টে 51 মিনিটে মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয় তাপস পাল । মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর । বয়স হয়েছিল 61 বছর । তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে । একসময়ের সহকর্মীর মৃত্যুর খবরে শোকাহত অভিনেতা রঞ্জিত মল্লিকও । ETV ভারত সিতারার কাছে শোকপ্রকাশ করেন তিনি ।

রঞ্জিত মল্লিক বলেন, "আমিও তো কলকাতায় নেই । আজকেই ফিরব । খবরটা শুনে খুব খারাপ লাগছে । আমরা অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি । সব ছবিই জনপ্রিয় । তার মধ্যে গুরুদক্ষিণার মতো সিনেমাও রয়েছে । খবরটা শুনে মন খারাপ হয়ে গেল । দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছি তো । আর কী বলব বলুন ? আত্মার শান্তি কামনা করি ।"

28 জানুয়ারি মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাপস পাল । তাঁর ফেরার কথা ছিল 2 ফেব্রুয়ারি । কিন্তু বিমান ধরার আগেই বুকে ব্যথা শুরু হয় । তখন থেকেই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । তারপর আজ ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।

কলকাতা, 18 ফেব্রুয়ারি : একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন । একসময়ের সেই সহকর্মী তাপস পাল আর নেই । এই খবরটা মেনে নিতে পারছেন না অভিনেতা রঞ্জিত পাল । খবরটা পাওয়ার পর থেকেই দুঃখে ভেঙে পড়েছেন তিনি ।

আজ ভোর 3 টে 51 মিনিটে মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয় তাপস পাল । মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর । বয়স হয়েছিল 61 বছর । তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে । একসময়ের সহকর্মীর মৃত্যুর খবরে শোকাহত অভিনেতা রঞ্জিত মল্লিকও । ETV ভারত সিতারার কাছে শোকপ্রকাশ করেন তিনি ।

রঞ্জিত মল্লিক বলেন, "আমিও তো কলকাতায় নেই । আজকেই ফিরব । খবরটা শুনে খুব খারাপ লাগছে । আমরা অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি । সব ছবিই জনপ্রিয় । তার মধ্যে গুরুদক্ষিণার মতো সিনেমাও রয়েছে । খবরটা শুনে মন খারাপ হয়ে গেল । দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছি তো । আর কী বলব বলুন ? আত্মার শান্তি কামনা করি ।"

28 জানুয়ারি মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাপস পাল । তাঁর ফেরার কথা ছিল 2 ফেব্রুয়ারি । কিন্তু বিমান ধরার আগেই বুকে ব্যথা শুরু হয় । তখন থেকেই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি । তারপর আজ ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.