ETV Bharat / sitara

চিনতে পারছেন এই অভিনেতাকে? - টলিউড

ছবি পোস্ট করার পরেই ঝড়ের গতিতে কমেন্ট আসতে শুরু করে ভক্তদের কাছ থেকে ৷ ছবির নাম যে 'ছোট্ট জিজ্ঞাসা' তা ইতিমধ্যেই ধরে ফেলেছেন অনেকে ৷ সকলের প্রিয় বুম্বাদার প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভক্তদের মধ্যে অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসাও করেছেন ৷ সেই সঙ্গে কমেন্ট বক্সে অনেকেই শেয়ার করেছেন 'ছোট্ট জিজ্ঞাসা'র নানা মুহূর্তের ছবি ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
author img

By

Published : Apr 10, 2021, 7:47 PM IST

Updated : Apr 10, 2021, 7:54 PM IST

হায়দরাবাদ, 10 এপ্রিল : বলতে পারেন কোন ছবি মুক্তি পাবার পর এই ছবিটি খবরের কাগজে ছাপা হয়েছিল ? এমনই প্রশ্ন রেখে নিজের ছেলে বেলার ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে চারজন ভাগ্যবান বিজেতা নববর্ষের উপহারও পেয়ে যাবেন বলে তিনি উল্লেখ করেছেন ওই পোস্টে ৷

ছবি পোস্ট করার পরেই ঝড়ের গতিতে কমেন্ট আসতে শুরু করে ভক্তদের কাছ থেকে ৷ ছবির নাম যে 'ছোট্ট জিজ্ঞাসা' তা ইতিমধ্যেই ধরে ফেলেছেন অনেকে ৷ সকলের প্রিয় বুম্বাদার প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভক্তদের মধ্যে অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসাও করেছেন ৷ সেই সঙ্গে কমেন্ট বক্সে অনেকেই শেয়ার করেছেন 'ছোট্ট জিজ্ঞাসা'র নানা মুহূর্তের ছবি৷

স্টাইল স্টেটমেন্টে চিরকালই চমক দিয়ে এসেছেন প্রসেনজিৎ
স্টাইল স্টেটমেন্টে চিরকালই চমক দিয়ে এসেছেন প্রসেনজিৎ ৷ সৌঃ সোশ্যাল মিডিয়া

1968 সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'ছোট্ট জিজ্ঞাসা'তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটি ছোট ছেলের 'বুম্বার' ভূমিকায় দেখা গিয়েছিল ৷ ছবি তার বাবাব ভূমিকায় দেখা ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে ৷ এই ছবিতে শিশু প্রসেনজিৎয়ের অভিনয় দর্কশের মন জয় করে নিলেছিল সেই সময় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শিশু বুম্বা কিংবা বর্তমানের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন বরাবর ৷ সময়ের সঙ্গে সঙ্গে নিজের লুকে এনেছেন আমুল পরিবর্তন ৷ অভিনয় হোক বা স্টাইল স্টেটমেন্ট চিরকালই তিনি তাঁর ভক্তদের চমক দিয়ে এসেছেন ৷ এবার নববর্ষে কী উপহার দেবেন ভক্তদের, কারাই বা পাবে সেই উপহার এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন : শুটিং শুরু হচ্ছে 'মানি হাইস্ট'য়ের ফিফথ সিজনের

হায়দরাবাদ, 10 এপ্রিল : বলতে পারেন কোন ছবি মুক্তি পাবার পর এই ছবিটি খবরের কাগজে ছাপা হয়েছিল ? এমনই প্রশ্ন রেখে নিজের ছেলে বেলার ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে চারজন ভাগ্যবান বিজেতা নববর্ষের উপহারও পেয়ে যাবেন বলে তিনি উল্লেখ করেছেন ওই পোস্টে ৷

ছবি পোস্ট করার পরেই ঝড়ের গতিতে কমেন্ট আসতে শুরু করে ভক্তদের কাছ থেকে ৷ ছবির নাম যে 'ছোট্ট জিজ্ঞাসা' তা ইতিমধ্যেই ধরে ফেলেছেন অনেকে ৷ সকলের প্রিয় বুম্বাদার প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভক্তদের মধ্যে অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসাও করেছেন ৷ সেই সঙ্গে কমেন্ট বক্সে অনেকেই শেয়ার করেছেন 'ছোট্ট জিজ্ঞাসা'র নানা মুহূর্তের ছবি৷

স্টাইল স্টেটমেন্টে চিরকালই চমক দিয়ে এসেছেন প্রসেনজিৎ
স্টাইল স্টেটমেন্টে চিরকালই চমক দিয়ে এসেছেন প্রসেনজিৎ ৷ সৌঃ সোশ্যাল মিডিয়া

1968 সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'ছোট্ট জিজ্ঞাসা'তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একটি ছোট ছেলের 'বুম্বার' ভূমিকায় দেখা গিয়েছিল ৷ ছবি তার বাবাব ভূমিকায় দেখা ছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে ৷ এই ছবিতে শিশু প্রসেনজিৎয়ের অভিনয় দর্কশের মন জয় করে নিলেছিল সেই সময় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শিশু বুম্বা কিংবা বর্তমানের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন বরাবর ৷ সময়ের সঙ্গে সঙ্গে নিজের লুকে এনেছেন আমুল পরিবর্তন ৷ অভিনয় হোক বা স্টাইল স্টেটমেন্ট চিরকালই তিনি তাঁর ভক্তদের চমক দিয়ে এসেছেন ৷ এবার নববর্ষে কী উপহার দেবেন ভক্তদের, কারাই বা পাবে সেই উপহার এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন : শুটিং শুরু হচ্ছে 'মানি হাইস্ট'য়ের ফিফথ সিজনের

Last Updated : Apr 10, 2021, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.